Tamim Iqbal Warns Gautam Gambhir: ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন ওপেনার তথা বর্তমান টেস্ট সিরিজের ধারাভাষ্যকার তামিম ইকবাল। তিনি বিতর্ক উসকে দিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচকে কটাক্ষ করে বলেছেন, 'গৌতম গম্ভীরের আসল চেহারাটা এখনও বেরিয়ে আসেনি। আগে ভারত খারাপ খেলুক। তারপরে আমরা গম্ভীরের আসল চেহারাটা দেখব।' গৌতম গম্ভীর গত জুলাইয়ে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ সিরিজ দিয়েই তাঁর টেস্ট ফরম্যাটে কোচিংয়ের শুরু হল। সেই শুরুটা মন্দ হয়নি। টিম ইন্ডিয়া ২৮০ রানে বাংলাদেশকে পরাজিত করেছে।
শ্রীলঙ্কায় টি২০ সিরিজ দিয়েই ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীর পথচলা শুরু করেছেন। টি২০ সিরিজে তাঁর শুরুটা মন্দ হয়নি। সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। তবে, শ্রীলঙ্কাতেই টিম ইন্ডিয়া একদিনের সিরিজ হেরেছে। লঙ্কানদের স্পিন আক্রমণের মুখে ভারতীয় ব্যাটিংয়ের রথী-মহারথীরা আত্মসমর্পণ করেছেন। সেনিয়ে উদ্বিগ্ন ছিল রোহিতবাহিনী। চেন্নাই টেস্ট-এ বাংলাদেশকে ২৮০ রানে হারানোয় টিম ইন্ডিয়ার সেই উদ্বেগ কিছুটা হলেও কমেছে। তবে, দূর হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও এগোতে ভারতকে এখনও অনেক দূর যেতে হবে। সামনে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজ। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে গাভাসকার-বর্ডার ট্রফি। পাশাপাশি, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজও আপাতত সামলাতে হবে গম্ভীরের কোচিংয়ে থাকা টিম ইন্ডিয়াকে। ফলে, টেস্ট আর টি২০ ফরম্যাট, উভয় জায়গাতেই গম্ভীরের কোচিং আগামী দিনগুলোতে বারবার পরীক্ষার মুখে পড়বে।
দ্রাবিড়ের জমানায় ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। একদিনের বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। এমন অসাধারণ পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছেন গম্ভীর। ফলে, তিনি প্রথম থেকেই ভালো কিছু করে দেখাতে মরিয়া। এই ব্যাপারে পার্থিব প্যাটেল বলেছেন, 'রবি শাস্ত্রী এবং দ্রাবিড়ের জমানায় ভারত সাফল্য পেয়েছে বলেই গম্ভীরকে আরও এগোতেই হবে। বর্তমানে চাইলেই দলে বেশ কিছু পরিবর্তন করতে পারেন গম্ভীর। কিন্তু, তিনি সেটা চান না। তবে, গম্ভীরকে তাঁর নিজের পথে এগোতেই হবে। এখন পর্যন্ত জানা গিয়েছে, ড্রেসিংরুমে সবাই বেশ হালকা মেজাজে থাকার সুযোগ পাচ্ছে। আর, প্রত্যেকেই টেস্ট জেতার চেষ্টা করছে। অতিরিক্ত চাপ না থাকায়, সবাই ভালো পারফর্ম করে দেখাতে চাইবে, এটাই স্বাভাবিক। এটা ভালো দিক কারণ, ব্যাপারটার মধ্যে কোনও লুকোছাপা নেই। হয় সাদা, নয়তো কালো- এমন ব্যাপার। ভারত যেন তার পদ্ধতি নিয়ে বেশ নিশ্চিন্ত।'
আরও পড়ুন- ভারতের DRS আউট নিয়ে আম্পায়ারিংয়ে পক্ষপাতিত্বের সন্দেহ! তামিমকে কমেন্ট্রি বক্সেই সাপটে দিলেন শাস্ত্রী
তবে, ব্যাপারটাকে অত সহজ ভাবতে নারাজ বাংলাদেশের প্রাক্তন ওপেনার তথা বর্তমান ধারাভাষ্যকার তামিম ইকবাল। তিনি একথা মেনে নিয়েছেন যে গম্ভীর নিজের কাজের ব্যাপারে বেশ দক্ষ। তবে, এরই সঙ্গে তামিম একথা বলে সতর্ক করে দিয়েছেন যে, 'ভারত এখনও বড় পরাজয়ের মুখে পড়েনি। তার ফলে গম্ভীর সেই সময় কেমন ভূমিকা নেন, সেটা এখনও দেখা হয়নি কারও।' তামিমের কথায়, 'জেতার সময় কখনও চেহারাটা বোঝা যায় না। যখন সিরিজ হারে, তখনই আসল চেহারাটা বেরিয়ে আসে। গম্ভীরের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু, পরাজয়টা কীভাবে সামলায়, সেটা এখনও দেখা হয়নি।'