New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/ww.jpg)
India sail to easy win in maiden Day/Night Test
IND vs BAN, Test day 3 Highlights: ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টে ইনিংস ও ৪৬ রানে জিতল ভারত। ইন্দোরের পর কলকাতাতেও জিতল বিরাট কোহলি অ্যান্ড কোং। দু'ম্য়াচের সিরিজে ভারত হোয়াইওয়াশ করল পদ্মাপারের দেশকে। টানা সাতটি টেস্ট জয়ের নজির গড়ল ভারত। এটাই ভারতের দীর্ঘতম টেস্ট জয়ের নজির।
Advertisment
Live Blog
গোলাপি বলের টেস্টে ম্য়াচে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন ঠিকই। কিন্তু গোলাপি বলে প্রথম সেঞ্চুরিকারী ভারতীয় ব্য়াটসম্য়ান নন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে গোলাপি বলে দেশের হয়ে সর্বপ্রথম শতরান করেন রাহুল দ্রাবিড়।
গোলাপি বলের টেস্টে ম্য়াচে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন ঠিকই। কিন্তু গোলাপি বলে প্রথম সেঞ্চুরিকারী ভারতীয় ব্য়াটসম্য়ান নন তিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে গোলাপি বলে দেশের হয়ে সর্বপ্রথম শতরান করেন রাহুল দ্রাবিড়।
ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টে ইনিংস ও ৪৬ রানে জিতল ভারত। ইন্দোরের পর কলকাতাতেও জিতল বিরাট কোহলি অ্যান্ড কোং। দু'ম্য়াচের সিরিজে ভারত হোয়াইওয়াশ করল পদ্মাপারের দেশকে।
ম্য়াচ শুরুর দ্বিতীয় ওভারেই উমেশ যাদবের বাউন্সারে ইবাদত ক্য়াচ আউট হয়ে যান বিরাট কোহলির হাতে। বাংলাদেশ হারিয়ে ফেলল সাত উইকেট। জয়ের থেকে তিন উইকেট দূরে ভারত। আশা করা যায় দ্রুত ম্য়াচের নিস্পত্তি হয়ে যাবে
মুশফিকুর রহিম ও ইবাদত হোসেনের ব্য়াট করতে নামলেন। গতকাল বাংলাদেশের খেলা শেষ হয়েছিল ১৫২/৬-তে। এখনও ৮৯ রানে পিছিয়ে পদ্মাপারের দেশ। ভারতের লক্ষ্য় চার উইকেট। বল হাতে শুরু করলেন ইশান্ত শর্মা।
ম্য়াচ শুরু প্রহর গুনছে ইডেন। আর তিরিশ মিনিট পরেই শুরু খেলা। ইডেনে গোলাপি বলের টেস্ট আজ তৃতীয় দিনে পা দেবে। ঐতিহাসিক টেস্ট জয়ের থেকে ভারত চার উইকেট দূরে। আজ ছুটির দিন। ফলে ইডেনের গ্য়ালারি ভরে যাবে বলেই আশা করা যায়। যদিও এই ম্য়াচের আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু শেষ দু'দিন ক্রিকেটের স্বর্গোদ্য়ান ভরিয়েছে শহরবাসী। ঘরের ছেলে ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় সেই ছবি টুইট করেছেন।
আর চার উইকেট। তাহলেই কেল্লা ফতে। ইন্দোরে জয়ের সুবাদে দু'ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ এগিয়ে রয়েছে। আজ কলকাতায় জিততে পারলেই ভারত ২-০ হোয়াইটওয়াশ করবে বাংলাদেশকে। দেশের মাটিতে অনুষ্ঠিত প্রথম ঐতিহাসিক গোলাপি বলের দিন-রাতের টেস্ট পাবে এক অন্য় মাহাত্ম্য়।