Advertisment

IND vs BAN: ভারতের সেরা অস্ত্র, তবু ৭ বছরে খেলেছেন মাত্র ১২ টেস্ট! বাংলাদেশের বিরুদ্ধেই দুর্ভাগ্য ঘোচানোর অপেক্ষা

Kuldeep Yadav in Kanpur Test: কেরিয়ারের উড়ান কখনই সেভাবে হয়নি। তবু কুলদীপ টিম ইন্ডিয়ার বরাবরের মত নির্ভরযোগ্য অস্ত্র। স্পিনে বোতলবন্দি করেন প্রতিপক্ষ ব্যাটারদের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, ভারতীয় ক্রিকেট দল, টিম ইন্ডিয়া

Team India: টিম ইন্ডিয়া (বিসিসিআই)

India vs Bangladesh Kanpur Test: চলতি বছরে রবিচন্দ্রন অশ্বিনের পডকাস্টে এসে দক্ষিণী স্পিনারকে চমকে দিয়েছিলেন কুলদীপ যাদব। অশ্বিন বিস্মিত হয়ে আবিষ্কার করেন, কুলদীপ যাদবের বয়স ২৯ পেরিয়েছে। আর তিন মাসের মধ্যেই কুলদীপের বয়স ছুঁয়ে ফেলবে তিরিশের কোঠা।

Advertisment

ঘটনা হল, ২০১৭-য় টেস্ট অভিষেকের পর কুলদীপ খেলেছেন মাত্র ১২ টেস্ট। কুলদীপের কোচ আশাবাদী, যেখানে চায়নাম্যান ক্রিকেটারের বোলিংয়ে হাতেখরিস সেই গ্রিন পার্কে অবশেষে বল করার সুযোগ পাবেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে কপিল পাণ্ডে বলছিলেন, "এটা দুর্ভাগ্যের যে কুলদীপ ৭ বছরে মাত্র ১২ টেস্ট খেলেছেন। আশা করি, কানপুরে নিজের ১২তম টেস্ট খেলতে পারবে ও।" কুলদীপের কেরিয়ারের ইঞ্জিন বারেবারেই স্টার্ট দিয়ে বন্ধ হয়ে গিয়েছে। ২০১৯-এ সিডনিতে ৫ উইকেট শিকারের পর কুলদীপকে ধরা হচ্ছিল বিদেশে ভারতের একনম্বর বাছাই স্পিনার হতে চলেছেন।

তবে তৎকালীন কোচ রবি শাস্ত্রীর সেই পূর্বাভাস মেলেনি। ক্রমাগত অফফর্ম, কেরিয়ারের আশঙ্কা জাগানিয়া হাঁটুর চোট তারকা স্পিনারকে অন্যপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। ২০২২-এ চট্টগ্রাম টেস্টে কুলদীপ ৮ উইকেট দখল করেন। প্ৰথম ইনিংসে অশ্বিনের সঙ্গে অষ্টম উইকেটে ৯২ রানের জুটি গড়ার পথে ৪২ করে যান। সেই টেস্টের প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েও কুলদীপ পরের টেস্টে জায়গা ধরে রাখতে পারেননি। টিম ম্যানেজমেন্ট তাঁকে সরিয়ে জয়দেব উনাদকাটকে জায়গা দিয়েছিল।

কুলদীপের বিষয়ে প্রচলিত ধারণা ছিল তাঁর বোলিংয়ে এক্স ফ্যাক্টর নেই। স্লো হওয়ায় ব্যাটারদের পরাস্তও করতে পারেন না। সেই ধারণা অবশ্য গত কয়েক বছরে ভেঙে দিয়েছেন তিনি। কুলদীপের কোচ কপিল হতাশার সুরে বলছিলেন, "কুলদীপকে বলা হয়েছিল বোলিংয়ের গতি বাড়াতে। এবং ব্যাট হাতে নিজেকে আরও নিখুঁত করে তুলতে। এই দুই বিষয়েই খেটেছিল ও। তবে পরের টেস্টেই বাদ পড়ে যায়। সেদিন থেকে ওঁকে যখনই প্রথম একাদশের বাইরে রাখা হয়, আমি হাসতে থাকি। ওঁর পরিশ্রম আমি সামনে থেকে দেখেছি। যে পরিমাণ অবিচারের শিকার হয়েছে ও, সেটা দুর্ভাগ্যজনক। ও আমাকে বলেছিল, 'আমার ড্রিফট এবং ডিপ আমার হয়ে জবাব দেবে।"

চলতি বছরে কুলদীপ ইংল্যান্ড সিরিজে প্ৰথম টেস্ট মিস করেও দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন। সিরিজে ১৯ উইকেট শিকার করেন। ধর্মশালায় ইনিংসে ৫ উইকেট সহ প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরম্যান্স-ও রয়েছে এর মধ্যে। তবে ছয় মাস পরে ভারত যখন টেস্ট খেলতে নামল চেন্নাইয়ে। বাদ পড়তে হল কুলদীপকে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Kuldeep Yadav Indian Cricket Team Indian Team India Cricket Team Team India
Advertisment