Advertisment

World Cup 2019, IND vs BAN Warm Up Match Highlights: শেষ প্রস্তুতি ম্যাচে বিপুল ব্যবধানে জয় ভারতের

ICC World Cup 2019, India vs Bangladesh Warm Up Match Live Score: চূড়ান্ত একপেশে ম্যাচে মাশরাফি মোর্তাজার বাংলাদেশকে দুরমুশ করল কোহলি অ্যান্ড কোং

author-image
IE Bangla Web Desk
New Update
World Cup 2019, IND vs BAN Warm Up Match Live Score

World Cup 2019, IND vs BAN Warm Up Match Live Score

India vs Bangladesh Warm-Up Match Live Score Updates: টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে ভুগতে হল বাংলাদেশকে। লোকেশ রাহুল আর এমএস ধোনির সেঞ্চুরিতে ভারত প্রথমে ব্যাট করে সাত উইকেটে ৩৫৯ রান তুলল। বাংলাদেশের টার্গেট ৩৬০।

Advertisment

আগামী ৫ জুন ভারতের বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে টিম কোহলির সামনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। গত শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। কিউয়ি বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং। টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম গা ঘামানোর ম্য়াচেই কিউয়িদের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে ভারতকে।

আজ অর্থাৎ মঙ্গলবার অবশ্য সেরকম কোনও ঝক্কি পোয়াতে হলো না ভারতকে। চূড়ান্ত একপেশে ম্যাচে মাশরাফি মোর্তাজার বাংলাদেশকে দুরমুশ করল কোহলি অ্যান্ড কোং। আশা ছিল, ব্যাটিং ইউনিটের পাশাপাশি ভারতের বোলারারও নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবেন। কিন্তু এতটাই ভারসাম্যহীন হয়ে দাঁড়াল এই ম্যাচ, যে বোলারদের সঠিক বিচার করাই গেল না।

World Cup 2019 Live: IND vs BAN Warm-Up Match, India vs Bangladesh Live Score

Live Blog

World Cup 2019 Live: IND vs BAN Warm-Up Match, India vs Bangladesh Live Score














23:34 (IST)28 May 19





















দুরমুশ বাংলাদেশ

নিতান্তই সাদামাটা ব্যাটিংয়ের দৌলতে বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচে কুপোকাত বাংলাদেশ। টসে জিতে বোলিং করার সিদ্ধান্তই কাল হলো তাদের। শেষ ওভারে কোনও এক দুর্বোধ্য কারণে পড়িমরি করে রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন মেহেদি হাসান মিরাজ। যেখানে হারের ব্যবধান সেই মুহূর্তে ৯৮ রান, সেখানে ওই এক রানের কী মাহাত্ম্য, বোঝা দুষ্কর। শেষমেশ ৯৫ রানে জিতল ভারত, ৩৫৯ রানের পাহাড় ডিঙোতে পারল না বাংলাদেশ। এক উইকেট হাতে রেখে না হেরে দশ উইকেট খুইয়েই ময়দান ছাড়ল মাশরাফির টিম।

23:20 (IST)28 May 19





















মৃত ম্যাচের শেষকৃত্য চলছে

লেখার মতন কিছু খুঁজে পাওয়া মুশকিল এই মৃত ম্যাচ নিয়ে। ক্রিজে ব্যাটিং প্র্যাকটিস করছেন মেহেদি হাসান এবং মহম্মদ সইফুদ্দিন, এক আধটা ছয় মেরে বড় শটের অভ্যাসও ঝালিয়ে নিচ্ছেন। আর মোটামুটি তিন ওভারের অপেক্ষা।

22:58 (IST)28 May 19





















শেষের অপেক্ষায় বাংলাদেশ

গত আধঘণ্টায় যা ঘটল, তাল রাখা মুশকিল। হৃদয়বিদারক ভাবে ৯০ রানে কুলদীপের বলে বোল্ড আউট হয়ে গেলেন মুশফিকুর, তারপর থেকে মোটামুটি  মিছিল করে ফেরত গেলেন মাহমুদুল্লাহ, শাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন। আপাতত প্রয়োজনীয় রান রেট ১৫'র বেশি, ৪১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২১৮-৮

22:25 (IST)28 May 19





















পরপর দুই উইকেট! আবার!

