India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স দেখে রীতিমতো উচ্ছ্বসিত পাকিস্তানের প্রাক্তন ব্যাটার বাসিত আলি। তাঁর কথায়, 'ভারতের খেলা দেখে মনে হচ্ছে যে আইপিএলের খেলা খেলছে।' আলির মতে, আইপিএল ভারতীয় ক্রিকেটকে বহু ভালো খেলোয়াড় উপহার দিয়েছে।
রবিবার পারফরম্যান্স তারই ফল। ৫৩ বছরের বাসিতের মতে, ভারতীয় ক্রিকেটের মান ইতিমধ্যে অনেকটাই উন্নত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় এবং তারপর রবিবারের আইপিএল পারফরম্যান্সই সেই উন্নতির প্রমাণ। ভারতে আসার আগে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে দুরমুশ করেছে। তারপর ভারতের মাটিতে তাদের এমন জঘন্য পারফরম্যান্স! যা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিত।
তাঁর প্রশ্ন, 'পাকিস্তানের মাটিতে এসে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা, এটা কি সেই বাংলাদেশ দল? ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স দেখেছি। এবার টি২০ দেখছি। শেষ টেস্টটা তো দু'দিনে হারল। বৃষ্টিও বাংলাদেশকে বাঁচাতে পারল না!'
কানপুর টেস্ট ভারত ২৮০ রানে জিতেছে। তার আগে চেন্নাই টেস্ট জিতেছে সাত উইকেটে। তার মধ্যে কানপুর টেস্ট-এ বৃষ্টিতে দু'দিন খেলা বন্ধ ছিল। তারপরও ভারতীয় দল ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে। এবার টি২০ সিরিজের প্রথম ম্যাচ দেখার পর বাসিতের মনে হয়েছে, 'সূর্যকুমার যাদবের টি২০ ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে ক্ষুধার্তর মত ঝাঁপিয়ে পড়েছে। ভারত ম্যাচের ওপর তাদের আধিপত্য বজায় রেখে খেলাটাকেই বদলে দিয়েছে। বাংলাদেশ যেন ওদের খাবার!'
ইতিমধ্যে টি২০ ফরম্যাট থেকে রোহিত শর্মা অবসর নিয়েছেন। দলে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারাও নেই। তারপরও টি২০ ভারতীয় দল দেখে কে বলবে, এই দলে মেগাস্টারদের এত অভাব! বাসিতের কথায়, 'এটা ভারতীয় একাদশ না। আইপিএল একাদশ। গোয়ালিয়রে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোইরা কেউ নেই। তারপরও ভারত বাংলাদেশকে কেবল ১১ ওভারেই হারিয়ে দিল। হার্দিক ছয় মেরে ম্যাচ জেতাল।'
এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক ঘটল গতিদানব মায়াঙ্ক যাদব ও নীতীশকুমার রেড্ডির। বাংলাদেশকে ভারতীয় বোলাররা ১২৭ রানে আটকে দেওয়ার পর ১১ ওভার ৫ বলেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। যার দরুণ সাত উইকেটে এই ম্যাচ জিতে
ভারত তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ভারতের হয়ে আরশদীপ সিং ১৪ রানে তিন উইকেট নিয়েছেন। বরুণ চক্রবর্তী ৩১ রানে তিন উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া ১৬ বলে ৩৯ রান করেছেন। যার মধ্যে আছে ৫টা চার ও ২টো ছয়। এছাডা় হার্দিক একটা উইকেটও নিয়েছেন।
এ সম্পর্কে বাসিত বলেন, 'টস জিতেও সূর্য বোলিং নিল কেন? এই ট্র্যাকে প্রথমে ব্যাট করলে ওরা তো আপসেই ২০০ পেরিয়ে যেত। আমার মনে হয় না, দ্বিতীয় ম্যাচে ভারত এই ভুলটা করবে।' তবে, অধিনায়ক সূর্যর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও গতিদানব মায়াঙ্ক যাদবকে নিয়ে বাসিত খুশি। তাঁর আশা, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে মায়াঙ্ককে দেখতে পাবেন। মায়াঙ্কের যা বলের গতি অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিচে দুর্দান্ত খেলবেন বলেই বাসিতের ধারণা।
এই ব্যাপারে বাসিত বলেন, 'ভারত এই ম্যাচে দু'জনের অভিষেক ঘটাল। মায়াঙ্ক যাদবের তো পুরো স্বপ্নের অভিষেক হল। প্রথম ওভারটা মেডেন। বলের গতি ছিল ঘণ্টায় ১৫০ এর কাছাকাছি। ও সম্প্রতি চোট সারিয়ে উঠেছে। এর বেশি জোরে বল করা ওর পক্ষে সম্ভবও ছিল না। তবে আজকে ও ভয়টা কাটিয়েছে। ওর বলে ব্যাটাররা সবসময় ব্যাকফুটে খেলেছে। আমি প্রার্থনা করব, যাতে ও আর চোট না পায়। অস্ট্রেলিয়া সফর করতে পারে।'
বাসিতের কথায়, 'মায়াঙ্ক, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, সিরাজ অস্ট্রেলিয়ার পিচে খেলুক। তারপর অস্ট্রেলিয়ানরা বুঝবে বাউন্সি উইকেট বানানোর কী ফল!' বাংলাদেশের সঙ্গে টি২০ সিরিজের পর দেশের মাটিতেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তিন টেস্ট-এর সিরিজ হবে। এরপরই পাঁচ টেস্ট-এর বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া।