Advertisment

রবিবারই শুরু ভারত-বাংলাদেশ হাড্ডাহাড্ডি সিরিজ! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ

রবিবার থেকেই শুরু হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, কোন চ্যানেলে, কখন দেখবেন দ্বৈরথ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপ শেষ। তারপরে নিউজিল্যান্ড সফরে বিশ্রামে ছিলেন জাতীয় দলের অধিকাংশ তারকা। বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট যুদ্ধে এবার ভারত পূর্ণশক্তির দল নিয়ে খেলতে নামছে। রবিবার থেকেই শুরু হচ্ছে প্ৰথম ওয়ানডে। বিশ্বকাপের পর ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জিতলেও হারতে হয়েছে ওয়ানডে সিরিজে।

Advertisment

তবে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিন নম্বরে প্রত্যবর্তন ঘটছে বিরাট কোহলিরও। বাংলাদেশ সবথেকে বড় ঝটকা খেয়েছে তামিম ইকবালের মত অভিজ্ঞ তারকাকে হারিয়ে। চোটের জন্য ভারত সিরিজে খেলতে পারবেন না তামিম। অন্যদিকে, ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামিও। তাঁর জায়গায় খেলবেন উমরান মালিক।

আরও পড়ুন: খাবার নেই, খিদে পেটেই যেতে হল বাংলাদেশ! ঢাকায় নেমেই বিষ্ফোরক অভিযোগ চাহারের

ভারত বনাম বাংলাদেশ প্ৰথম ওয়ানডে কবে?

ভারত বনাম বাংলাদেশ প্ৰথম একদিনের ম্যাচ হবে রবিবার, ডিসেম্বর ৪-এ।

ভারত বনাম বাংলাদেশ কোথায় খেলা হবে?

ভারত বনাম বাংলাদেশ প্ৰথম ওয়ানডে খেলা হবে ঢাকার শের-ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে।

ভারত বনাম বাংলাদেশ প্ৰথম একদিনের ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম বাংলাদেশ প্ৰথম ওয়ানডে শুরু হবে সকাল ১১.৩০ থেকে। টস হবে সকাল ১১ টায়।

আরও পড়ুন: বাদ পড়ছেন পন্থ, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ODI-তে নজরকাড়া একাদশ সাজাচ্ছে ভারত! দেখুন একনজরে

ভারত বনাম বাংলাদেশ কোন চ্যানেল দেখা যাবে?

ভারতের বাংলাদেশ সিরিজ উপভোগ করা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও সোনি লিভ এপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), কেএল রাহুল (ভাইস ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ, ঈশান কিষান, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, উমরান মালিক, মহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন

আরও পড়ুন: অন্ডকোষ আঁকড়ে কুৎসিত অঙ্গভঙ্গি বিশ্বকাপে! কদর্য রাজনীতিতে ভয়াবহ বিতর্ক কাতারের মাঠে

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (ক্যাপ্টেন), তামিম ইকবাল, আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান

Bangladesh Cricket Indian Cricket Team
Advertisment