New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/25/IVAsFQU5YH8YCHVWwXoK.jpg)
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত নাগপুরে নামছে প্ৰথম ওয়ানডেতে (টুইটার)
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত নাগপুরে নামছে প্ৰথম ওয়ানডেতে (টুইটার)
India Vs England Playing 11 in Nagpur 1st ODI Match: ভারত এবং ইংল্যান্ড বৃহস্পতিবার নাগপুরের জামথায় অবস্থিত ভিসিএ স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওডিআইয়ে মুখোমুখি হবে। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল তাদের চূড়ান্ত প্রস্তুতির পর্ব শুরু করবে। গত বছর মাত্র তিনটি ওডিআই খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের সংমিশ্রণে কিছু পরীক্ষা-নিরীক্ষা হতে পার।
কারণ ভারত তাদের সিম বোলিংয়ের প্রধান জসপ্রীত বুমরাহের অনিশ্চয়তার মধ্যেই তাদের দুর্বলতাগুলো দূর করতে চাইছে। অন্যদিকে, জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে, যেখানে প্রাক্তন অধিনায়ক জো রুট নভেম্বর ২০২৩-এর পর প্রথমবারের মতো একাদশে ফিরেছেন।
রাহুল পিছনে ফেলতে পারেন পন্থকে
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগে জানিয়ে দিয়েছেন, কেএল রাহুল এবং ঋষভ পন্থ- দলের দুজন কিপার-ব্যাটার দলের একটি ভালো মাথাব্যথা বাড়িয়েছে। রোহিত আরও স্বীকার করেছেন যে দলের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গত কয়েকটি মরশুমে রাহুল বেশ ভালো কাজ করেছেন।
রোহিত প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছেন, "কেএল রাহুল বেশ কয়েক বছর ধরে আমাদের হয়ে ওডিআই ফরম্যাটে উইকেট-রক্ষণের দায়িত্ব পালন করছে। ও বেশ ভালো করছে। ওঁকে যদি গত ১০-১৫টি ওডিআইয়ের পারফরম্যান্স দেখা যায়, ও ঠিক সেই কাজটিই করেছে যা দলটির কাছে প্রয়োজনীয়। ঋষভও রয়েছে। আমরা ওঁদের মধ্যে একজনকে একাদশে খেলানোর বিকল্প রাখছি। উভয়েই নিজেরাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। কেএল নাকি ঋষভকে খেলানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বেশ বড় সমস্যার। অতীতে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যা ধারাবাহিকতা দেখিয়েছি, সেই মতই কেএল এবং ঋষভের ক্ষেত্রে আমরা দল হিসেবে এগোবো।"
বরুণ চক্রবর্তী কি তার ওডিআই অভিষেক করবেন? টি২০আই-তে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর বরুণ চক্রবর্তীর ওয়ানডেতে কেমন করেন, সেদিকে আগ্রহী দল। ৩৩ বছর বয়সী এই তামিলনাড়ুর স্পিনারকে দ্রুত নাগপুরে দলে যোগ করা হয়েছে। মঙ্গলবার মাঠে বোলিং সেশনও করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আবারও নিজের কারিকুরি দেখাতে উদগ্রীব থাকবেন তিনি। ওডিআই অভিষেক করতে পারেন এদিন বৃহস্পতিবারই।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই-এর জন্য ভারতের সম্ভাব্য প্লেয়িং একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেট-রক্ষক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা/ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
ভারতের বিপক্ষে প্রথম ওডিআই-এর জন্য ইংল্যান্ডের প্লেয়িং একাদশ
বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেট-রক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।
ভারত বনাম ইংল্যান্ড ওডিআই স্কোয়াড
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, কুলদীপ যাদব, হর্ষিত রানা, যশস্বী জয়সওয়াল, বরুণ চক্রবর্তী, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ড স্কোয়াড: ফিলি সল্ট (উইকেট-রক্ষক), জোস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, জেমি ওভারটন, সাকিব মাহমুদ, জেমি স্মিথ, জোফ্রা আর্চার।