Advertisment

IND vs BAN: মাঠে বাংলাদেশ, হনুমান তাড়াতে অভিনব কৌশল কানপুরের মাঠে! বেনজির ঘটনা দ্বিতীয় টেস্টে

India vs Bangladesh Kanpur Test: প্ৰথম টেস্টে শোচনীয় হার হজম করে কানপুরে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ভারত ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Monkey, Langur, Kanpur Test

IND vs BAN: কানপুরে হনুমানের তান্ডবে দিশেহারা আয়োজকরা (টুইটার)

IND vs BAN 2nd Test at Kanpur: শুক্রবারেই ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে কানপুরে। আর এজ ভেন্যুতে গ্রিন পার্ক স্টেডিয়ামে হনুমানের উপদ্রব। সেই কারণেই এবার উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার তরফে বানর এবং প্রশিক্ষকদের ভাড়া করা হল।

Advertisment

ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর জানালেন, গ্যালারিতে যে অংশে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাম্যানরা রয়েছেন, তাঁদের ওপর তান্ডব চলার আশঙ্কা রয়েছে। তাঁদের হাত থেকে খাবার, পানীয় কেড়ে নিতে পারে হনুমানগণ। সেই কারণেই হনুমানের উপদ্রব কমানোর জন্য লম্বা লেজ বিশিষ্ট প্রশিক্ষিত বানর ভাড়া করা হয়েছে।

এর আগেও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ চলার সময় বানর ভাড়া করার দৃষ্টান্ত রয়েছে। বাউন্ডারি লাইনের ঠিক পিছনে যেখানে উঁচু করে গ্যালারির অংশ রয়েছে সেখান থেকেই ক্যামেরা অপারেট করা হচ্ছে। গোটা এনক্লোজার কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। যাতে সম্ভাব্য হনুমানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

এদিকে গ্যালারির সি স্ট্যান্ড বন্ধ রাখা হয়েছে যথারীতি। উত্তরপ্রদেশ রাজ্য সড়ক উন্নয়ন কর্তৃপক্ষের তরফে ম্যাচ শুরুর আগেই বিপদজ্জনক বলে দাগিয়ে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট গ্যালারির অংশ। ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল, ৪৮০০ দর্শক আসন বিশিষ্ট আপার গ্যালারির এই অংশ বন্ধ থাকবে।

ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর ম্যাচ শুরুর আগেই ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "পিডব্লিউডি এবং হারকোট বাটলার বিশ্ববিদ্যালয়ের তরফে ম্যাচ শুরুর তিন দিন আগে পর্যবেক্ষণ করা হয়েছিল। তাঁরা নিজেদের মূল্যায়ণে জানিয়েছে, কিছু দর্শক আসন একদমই ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ। আপার ব্লকের ১৭৫০টি টিকিট বিক্রি করা হচ্ছে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Advertisment