Advertisment

Suryakumar Yadav pays respect to Mahmudullah Riyad: মাঠে চরম লাঞ্ছনা, মাঠের বাইরে পরম শ্রদ্ধা! রিয়াদের শেষ ম্যাচ হাসি-কান্নায় ভরিয়ে দিলেন সূর্যকুমার

Mahmudullah Riyad t20I retirement: পুরুষদের টি২০তে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুল্লাহ ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে ২,৪৪৪ রান করেছেন। তাঁর ঝুলিতে আছে আটটি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Suryakumar Yadav, Mahmudullah Riyad, সূর্যকুমার যাদব, মাহমুদুল্লাহ রিয়াদ,

Suryakumar Yadav-Mahmudullah Riyad: মাহমুদুল্লাহ এই ম্যাচের পরেই অবসর নিলেন। তাঁকে এভাবেই বিদায় জানালেন সূর্যকুমার। (ছবি- টুইটার)

Suryakumar Yadav pays respect to Mahmudullah Riyad: ভারত-বাংলাদেশ টি২০ ম্যাচ, শনিবার নানা কারণে উল্লেখযোগ্য হয়ে থাকল। তার অন্যতম হল, এটাই ছিল বাংলাদেশের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি২০ ম্যাচ। রিয়াদ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তাঁর শেষ টি২০ ম্যাচ খেললেন। মাঠেই তাঁকে বিদায় জানালেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। যথারীতি ১২ তারিখের এই বিশেষ দিনে প্রতিপক্ষ দলের অধিনায়কের থেকে সহৃদয় বিদায়বার্তা পেয়ে আপ্লুত বাংলাদেশের ক্রিকেটার। 

Advertisment

তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিমদের মত বাংলাদেশের যে সেরা পাঁচ খেলোয়াড় ক্রমশ টি২০ ফরম্যাট থেকে সরে গেলেন, সেই তালিকায় শেষ নাম হল মাহমুদুল্লাহ। তার মধ্যে তামিম, এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। তিনি তারমধ্যেই নিজের অবসর নিয়ে বিসিবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তামিমের অভিযোগ, তাঁকে কার্যত জোর করেই অবসর নিতে বাধ্য করা হয়েছে। 

পুরুষদের টি২০তে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুল্লাহ ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে ২,৪৪৪ রান করেছেন। তাঁর ঝুলিতে আছে আটটি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪। ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি২০ সিরিজে, মাহমুদউল্লাহ তিন ম্যাচে ১৬.৬৭ গড়ে ৫০ রান করেছেন। শনিবার, তিনি টি২০-তে তাঁর শেষ ম্যাচে নয় বলে আট রান করলেন। একটা চার মেরেছেন। মায়াঙ্ক যাদবের বলে মারতে গিয়ে তিনি রিয়ান পরাগের হাতে ধরা পড়েন। তিনি যখন আউট হয়ে ফিরে যাচ্ছেন, সেই সময় মাঠেই তাঁর কাছে ছুটে যান ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি গিয়ে বাংলাদেশের অবসর নেওয়া খেলোয়াড়ের পিঠে হাত দিয়ে তাঁকে বিদায় জানান।

আরও পড়ুন- বাংলাদেশকে ধুয়ে দিয়েই হৃদয় গলানো কীর্তি, হার্দিক-সঞ্জুর কাণ্ডে কুর্নিশ ক্রিকেট বিশ্বের

এই ক্রিকেটীয় আচরণ, বুঝিয়ে দিল যে বর্তমান ক্রিকেটের তীব্র প্রতিযোগিতাতেও খেলার স্পিরিট নষ্ট হয়নি। এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা। তবে, এটা বাদে খেলার সময় ভারতীয় ক্রিকেটাররা প্রতিপক্ষ বাংলাদেশকে পেশাদারিত্বের চরম নমুনা দেখিয়ে একচুলও সুযোগ দেননি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই ৩৫ বলে দুর্দান্ত ৭৫ রানের ইনিংস খেলেছেন। আর, সঞ্জু স্যামসন তো ৪৭ বলে ১১১ রান করেছেন। 

Bangladesh Cricket Suryakumar Yadav Indian Cricket Team Bangladesh Cricket Team T20
Advertisment