Advertisment

IND vs BAN Women's Asia Cup Semi Final Match Report: বাংলাদেশের বিরুদ্ধে 'পাড়ার ম্যাচে' একপেশে জয় ভারতের! ফের এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া

India vs Bangladesh Women's Asia Cup Semi Final Match Highlights: দুই দলের মধ্যে শক্তির ফারাক কতটা, তা এশিয়া কাপের সেমিফাইনালেই প্রকট হয়ে গেল। শক্তিশালী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কতটা লড়াই চালাতে পারে, তা ছিল দেখার।

author-image
IE Bangla Sports Desk
New Update
India Women vs Bangladesh Women Women's Asia Cup Semi Final Match Highlights:

IND vs BAN Women's Asia Cup Semi Final Match Report: ভারতীয় মহিলাদের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ (বিসিসিআই)

বাংলাদেশ: ৮০/৮
ভারত: ৮৩/০

Advertisment

IND Women vs BAN Women 2024 1st Semi Final Match Report: ঠিক যেন পাড়ার ম্যাচ খেলা হল। এতটাই একপেশে। শোচনীয়ভাবে ভারতের কাছে হারল এবার বাংলাদেশের মহিলা দল। এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। সেই লড়াইয়ে একপেশেভাবে হার হজম করল টাইগার মহিলারা। প্ৰথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ৮০ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল বাংলাদেশ। জবাবে সেই রান চেজ করে ভারত লক্ষ্যে পৌঁছে যায় মাত্র ১১ ওভারে।

স্মৃতি মান্ধানা হাফসেঞ্চুরি করে যান। ভারত কোনও উইকেট না হারিয়ে ৯ ওভার বাকি থাকতে ম্যাচ ফিনিশ করে দেয়। স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেনিং জুটিতে নেমে শেফালি ভার্মা ২৮ বলে ২৬ রানে অপরাজিত থেকে যান।

দুই দলের মধ্যে শক্তির ফারাক কতটা, তা এশিয়া কাপের সেমিফাইনালেই প্রকট হয়ে গেল। শক্তিশালী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কতটা লড়াই চালাতে পারে, তা ছিল দেখার। তবে ভারতের বিক্রমের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ।

টসে জিতে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ব্যাট করতে নেমে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল রেণুকা সিংয়ের ওপেনিং স্পেল। টানা চার ওভার বোলিং করেন রেণুকা। ৪ ওভারের টানা স্পেলে মাত্র ১০ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। এক ওভার মেডেন সহ।

এরপরে উইকেট শিকারের লড়াইয়ে নামেন রাধা যাদব। তিনিও নেন ৩ উইকেট। ক্যাপ্টেন নিগার সুলতানার ৩২ বাদে দুই অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র একজন- স্বর্ণা আখতার।

Women Cricket Asia Cup Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team Team India
Advertisment