ফের জোড়া উইকেট! এবার আউট মহম্মদ মিঠুন! এ যেন জোড়ায় জোড়ায় আউট হওয়ার সকল্প করেছে বাংলাদেশ। স্কোর এক ওভারের ব্যবধানে ১৬৪-২ থেকে ১৬৯-৪, এবার বোধহয় বাংলাদেশের হার মোটামুটি সময়ের অপেক্ষা, যদিও লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিকুর। ৩৩ ওভারের শেষে স্কোর ১৭৫-৪

22:20 (IST)28 May 19





















ড্রেসিং রুমে ফেরত লিটন

ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ। গতি বাড়িয়েও ফের চাহাল-জাদেজার স্পিডব্রেকারে থমকে গেলেন লিটন এবং মুশফিকুর। এবং জোর করে রানের গতি বাড়াতে গেলে যা হয় তাই হলো! লিটন দাস আউট! ধোনির পক্ষে সহজতম স্টাম্পিং, বোলার চাহাল। লিটনের ব্যক্তিগত স্কোর ৯০ বলে ৭৩, ৩১ ওভারের মাঝামাঝি এসে বাংলাদেশের স্কোর ১৬৯-৩

22:02 (IST)28 May 19





















গতি বাড়াচ্ছেন লিটন

যেমন কথা, তেমন কাজ। হাত খুলতে শুরু করলেন লিটন, দেখাদেখি মুশফিকুর। গত পাঁচ ওভারে রান উঠেছে ৩৯, ২৬ ওভারের শেষে স্কোর ১৪৪-২, যদিও প্রয়োজনীয় রান রেট নয় ছুঁই ছুঁই। লিটনের ব্যক্তিগত স্কোর ৭৩ বলে ৫৯, মুশফিকুর ৫৪ বলে ৪৮

21:44 (IST)28 May 19





















মন্থর গতিতে এগোচ্ছেন লিটন-মুশফিকুর

২১ ওভার শেষ, বাংলাদেশের স্কোর ১০৬-২। উইকেট যেমন পড়ে নি, তেমনি রানের গতিও প্রয়োজনীয় হারে বাড়ে নি। আপাতত সামাল দিতেই ব্যস্ত লিটন-মুশফিকুর। এই গতিতে ইনিংস গড়া যায়, কিন্তু ৩৬০ তাড়া করা যায় না। লিটন দাস প্রয়োজনে যথেষ্ট মারমুখী হয়ে উঠতে পারেন, আমরা দেখেছি, কাজেই তারই অপেক্ষায় বাংলাদেশ। 

21:18 (IST)28 May 19





















খেই হারাচ্ছে বাংলাদেশ

শেষ পাঁচ ওভারে উঠেছে ঠিক ২৫ রান, আপাতত রান রেট ৪.৯৩, যেখানে প্রয়োজনীয় রান রেট আটের বেশি। ১৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৭৪/২, ইনিংস গড়তে মরিয়া লিটন দাস এবং মুশফিকুর রহিম। কিন্তু কোনও একজনকে ঝড় তুলতে হবে। বোলিংয়ে স্পিন ঢুকেছে কুলদীপ যাদবের হাত ধরে। ড্রিঙ্কস ব্রেক-এ উইকেট কিপারের দস্তানা পরে নিলেন ধোনি। ওয়ার্ম আপ ম্যাচে এই প্রথমবার কিপিং করবেন তিনি।

20:58 (IST)28 May 19





















জোড়া ধাক্কা বাংলাদেশের!

এবং আবার! কথা নেই বার্তা নেই, ৪৯-০ থেকে ৪৯-২! পরপর দুই বলে দুই শিকার ধরে হ্যাট ট্রিকের মুখে ছিলেন বুমরা, কিন্তু হলো না। সৌম্য সরকারের পর অবলীলায় তুলে নিলেন শাকিব-আল-হাসান কে, সৌজন্যে এক অনবদ্য ইয়র্কার, যার কোনও কিনারাই করতে পারলেন না অভিজ্ঞ শাকিব। এগারো ওভার প্রায় শেষ, এতক্ষণে ৫০ পেরোল বাংলাদেশ।

20:52 (IST)28 May 19





















সৌম্য সরকার আউট!

জমাটি শুরু করেও কেমন যেন থিতিয়ে গেছে বাংলাদেশ। ধীরে ধীরে ম্যাচের মোড় ঘোরাচ্ছেন বুমরা-শামি-ভুবি। পাঁচ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩৩-০, কিন্তু দশ ওভার শেষ হতে চলল, এখনও ৫০ পেরোল না মাশরাফির টিম। লিখতে লিখতেই সৌম্য সরকার আউট! এর মধ্যে বেশ কয়েকবার ব্যাটের কানায় লেগেও পার পেয়ে গেছেন তিনি, কিন্তু এবার বুমরার বলে কট বিহাইন্ড! 

20:30 (IST)28 May 19





















জমিয়ে শুরু বাংলাদেশের

বাংলাদেশের ইনিংসের শুরুতে না বুমরা, না মহম্মদ শামি, কাউকেই রেয়াত করছেন না সৌম্য সরকার। সমস্ত শক্তি দিয়ে নেমেছেন ৩৬০ রান তোলার লক্ষ্যে। আপাতত চার ছয়ের বন্যায় ভাসছে কার্ডিফ। কতক্ষণ এই গতি বজায় রাখতে পারেন সৌম্য, তা অনেকটাই নির্ধারণ করে দেবে ম্যাচের ভাগ্য। অপরদিকে ধরে খেলছেন লিটন দাস, কিন্তু প্রয়োজনে জ্বলে উঠতে পারেন তিনিও। 

19:34 (IST)28 May 19





















ইনিংস শেষ

টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে ভুগতে হল বাংলাদেশকে। লোকেশ রাহুল আর এমএস ধোনির সেঞ্চুরিতে ভারত প্রথমে ব্যাট করে সাত উইকেটে ৩৫৯ রান তুলল। বাংলাদেশের টার্গেট ৩৬০। চেনা ধোনিকে ফিরে পেয়ে ফ্যানেরা উচ্ছ্বসিত আজ।

19:21 (IST)28 May 19





















ছয় মেরে সেঞ্চুরি ধোনির

শতরান করলেন ধোনি। ৭৩ বলে আটটি চার ও ছ'টি ছয়ের সৌজন্যে সেঞ্চুরি মাহির। ড্রেসিংরুমে সতীর্থদের করতালি

19:17 (IST)28 May 19





















ধোনির সেঞ্চুরির প্রতীক্ষায় ভারত

১১ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে গেলেন পাণ্ডিয়া। ৪৮ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে ৩২৭  রান তুলল ভারত। ধোনির সেঞ্চুরির প্রতীক্ষায় ফ্যানেরা। শতরান থেকে আর এক কদম দূরে দাঁড়িয়ে এমএসডি।

19:04 (IST)28 May 19





















রাহুল আউট

সেঞ্চুরি করে আউট হয়ে গেলেন রাহুল। এবার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে শেষ চার  ওভার ধোনি ধামার অপেক্ষায় ভারতীয় ফ্যানেরা। ধোনি আজ সেই চেনা ফর্মে। রেয়াত করছেন না কাউকেই। মনে হচ্ছে আইপিএল খেলছেন তিনি। মাঠে ধোনি...ধোনি...ধোনি রব। ৪৬ ওভারে ভারত তুলল ২৯৫ রান

18:50 (IST)28 May 19





















সেঞ্চুরি রাহুলের

৯৪ বলে ঝকঝকে শতরান লোকেশ রাহুলের। এটাই প্রত্যাশিত ছিল। ১২টি চার ও তিনটি ছয়ের সৌজন্যে নিজের ইনিংস সাজিয়েছেন রাহুল। আজ কার্ডিফে অসাধারণ ফর্মেই রয়েছেন তিনি। ৪২ ওভারে ভারত চার উইকেট হারিয়ে ২৫৯ রান তুলল।

18:28 (IST)28 May 19





















কার্ডিফে সেই চেনা ধোনি

৩৭ ওভারে ভারত চার উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে। কার্ডিফে সেই চেনা ধোনিকেই পাওয়া যাচ্ছ। ৪৩ বলে ৫৮ রান করে ফেললেন তিনি। পাঁচটি চার ও তিনটি ছয় হাঁকিয়েছেন মাহি। ধোনি..ধোনি...রবেই মাতোয়ারা সোফিয়া গার্ডেন্স। বাংলাদেশের বোলারদের রীতিমত শাসন করছেন রাহুল-ধোনি। রাহুল অপরাজিত রয়েছেন ৮২ রানে।

