Advertisment

IND vs BAN 2nd T20I, Playing 11 Prediction: বাংলাদেশকে আবারও হামাগুড়ি দেওয়াতে এই এগারো নামাচ্ছে ভারত! বড় চমক ১১-য়

India vs Bangladesh 2nd T20I, Playing 11 Predictions: আইপিএলে খেলা আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ তারকাদের খেলিয়েছে টিম ইন্ডিয়া। তাতেও ভারতের শক্তিতে ধুয়েমুছে গিয়েছে বাংলাদেশ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

India vs Bangladesh 2nd T20I: নতুন দিল্লিতে দ্বিতীয় টি২০ ম্যাচে নামছে ভারত-বাংলাদেশ (বিসিসিআই টুইটার)

India vs Bangladesh 2nd T20I, Team Playing 11 Predictions: গোয়ালিয়রে প্ৰথম টি২০-তে সহজেই জয় পেয়েছে ভারত। বুধবার ৭ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচেও ভারত নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইবে। গোয়ালিয়রে কার্যত খাপ খুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটে-বলে গো হারান হারিয়েছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া।

Advertisment

মায়াঙ্ক আগারওয়াল এবং নীতিশ কুমার রেড্ডি মত উদীয়মান দুই তারকাকে নামিয়েছিলেন সূর্যকুমার যাদব বাহিনী। ১২৮ রান চেজ করতে নেমে ভারত ৭ উইকেটে ৪৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংদের সামনে পুরো ২০ ওভার-ও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। তারপর হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবরা বাংলাদেশি বোলিং নিয়ে ছেলেখেলা করে যান।

সম্ভাব্য প্ৰথম একাদশ:

প্ৰথম ম্যাচে ভারতকে পুরো শক্তি প্রয়োগও করতে হয়নি। টসে জিতে শিশির ফ্যাক্টরের জন্য শুরুতে বোলিং নিয়েছিলেন সূর্যকুমার যাদব। তাই অল্প রানের টার্গেটে থাকায় রিয়ান পরাগ, রিঙ্কু সিং, নীতিশ রেড্ডিদের ব্যাটিং দক্ষতা যাচাই করা সম্ভব হয়নি। দুই পেসার এবং দুই স্পিনার নিয়ে প্ৰথম এগারোর কম্বিনেশন সাজিয়েছিলেন গম্ভীর-স্কাইরা।

নীতিশ রেড্ডি এবং মায়াঙ্ক যাদবদের মত আইপিএল তারকাদের অভিষেক ঘটানো হয়। দুজনেই নজর কেড়েছেন। মায়াঙ্ক যেমন গতির ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকই ঘটিয়েছেন মেডেন ওভারের মাধ্যমে।

অন্যদিকে, নীতিশ রেড্ডি বল হাতে বাংলাদেশের ব্যাটারদের ওপর চাপ বজায় রাখার পাশাপাশি পরবর্তীতে ব্যাট হাতে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে। নতুন দিল্লিতেও সম্ভবত ভারত একই একাদশ নিয়ে খেলতে নামবে। অর্থাৎ স্কোয়াডে থাকা হর্ষিত রানা কিংবা তিলক ভার্মাদের অপেক্ষা বাড়বে।

ভারত সম্ভাব্য প্ৰথম একাদশ:

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নীতিশ রেড্ডি, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব

India vs Bangladesh live-streaming details

কখন হবে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি২০?

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি২০ শুরু হবে অক্টোবর ৯-এ বুধবার সন্ধ্যে ৭.০০ টায়। টস হবে ৬.৩০-এ।

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি২০ ম্যাচ কোথায় খেলা হবে?

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি২০ ম্যাচ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে।

ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে? স্পোর্টস-১৮'এর কাছে ভারত-বাংলাদেশ পুরো সিরিজের সম্প্রচার স্বত্ত্ব রয়েছে। একইভাবে ওয়েব প্ল্যাটফর্মে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team-India Team India
Advertisment