Shakib Al Hasan, IND vs BAN: পাকিস্তান সফর শেষের পরেই সতীর্থদের সঙ্গে দেশে না ফিরে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন। সেখানে কাউন্টিতে নেমেছিলেন সারের বিপক্ষে। আর নেমেই বল হাতে ম্যাজিক। সমারসেটের বিপক্ষে ৪ উইকেট দখল করে ভারতকে যেন পরোক্ষে বার্তা দিয়েছেন সুপারস্টার।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অন্যতম নেপথ্য নায়ক সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজের সঙ্গে সাকিবের স্পিন জুটি হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল পাক ব্যাটারদের। এবার সাকিবের লক্ষ্য স্থির- ভারত বধ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে সাকিব ৯৭ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করার পর প্রতিপক্ষ মাত্র ৩১৭ রানে গুটিয়ে যায়।
কাউন্টির সঙ্গে ভারতীয় পরিবেশের ফারাক থাকলেও এই অভিজ্ঞতা ভারতের মত হেভিওয়েট দলের বিপক্ষে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ভারত কিছুদিন আগেই শ্রীলঙ্কার অনভিজ্ঞ দলের বিরুদ্ধে স্পিন সহায়ক পরিবেশে নাকানিচোবানি খেয়েছে। টি২০ সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে শোচনীয়ভাবে হার হজম করতে হয়েছে ভারতীয় দলকে। জেফ্রি ভ্যান্ডারসে, ওয়েলালাগেদের ঘূর্ণিতে কেঁপে গিয়েছিল ভারতের ব্যাটিং।
১৯ তারিখে যে ভেন্যুতে ভারত-বাংলাদেশ সিরিজের সূচনা হবে, সেই চিদাম্বরম স্টেডিয়াম স্পিনারদের স্বর্গরাজ্য। এমন ভেন্যুতে নামার জন্য তাই সাকিব-মিরাজরা হাত চাটছেন এখন থেকেই। বাংলাদেশ বর্তমানে ভারত সফরের আগে মিরপুরে প্রস্তুতি সারছে। কয়েকদিনের মধ্যেই ভারতে পা দেবে টাইগার শিবির। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলে ভারতীয় পরিবেশে মানিয়ে নিতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয় তারকা অলরাউন্ডারের।
ভারত আগামী ১০ টেস্টের পাঁচটিই খেলবে হোম গ্রাউন্ডে। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের পর টিম ইন্ডিয়া তিন টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে ভারতকে আবার তিনটি টি২০ খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে। তারপর ভারত বহু প্রত্যাশিত বর্ডার-গাভাসকার সিরিজ খেলতে নভেম্বরের মাঝামাঝি উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। পাঁচ টেস্টের হেভিওয়েট সিরিজ খেলার জন্য।
ভারত যদি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সবকটি টেস্টই জেতে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করলেই আগামী বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করে যাবে।