Advertisment

IND বনাম ENG: প্ৰথম দিন থেকেই বল ঘুরছে! ভারতীয় পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ ইংরেজ তারকার, তুঙ্গে বিতর্ক

Zak Crawley: ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি প্রথম টেস্ট ম্যাচের ৩য় দিনে পিচ বিতর্কের আগুনে ধুনো দিলেন। হায়দরাবাদের পিচ সম্পর্কে যাচ্ছেতাই অভিযোগ করেছেন ব্রিটিশ ওপেনার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Zak Crawley, India-England 1st Test

India-England 1st Test: প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারতকে ৪৩৬ রানে আউট করেছে ইংল্যান্ড। জো রুট নিয়েছেন চার উইকেট। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাওলি (ডানদিকে)। (ছবি- স্ক্রিনগ্র্যাব এবং টুইটার)

India vs England 1st test: বর্তমানে হায়দরাবাদে চলছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তার মধ্যেই পিচ সম্পর্কে ব্যাপক নিন্দামন্দ করলেন ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ভারতে এসেছে ইংল্যান্ড দল। ২৫ তারিখ প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে। শনিবার, এই ম্যাচের তৃতীয় দিন।

Advertisment

কোনও দল কোথাও খেলতে গেলে, আয়োজক দেশ থাকে পিচ তৈরির দায়িত্বে। কেপটাউন টেস্ট ম্যাচ দেড় দিনে শেষ হওয়ার পর, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও পিচ নিয়ে মন্তব্য করেছিলেন। এই সিরিজেও আয়োজক দেশ ভারত পিচ তৈরির দায়িত্বে। ইংল্যান্ড কিন্তু, সেসব জেনে রীতিমতো প্রস্তুতি নিয়েই খেলতে এসেছে। ২৫ জানুয়ারি ম্যাচ শুরু হলেও তারা চার দিন আগেই ভারতে চলে এসেছিল। তার আগে সংযুক্ত আরব আমিরশাহিতে প্রস্তুতি নিয়েছে। কোন মাঠে, কোন পিচে খেলা হবে, তা আগে থেকেই নির্ধারিত থাকে। স্বভাবতই ইংল্যান্ড গোড়া থেকেই সবকিছু জানত।

তারপরও তারা নানা ছুতো-নাতায় ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছে। ভারতে আসার সময় তাদের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার শোয়েব বশির ঠিকমতো নথি জমা দেননি। যার জেরে তাঁর ভারতে আসার ভিসা পেতে সমস্যা হয়েছে। এনিয়েও ইংল্যান্ড তীব্র চাপানউতোর শুরু করেছিল।

তার অধিনায়ক বেন স্টোকস তো দল নিয়ে ফিরে যাওয়া উচিত, এমন ধরনের কথাও বলেছেন। এমন ভাব দেখিয়েছেন যেন, বশির আসলেই ব্রিটেন ভারতকে বলে বলে ম্যাচে হারাত। আর, শুধু ইংল্যান্ডের অধিনায়কই নন। সেই হাওয়ায় সুর মিলিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দফতরও। আর, সেসব পাট চুকতেই এবার তারা শুরু করেছে পিচ বিতর্ক।

আরও পড়ুন- মাঠেই ভরতকে একহাত, শিকার হাতছাড়া হওয়ায় ফুঁসলেন বুমরা! আগুন জ্বালিয়ে ভিডিও ভাইরাল, দেখুন

যে বিতর্কের আগুনে ধুয়ো দিয়ে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি অভিযোগ করেছেন, প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে হায়দরাবাদের পিচে যে পরিমাণ স্পিন হচ্ছে, তাতে তিনি অবাক। অথচ, এই ম্যাচে টেস্ট ম্যাচের জন্যই ইংল্যান্ড তাদের দলে তিন স্পিনার রেখেছে। সেসবে না-ঢুকে ক্রাওলি বলেছেন, 'প্রথম দিনে এটা (বল) এতটা ঘুরেছে যে আমরা রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম গতকাল আরও বাঁক হবে।' এতেই না থেমে ক্রাওলি বলেছেন, 'আমি পাকিস্তানে খেলেছি। এবং এখানকার কন্ডিশন আর ওখানকার কন্ডিশন একই রকম। তবে, এখানকার পিচে বল আরও বেশি বাঁক নেয়।'

প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারতকে ৪৩৬ রানে আউট করেছে ইংল্যান্ড। জো রুট নিয়েছেন চার উইকেট। ভারত ১৯০ রানের লিড পেয়েছে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩১৬ রান। বর্তমানে ১২৬ রানে এগিয়ে আছে ইংল্যান্ড দল।

Indian Cricket Team England Cricket Team Indian Team England
Advertisment