/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/ind-ban.jpg)
ভারত: ১৮৬/১০
দুঃস্বপ্নের ঘোর কাটিয়েই উঠতে পারছে না ভারত। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর এবার ভারত ঢাকার শের-ই-বাংলার পাটা পিচে প্ৰথম ওয়ানডেতে লজ্জার মুখে পড়ল। বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথমে ব্যাট করতে নেমে অলআউট হয়ে গেল মাত্র ১৮৬ রানে। কলঙ্কের কীর্তি গড়ে পুরো ৫০ ওভার-ও ব্যাট করতে পারল না। খতম ৪১.২ ওভারেই।
পূর্ণ শক্তির ভারতীয় দল খেলতে নেমেছে বাংলাদেশের বিপক্ষে। ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল যদিও ম্যাচের আগেও ছিটকে গিয়েছেন। তবুও ধারে-ভারে সেরা একাদশই খেলাচ্ছে টিম ইন্ডিয়া। আর শক্তিশালী ব্যাটিংকে সিরিজের প্ৰথম ম্যাচেই লজ্জা উপহার দিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। সাকিব আল হাসান ঢাকার পিচে তুর্কি নাচন নাচালেন ভারতীয় ব্যাটসম্যানদের। ১০ ওভারে মাত্র ৩৬ রানের বিনিময়ে দখল করলেন ৫ উইকেট। এবাদত হোসেনও ৪ উইকেট নেন।
আরও পড়ুন: একেবারেই বাদ পন্থ! বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম ODI-এর আগে বিষ্ফোরক ঘোষণা BCCI-এর
India are all out for 186!
What a bowling performance from Bangladesh 👏
Follow the #BANvIND action 👉 https://t.co/Ymfh2IDe14pic.twitter.com/J5QytJLtw1— ICC (@ICC) December 4, 2022
টসে জিতে ভারতকে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশি ক্যাপ্টেন লিটন দাস। তবে ভারতের পাওয়ার প্লে-র কুখ্যাত ব্যাটিং যেন কাটিয়ে ওঠার নয়। টি২০'তে কেএল রাহুল-রোহিত শর্মার জুটির বদলে ওয়ানডেতে ভারতের ইনিংসের ওপেনার রোহিত-ধাওয়ান। শুরুর জুটিতে উঠল মাত্র ২৩ রান। সেখান থেকে ১০ ওভার কাটতে না কাটতেই ভারত ৪৯/৩ হয়ে যায় বিরাট (৯), রোহিতকে (৩১ বলে ২৭) হারিয়ে।
Five-wicket haul 🔥
Shakib Al Hasan, you beauty!
Follow the #BANvIND action 👉 https://t.co/Ymfh2IDe14pic.twitter.com/MlIM4S0B1m— ICC (@ICC) December 4, 2022
এরপরে কেএল রাহুল (৭০ বলে ৭৩), শ্রেয়স আইয়ারের (৩৯ বলে ২৪) চতুর্থ উইকেটে ৪৩ রানের পার্টনারশিপ বাদে ভারতীয় ইনিংসে বলার মত কিছু নেই। ভারতীয় ইনিংসে দুই অংকের রানে পৌঁছেছেন মাত্র দু-জন। এতেই প্রকট ভারতের ব্যাটিং ব্যর্থতা।
টি২০ বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ কেএল রাহুল জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ সিরিজে। আর প্ৰথম ম্যাচেই ফর্মে ফেরার বার্তা দিয়ে গেলেন তিনি হাফসেঞ্চুরি করে। রাহুলের ৭৩ বলে ৭০ রানের ইনিংস না থাকলে রবিবার আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে হত ভারতীয় ব্যাটিংকে। শেষদিকে ওয়াশিংটন সুন্দরও ৪৩ বলে ১৯ করে যান।
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ, কুলদীপ সেন