18:00 (IST)28 May 19





















রাহুল-ধোনিতে ভারত এগিয়ে চলেছে

কার্ডিফে রাজ করছেন রাহুল, বাংলাদেশ কিছুটা হলেও চাপে এখন। রাহুল সুযোগ পেলেই চার ছয় হাঁকাচ্ছেন। ৩১ ওভারে ১৬৫ রান তুলে ফেলল ভারত। রাহুল ৬৬ রানে আর ধোনি ১৫ রানে ব্যাট করছেন। বাংলাদেশের বোলারদের কিছুটা হলেও দিশাহীন দেখাচ্ছে এখন।

17:44 (IST)28 May 19





















কেএল রাহুলের ফিফটি

ঝকঝকে হাফ-সেঞ্চুরি করে ফেললেন লোকেশ রাহুল। ধোনিকে পাশে পেয়ে স্বাভাবিক খেলাটাই খেলছেন রাহুল। ৪৬ বলে ৫০ করলেন তিনি। ২৭ ওভারে ভারত তুলল ১৩৬ রান। হাতে রয়েছে আরও ছয় উইকেট। ধোনিও যথাযথ

17:25 (IST)28 May 19





















ক্রিজে ধোনি

চার উইকেট চলে গেল ভারতের। সেই রুবেলের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন বিজয়।  ২২ ওভারের খেলা শেষ। ১০২ রান তুলল ভারত। এখন রাহুলের সঙ্গী এমএস ধোনি। এই জুটিটা সেট হয়ে যাক, এটাই চাইবে ভারত। ধোনি আসা মানে তিনি একটা প্রান্ত ধরবেন আর রাহুল চালিয়ে খেলতেই বলবেন।

17:09 (IST)28 May 19





















কোহলি ক্লিন বোল্ড

কার্ডিফে ভারতীয় সমর্থকরা থমকে গেলেন। মহম্মদ সইফুদ্দিনের ইয়র্কারে ক্লিন বোল্ড হয়ে গেলেন ভারত অধিনায়ক। ৪৬ বলে ৪৭ রানের সুন্দর ইনিংস থেমে গেল বিরাটের। মাত্র তিন রানের জন্য হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসতে হল বিরাটকে। এখন রাহুলের সঙ্গে বিজয় শঙ্কর। ১৯ ওভারে তিন উইকেট হারিয়ে ভারতের স্কোর ৮৩।

17:03 (IST)28 May 19





















ফর্মে ব্যাট করছেন কোহলি

দু'উইকেট হারিয়ে ফেলেছে ভারত। কিন্তু কিং কোহলি তাঁর জাত চেনাচ্ছেন। সুযোগ বুঝেই ব্যাট চালাচ্ছেন তিনি। সেট হয়ে গিয়েছেন বিরাট, সময় নিচ্ছেন রাহুল। ১৮ ওভারের খেলা হয়ে গেল। ভারত ৮৩ রান তুলে ফেলেছে। হাফ-সেঞ্চুরির পথে কোহলি। ৪২ বলে ৪৭ রানে তিনি ব্যাট করছেন। সেট হতে সময় নিচ্ছেন রাহুল।

16:41 (IST)28 May 19





















রোহিত গেলেন, রাহুল এলেন

রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে গেলেন রোহিত শর্মা। প্লে ডাউন হয়ে গেলেন হিটম্যান। ৪২ বলে ১৯ করে ফিরলেন ভারতের ওপেনার। এখন বিরাট কোহলিকে সঙ্গ দেবেন লোকেশ রাহুল। আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। আজ দেখার কতদূর যেতে পারেন রাহুল। ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫০ তুলল ভারত। এখনও ভারতের ঝুলিতে হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, এমএস ধোনি আর রবীন্দ্র জাদেজা রয়েছেন।

