Advertisment

Ind vs Ban 2nd Test: 'সুপারম্যান' রোহিত, কপিলের বিশ্বজয়ী ক্যাচ এবার সিরাজেরও! জোড়া ক্যাচে ধ্বংস বাংলাদেশ, দেখুন ভিডিও

India vs Bangladesh Rohit Sharma, Mohammed Suraj Catch: চলতি সিরিজে একের পর এক অবিশ্বাস্য ক্যাচ নিয়ে চলেছে ভারত। জয়সওয়ালের পর এবার সেই তালিকায় রোহিত-সিরাজও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh Rohit Sharma Mohammed Siraj Catch:

IND vs BAN: কানপুরে জোড়া অবিশ্বাস্য ক্যাচ রোহিত-সিরাজের (জিও সিনেমা, স্ক্রিনগ্র্যাব)

India vs Bangladesh 2nd Test, Rohit Sharma-Mohammed Siraj Catch: অবাক হয়ে গিয়েছিলেন লিটন দাস। কভারের ওপর দিয়ে উঁচু করে হাঁকানো শট যে বাউন্ডারি লাইন পেরিয়ে যাবে, সেই বিষয়ে একপ্রকার নিশ্চিতই ছিলেন। তবে হঠাৎ করেই যেন আবির্ভাব ঘটল রোহিত শর্মার। একহাতে লাফিয়ে যা ক্যাচ ধরলেন, তাতে পুরো গ্যালারি স্তব্ধ হয়ে গেল নিমেষে, অবিশ্বাসে।

Advertisment

প্ৰথম দিনে দুটো সেশন এবং দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোপুরি ভেস্তে যাওয়ার পর ভারত যে বাকি দুদিনেই জয়ের জন্য প্রানপণে ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহই ছিল না। আর চতুর্থ দিন খেলা শুরু হতেই ক্যাপ্টেন নিজের হাতে ম্যাচ মাতিয়ে দিলেন। আউট হওয়ার পরেও যেন বিশ্বাস হচ্ছিল না লিটনের। ক্রিজে কিছুক্ষণ থেমে থাকলেন। তারপর স্টেডিয়ামে ফেরার সময় বারবার মন্ত্রমুগ্ধের মত তাকাতে থাকলেন, কীভাবে অবিশ্বাস্যভাবে এই ক্যাচ তালুবন্দি করলেন ক্যাপ্টেন রোহিত!

এমনকি ঝাঁপানোর সঙ্গে ক্যাচ তালুবন্দি করা এতটাই সামঞ্জস্যপূর্ণ ছিল, যে রোহিত নিজেই অবাক হয়ে গিয়েছিলেন ঘটনার আকস্মিকতায়। শর্ট মিড উইকেটে শুভমান গিলকে দেখা যায় অবিশ্বাসে মাথা চেপে ধরছেন। লিটনের মতই অবাক স্বয়ং বোলার মহম্মদ সিরাজ-ও। অনেকের বক্তব্য স্রেফ ভাগ্যের জোরে হয়ত ক্যাচ হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। তবে ৩৭ বছর বয়সী মহাতারকার নিখুঁত অনুমানশক্তি, ক্ষিপ্রতাকে কীভাবে অগ্রাহ্য করবেন?

ক্রিজ থেকে ড্রেসিংরুমে ফেরার সময় লিটন হয়ত ভাবছিলেন আর একটু কি উঁচু করে শট খেলতে পারতেন না!

সিরাজ যেন কপিল

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সিরাজ ভাইরাল। যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে ক্যাপ মাথায় দিয়ে ব্যাট করতে নামছেন, কিংবা নিজের ব্যাটিংয়ের জন্য প্রতীক্ষায় ড্রেসিংরুমে- সিরাজকে স্রেফ ব্যাট ধরার ভঙ্গির জন্যই গ্রেট ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছিল।

সোমবার অবশ্য সিরাজের সঙ্গে ভিভ নন, কপিলের তুলনা টানা শুরু হয়ে গেল। ১৯৮৩-য় ভিভকে যেভাবে পিছনে দৌড়ে ঐতিহাসিক ক্যাচ তালুবন্দি করে ভারতকে বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে দিয়েছিলেন কপিল, সেই ক্যাচের যেন পুনরাবৃত্তি দেখা গেল কানপুরে। আর অশ্বিনের বল সোজা বাউন্ডারর ওপারে পাঠাতে চেয়েছিলেন সম্ভবত কেরিয়ারের শেষ টেস্টে খেলতে নামা সাকিব।

মিড অফে ছিলেন সিরাজ। পিছনের পায়ে ভর দিয়ে ক্যাচ ঠিক মাথার ওপর থেকে মুঠোবন্দি করেন। তারপরে একটু হড়বড়িয়ে যান। পরে গেলেও বল হাতের গ্রিপ থেকে ছেড়ে দেননি। ক্যাচ সম্পূর্ণ করার পর সিরাজ বল ছুড়ে দেন। হাত উঠিয়ে উদযাপনের ভঙ্গি করেন। তারপর সতীর্থদের দ্বারা পরিবেষ্টিত হয়ে যান।

বিরাট কোহলি দ্বিতীয় স্লিপে মমিনুল হকের ক্যাচ ছাড়া বাদ দিয়ে ভারতের চলতি সিরিজে দেখিয়ে দিচ্ছে, ফিল্ডিংয়েই ভারত বিশ্বসেরা হওয়ার দাবিদার এই মুহূর্তে। চেন্নাইয়ে জাকির হাসানকে গালিতে পরপর দুই ইনিংসেই দুর্ধর্ষ ক্যাচে ফেরান যশস্বী জয়সওয়াল।

প্ৰথম ইনিংসে আকাশ দীপের পর দ্বিতীয় ইনিংসে বুমরাকে অবিশ্বাস্য ক্যাচে উইকেট উপহার দিয়ে যান যশস্বী। পরবর্তীতে যশস্বীর ক্যাচিং দক্ষতার প্রশংসা করে যান স্বয়ং ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Rohit Sharma Bangladesh Cricket Indian Cricket Team Mohammed Siraj Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment