IND vs ENG Test Series: হায়দরাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যে শুরু হওয়া টেস্ট ম্যাচের ৪র্থ দিনে বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে হ্যামস্ট্রিং-এর ভয়ে ভুগতে দেখা গেল। খেলার দ্বিতীয় ইনিংসে রান আউটের পর জাদেজাকে তাঁর হ্যামস্ট্রিং ধরে থাকতে দেখা গেছে।
ইংল্যান্ড ভারতীয় দলের জন্য একটি কঠিন, ২৩১ রানের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিল। আর, সেরা বোলিং পারফরম্যান্সের মাধ্যমে সেই লক্ষ্যের অনেক আগেই ভারতকে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে আঘাত পাওয়ার পর, টম হার্টলি তাঁর দক্ষতা দেখিয়ে খেলার দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নেন। হার্টলি প্রথম টেস্ট ম্যাচ ৯ উইকেট নিয়ে শেষ করলেন। যা, ইংল্যান্ড দলের হয়ে তাঁর অভিষেককে বিশেষ মর্যাদা দিল।
বেন স্টোকসের একটি দুর্দান্ত চেষ্টায় জাদেজা আউট হন। ইংল্যান্ড অধিনায়ক মিড-অন থেকে দৌড়ে এসে বলটি তুলে নন-স্ট্রাইকার এন্ডে ছুড়ে দেন। সেই সময় ভারতীয় অলরাউন্ডার ৩৯তম ওভারে রান নেওয়ার চেষ্টা করছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে এভাবে রান আউট হওয়ার পর, জাদেজাকে তাঁর হ্যামস্ট্রিং ধরে থাকতে দেখা যায়। এরপর তিনি পিচ থেকে চলে যান।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার এই ইনজুরি ভারতীয় দলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ভারতের কাছে জাদেজার বিকল্প নেই। যদি এক্ষেত্রে দল কম্বিনেশন বদলাতে রাজি হয়, তবে কুলদীপ যাদবকে আনা যেতে পারে।
জাদেজার অনুপস্থিতির অর্থ হল, টেস্ট ম্যাচে ভারতের এক অনিশ্চিত অবস্থায় চলে যাওয়া। ভারত হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন এবং কেএস ভরতের সৌজন্যে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু, লক্ষ্য থেকে ২৯ রান দূরেই আয়োজকদের থামতে হয়েছে।
আরও পড়ুন- অন্যায়ভাবে সুযোগ পেয়েই চলেছেন শুভমান! ভারত হারতেই ক্ষোভের দাবানলের সামনে টিম ইন্ডিয়ার প্রিন্স
ইংল্যান্ড বর্তমানে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। হায়দরাবাদের ম্যাচ শেষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে টিম ইন্ডিয়া ভাইজাগে (বিশাখাপত্তনম) উড়ে যাবে। এই নিয়ে দ্বিতীয়বার বেন স্টোকসের ইংল্যান্ড ভারতীয় দলকে হারাল। এর আগে হারিয়েছিল বার্মিংহামে। সেটা ২০২২ সালে। সেবার জসপ্রিত বুমরাহর ভারত ফের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ে ব্যর্থ হয়েছিল।