16:27 (IST)28 May 19





















১০ ওভার শেষ

প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত ৩৪ রান তুলেছে। রোহিত আর কোহলি ধীরে ধীরে ইনিংস বিল্ড-আপের কাজটা করছেন। মহম্মদ সইফুদ্দিন আর মাশরাফি মোর্তাজা, মুস্তাফিজুর রহমনরা কিন্তু বেশ ভাল করছেন। রোহিত-কোহলিরা বেশ কয়েকবার বেঁচেও গিয়েছেন। পিচে পেস আর সুইং দু'টো আছে। সেটাই বাংলাদেশের বোলাররা কাজে লাগানোর চেষ্টা করছেন। কোহলি-রোহিতের থেকে বড় ইনিংসের প্রত্যাশায় ফ্য়ানেরা।

16:09 (IST)28 May 19





















রোহিত-কোহলি হাল ধরেছেন

শুরুতেই ধাওয়ানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। রোহিত আর কোহলির ব্যাটে এখন এগিয়ে যাচ্ছে দল। সাত ওভারে ১৯ রান তুলল টিম ইন্ডিয়া। বাংলাদেশের বোলাররাও যথেষ্ট লাইন লেন্থে বল রাখছেন। এই পিচে তাঁদের খেলা খুব একটা সহজ নয়। আপাতত ইনিংস গড়ার কাজটাই করছেন ভারতের অধিনায়ক আর সহ-অধিনায়ক। সাত ওভারে ১৯ রান তুলল ভারত।

15:53 (IST)28 May 19





















মুস্তাফিজুর ফেরালেন ধাওয়ানকে

মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের স্টার বোলার। কাটারের জন্যই তিনি বিখ্যাত। কার্ডিফে রীতিমতো ছন্দে রয়েছেন তিনি। মুস্তাফিজুরের বলেই এলবিডব্লিউ হয়ে গেলেন শিখর ধাওয়ান। ৯ বলে মাত্র ১ রান করলেন গব্বর। তিন ওভারে ভারত তুলল পাঁচ রান। গত ম্য়াচে টপ অর্ডারের ভরাডুবিতে ভারতকে হারতে হয়েছিল। আজ এই ব্যাপারটা মাথায় রাখতেই হবে। ক্রিজে এখন কোহলির সঙ্গে রোহিত।

15:45 (IST)28 May 19





















বৃষ্টি থামল

হোভার কভার উঠে গিয়েছে। আকাশ এখন অনেক বেশি উজ্জ্বল আর পরিস্কার। ফের শুরু হল ম্যাচ। এখন কার্ডিফে সময় সকাল ১১টা ১৩ মিনিট। ভারতের থেকে সাড়ে চার ঘণ্টা এগিয়ে থাকে ইংল্যান্ড। এবার আপনারাও ম্যাচের মজা উপভোগ করুন। লাইভ আপডেট আর ছোট-বড় ঘটনার সব খবর থাকবে এই প্রতিবেদনে। আপনি চোখ রাখুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ ম্য়াচ ব্লগে। 

15:21 (IST)28 May 19





















বৃষ্টিতে খেলা থামল

লন্ডনে যখন তখন বৃষ্টি নামে। কার্ডিফও সেই তালিকাভুক্ত। ২ ওভারের খেলার পরেই বৃষ্টিতে খেলা থামল। ক্রিজে আছেন ভারতের দুই ওপেনার। শিখর ধাওয়ান আর রোহিত শর্মার ব্যাটেই ভারত শুরু করেছিল। বৃষ্টির জন্য খেলোয়াড়রা ফিরলেন ডাগআউটে

14:57 (IST)28 May 19





















বাংলাদেশ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল

সোফিয়া গার্ডেন্সে পেসাররা পিচে দাপট দেখাতে পারবে। এই ভাবনাতেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত মাশরাফি মোর্তাজার। প্রথমে ব্যাট করবে ভারত। বল গড়ানোর অপেক্ষায় দু'দেশের ফ্যানেরা। খেলা শুরু হওয়ার যা অপেক্ষা।

14:36 (IST)28 May 19





















'সুইট সাউন্ড অফ দ্য উইলো'

বিরাট কোহলি, তাঁর নামটাই যথেষ্ট। বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্যাটসম্য়ানই ভারতের অধিনায়ক। তাঁর ব্যাটের মধুর আওয়াজে মাতল আইসিসি। টুইট করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিরাটের নেট সেশনের ভিডিও পোস্ট করেছে। বিরাট ব্য়াটের আওয়াজটা শুনে দেখুন

