Advertisment

Team India fastest 100: টেস্টে স্টেরয়েড ব্যাটিং! টাইগার বোলারদের পিটিয়ে পিটিয়ে দ্রুততম ৫০, ১০০-র রেকর্ড ভারতের

Fastest 50 And 100: জয়ের জন্য ভারত কানপুর টেস্টে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে। তাই শুরু থেকেই মার মার কাট কাট ব্যাটিং রোহিতদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India smashes Fastest 50 and 100 record in a Test match

Fastest 50 And 100: কানপুরে রোহিত-গিলদের ব্যাটে ঝড় (টুইটার)

India vs Bangladesh Kanpur Test, Fastest 50 and 100 in test: চতুর্থ দিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলতে নেমে ইতিহাস গড়ে ফেলল টিম ইন্ডিয়া। ২৩৩ রানে বাংলাদেশ প্ৰথম ইনিংসে গুটিয়ে দেওয়ার পর ভারত ব্যাট করতে নেমে ইতিহাস গড়ে ফেলল। টেস্টে দলগত হিসাবে দ্রুততম ফিফটি এবং হান্ড্রেড সোমবারের পর ভারতের দখলে।

Advertisment

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা জাগিয়ে রাখার জন্য ভারত যে বাকি দুদিনেই ম্যাচ জেতার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে, তা ঠিক হয়েই গিয়েছিল। তবে ব্যাট হাতে নেমে গ্রিনপার্কে যে পাড়ার টিম বানিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়ার পথে হাঁটবে, ভাবা যায়নি।

রোহিত ওপেন করতে নেমে টি২০ মেজাজের রিংটোন সেট করে দিয়েছিলেন। টেস্ট ইনিংসের প্ৰথম দুই বলেই জোড়া ছক্কা হাঁকিয়ে যান প্ৰথম ব্যাটার হিসাবে। মাত্র ৩ ওভারেই ভারত বিনা উইকেটে ৫০ তুলে ফেলে। সেই সময় রোহিত ৬ বলে ১৯ এবং যশস্বী জয়সওয়াল ১৩ বলে ৩০ করে অপরাজিত থাকেন।

এরকম ধুন্ধুমার ব্যাটিং থেকে দীনেশ কার্তিক কমেন্ট্রি বক্সে বলেই দেন, "টেস্ট ক্রিকেটে স্টেরয়েড ব্যাটিং হচ্ছে।" মারমুখী রোহিতের তান্ডব অবশ্য বেশিক্ষণ সহ্য করতে হয়নি বাংলাদেশকে। আক্রমণে এসেই রোহিতকে বোল্ড করে দেন মেহেদি হাসান মিরাজ।

রোহিত আউট হয়ে যাওয়ার পরেও অবশ্য ভারতীয় ইনিংসে ব্রেক চাপা যায়নি। ১১ বলে ২৩ করে রোহিত ফিরে গেলেও থার্ড গিয়ারেই ব্যাটিং করে যান যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। ভারত দলগত ১০০ রানের ল্যান্ডমার্কে পৌঁছয় মাত্র ১০.১ ওভারে।

এর আগে ভারতই দলগত দ্রুততম সেঞ্চুরিত নজির গড়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২.২ ওভারে শতরানের নজির ভেঙে দেন ভারত নিজেই। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম ফিফটি এসেছিল গত জুলাইয়ে ৪.২ ওভারে। ভারত সোমবার নিজেদের সেই রেকর্ডও উন্নত করল।

Test cricket Bangladesh Cricket Cricket News Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team India Cricket Team Team India
Advertisment