Advertisment

India squad for 2nd test: এখনই রেহাই নয় বাংলাদেশকে, কানপুর টেস্টের পরেই বড় ঘোষণা জয় শাহের বোর্ডের

India Squad Retained for 2nd Test Against Bangladesh: প্রথম টেস্টের পুরো শক্তির স্কোয়াডই ভারত কানপুরে দ্বিতীয় টেস্টের জন্য ধরে রাখল ভারত। জানিয়ে দিল বিসিসিআই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh, IND vs BAN, ভারত বনাম বাংলাদেশ

Team India Squad: পূর্ণ শক্তির স্কোয়াড ধরে রাখল টিম ইন্ডিয়া (টুইটার)

India Squad Retained for 2nd Test Against Bangladesh: কোনও ঘাম না ঝড়িয়েই প্ৰথম টেস্টে জয় পেয়েছে ভারত। চেন্নাই টেস্টের জন্য পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। মহম্মদ শামি বাদে পুরো শক্তির দলের সামনে খেই পায়নি বাংলাদেশ।

Advertisment

চেন্নাইয়ের তীব্র গরমে প্ৰথম টেস্টের পর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ভারত দ্বিতীয় টেস্টের স্কোয়াডে কোনও বদল আনে কিনা, সেদিকেই নজর ছিল। বাংলাদেশ সিরিজের পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ এবং তারপর নভেম্বরের মাঝামাঝি থেকে বর্ডার-গাভাসকার সিরিজ- ভরা টেস্ট মরশুম রয়েছে ভারতের সামনে।

তাঁর আগে বুমরাকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয় কিনা, সেটা ছিল দেখার। তবে ম্যাচ শেষ হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই বোর্ডের তরফে বিবৃতি দিয়ে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। চেন্নাই টেস্টের স্কোয়াড-ই অপরিবর্তিত রাখা হয়েছে। এবং ১৬ জনের সেই স্কোয়াডে রয়েছেন বুমরাও।

চেন্নাই টেস্টের প্ৰথম একাদশে সুযোগ পাননি সরফরাজ খান, ইয়াশ দয়াল, ধ্রুব জুরেলরা। কানপুরে দলের সঙ্গে তাঁরা সকলেই থাকছেন। স্কোয়াড অপরিবর্তিত থাকলেও প্ৰথম একাদশে বুমরাকে রাখা হয় কিনা, সেটা বোঝা যাবে গ্রিনপার্কের টেস্ট শুরু হলেই।

চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর ক্যাপ্টেন রোহিত শর্মা বলে দিয়েছেন, "ভবিষ্যতের বিবেচনায় এই জয় ভীষণ সন্তুষ্টির। বহুদিন পরে খেলতে নেমেছিলাম আমরা। তবে সকলেই খেলার মধ্যে রয়েছেন। গ্রুপ হিসাবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।বড় লিড পাওয়ায় জয় সহজে এসেছে।"

কানপুর টেস্টের জন্য ভারতের স্কোয়াড:

রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, আর জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, ইয়াশ দয়াল।

Indian Team BCCI Bangladesh Cricket Indian Cricket Team Team India India Cricket Team Bangladesh Cricket Team
Advertisment