" id="lbcontentbody">
14:19 (IST)28 May 19





















হেড-টু-হেড

মোট ম্যাচ: ৩৫

ভারত জিতেছে: ২৯ বার

বাংলাদেশ জিতেছে: ৫ বার

নিস্ফলা হয়েছে: ১ বার

publive-image

14:11 (IST)28 May 19





















কী বলছে পিচ রিপোর্ট

চলতি বিশ্বকাপে সোফিয়া গার্ডেন্সে প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। প্রথম পাওয়ার-প্লের শেষ পর্যন্ত দ্বীপরাষ্ট্রের পেসাররা পিচে সুইং পেয়েছিলেন। এই মাঠ এমনিই  রান বেশি ওঠে। কিন্তু পেসাররা সাহায্য় পাবে পিচের। মেঘাচ্ছন্ন আবহাওয়া তাদের কাজটা সহজ করে দেবে বলেই মত অনেকের। 

" id="lbcontentbody">
13:53 (IST)28 May 19





















আজ গ্যারেথ বেলের দেশে বিরাটরা

আজ কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে খেলা। কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম নামেই পরিচিত। ওয়েলসের সুপারস্টার গ্যারেথ বেলের দেশেই খেলবেন বিরাটরা। এই স্টেডিয়াম সোফিয়া গার্ডেন্সের টাফ নদীরে তীরে অবস্থিত। গ্ল্যামারগান কাউন্টি ক্রিকেট ক্লাবের ঘরের মাঠ এটি। আইসিসি-র আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর তালিকায় রয়েছে মাঠটি। ১৯৯৯ সালের ২০ মে থেকে পথচলা শুরু। সেবার এই দেশেই বিশ্বকাপ হয়েছিল। এখন ওয়ান-ডে ম্যাচও প্রচুর হয় এখানে

publive-image

13:26 (IST)28 May 19





















চোখ থাকবে মেহদির দিকে

বাংলাদেশের অলরাউন্ডার মেহদি হাসান ইতিমধ্যেই বাইশ গজে একটা নিজের পরিচিতি বানিয়ে নিয়েছেন।  এটাই তাঁর প্রথম বিশ্বকাপ। তাঁকে নিয়ে একটা উন্মাদনা রয়েছে পদ্মাপারের দেশে। ২৮টি ওয়ান-ডে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপে নামবেন তিনি।

12:54 (IST)28 May 19





















চাহাল টিভি চলছে

কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহাল বারবার বলেছেন যে, তাঁদের সাফল্যের অন্যতম কারিগর মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পিছন থেকে মাহির দেখানো পথেই তাঁরা সফল হয়েছেন। মাহি মন্ত্র যপেই তাঁরা এগিয়ে চলেছেন। এবার কার্ডিফ যাওয়ার পথে কুলচা জুটির সঙ্গেই ধোনিকে ফ্রেম বন্দি করল বিসিসিআই।

12:39 (IST)28 May 19





















বিজয় নেট মাতালেন

বিশ্বকাপের আগেই বিজয় শঙ্করের চোট চিন্তার ভাঁজ ফেলেছিল ভারতীয় শিবিরে। কিন্তু নেটে তাঁর ব্যাটিং বলে দিচ্ছে তিনি ফিট আছেন। ভারতের ব্যাটিং অলরাউন্ডার প্রস্তুত মেগাইভেন্টের জন্য়। জানিয়ে দিয়েছে বিসিসিআই।

12:14 (IST)28 May 19





















ওভালের থেকে শিক্ষা নিয়েই কার্ডিফে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট বাহিনী

লন্ডনের কেনিংটন ওভাল চোখ খুলে দিয়েছে ভারতের। নিউজিল্যান্ডের বিষাক্ত বোলিংয়ের সামনে ভারতের তারকা খচিত ব্যাটিং লাইন-আপ মুখ তুলতে পারেনি। বিশ্বকাপের প্রথম গা ঘামানোর ম্য়াচেই কিউয়িদের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে বিরাট কোহলিদের।
India Bangladesh Cricket World Cup
Advertisment