New Update
IND vs BAN, Test day 3 Highlights: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs BAN, Test day 3 Highlights: ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টে ইনিংস ও ৪৬ রানে জিতল ভারত। ইন্দোরের পর কলকাতাতেও জিতল বিরাট কোহলি অ্যান্ড কোং। দু'ম্য়াচের সিরিজে ভারত হোয়াইওয়াশ করল পদ্মাপারের দেশকে।
Advertisment
ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টে ইনিংস ও ৪৬ রানে জিতল ভারত। ইন্দোরের পর কলকাতাতেও জিতল বিরাট কোহলি অ্যান্ড কোং। দু'ম্য়াচের সিরিজে ভারত হোয়াইওয়াশ করল পদ্মাপারের দেশকে।
ম্য়াচ শুরুর দ্বিতীয় ওভারেই উমেশ যাদবের বাউন্সারে ইবাদত ক্য়াচ আউট হয়ে যান বিরাট কোহলির হাতে। বাংলাদেশ হারিয়ে ফেলল সাত উইকেট। জয়ের থেকে তিন উইকেট দূরে ভারত। আশা করা যায় দ্রুত ম্য়াচের নিস্পত্তি হয়ে যাবে
মুশফিকুর রহিম ও ইবাদত হোসেনের ব্য়াট করতে নামলেন। গতকাল বাংলাদেশের খেলা শেষ হয়েছিল ১৫২/৬-তে। এখনও ৮৯ রানে পিছিয়ে পদ্মাপারের দেশ। ভারতের লক্ষ্য় চার উইকেট। বল হাতে শুরু করলেন ইশান্ত শর্মা।
ম্য়াচ শুরু প্রহর গুনছে ইডেন। আর তিরিশ মিনিট পরেই শুরু খেলা। ইডেনে গোলাপি বলের টেস্ট আজ তৃতীয় দিনে পা দেবে। ঐতিহাসিক টেস্ট জয়ের থেকে ভারত চার উইকেট দূরে। আজ ছুটির দিন। ফলে ইডেনের গ্য়ালারি ভরে যাবে বলেই আশা করা যায়। যদিও এই ম্য়াচের আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু শেষ দু'দিন ক্রিকেটের স্বর্গোদ্য়ান ভরিয়েছে শহরবাসী। ঘরের ছেলে ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় সেই ছবি টুইট করেছেন।
আর চার উইকেট। তাহলেই কেল্লা ফতে। ইন্দোরে জয়ের সুবাদে দু'ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ এগিয়ে রয়েছে। আজ কলকাতায় জিততে পারলেই ভারত ২-০ হোয়াইটওয়াশ করবে বাংলাদেশকে। দেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম ঐতিহাসিক গোলাপি বলের দিন-রাতের টেস্ট পাবে এক অন্য় মাহাত্ম্য়।