মানসিকতাই বদলে গিয়েছে। বলে দিচ্ছেন কোহলি। ইডেনে বাংলাদেশকে মাটি ধরিয়ে ইনিংস ও ৪৬ রানে হারানোর পরেই কোহলি সাফ জানাচ্ছেন, বোলাররা যে কোনও ধরনের সারফেসে উইকেট তুলতে সক্ষম। ভারতীয় দলের মানসিকতাতে বদল এসেছে। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে কোহলি জয়ের কৃতিত্বের সিংহভাগই দিচ্ছেন বোলাররা। বলছেন, "জয়ের জন্য বিশ্বাস প্রয়োজন। যদি ম্যাচের আগেই মনে হয়, ফাস্ট বোলাররা উইকেট নিতে পারবে না, তাহলে সেটা নেতিবাচক মানসিকতা। ভারতীয় বোলাররা এখন ঘরের মাঠ হোক বা বিদেশ, যেকোনও পিচে উইকেট দখল করতে পারে।"
শুধু পেসাররাই নন, কোহলির কথায় উঠে এসেছেন স্পিনাররাও। কোহলি জানাচ্ছেন, "স্পিনারদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যদি ওরা বিদেশে খেলে, তাহলেও বিশ্বাস রাখতে হবে যে স্পিনাররাও ওখানে পাঁচ উইকেট নিতে সক্ষম। তাই এটা পুরোটাই মানসিকতার বিষয়।"
টানা জয়। রেকর্ডের পর রেকর্ড। প্রতিপক্ষকে দুরমুশ করে জয়। শক্তিশালী ভারতীয় দল প্রসঙ্গে কোহলি আরও জানাচ্ছেন, "ছেলেরা সাফল্যের জন্য ক্ষুধার্ত। আমার মনে হয়, প্রত্যেকেই নিজের স্কিল দেখানোর জন্য পর্যাপ্ত স্পেস পাচ্ছে। প্রত্যেকেই খেলা উপভোগ করছে।"
ইডেনে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলল ভারত। প্রথমবার। প্রতিপক্ষ বাংলাদেশও এর আগে গোলাপি বলে খেলেনি। প্রথম গোলাপি অভিজ্ঞতা স্মরণীয় করে রাখল ভারত। দু-দিন এর একটু বেশি সময়ে টেস্ট জিতে। জয়ের জন্য কলকাতার দর্শকদের কথা জানিয়েছেন কোহলি। তাঁর বক্তব্য, "দারুণ। প্রতি মুহূর্তে খেলা দেখতে মাঠে ভিড়ের পরিমাণ বেড়েছে। আমার মনে হয়, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে আরও বেশি লোক উপস্থিত ছিল। তৃতীয় দিনে তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাবে, এটা জেনেও অনেকে খেলা দেখতে এসেছেন। এই জয় তাই স্পেশাল হয়ে থাকছে আমাদের কাছে। টেস্ট সেন্টার নিয়ে যা আগে বলেছিলাম, সেটাই সত্যি প্রমাণিত হল ইডেনে এসে।"
Read the full article in ENGLISH