/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Shubman-gill_07cc74.jpg)
Shubman Gill: টানা ব্যর্থতায় প্রশ্নের মুখে গিল (টুইটার)
India vs England 1st test at Hyderabad: মাত্র চারদিনেই মুখ থুবড়ে পড়ল ভারত। হায়দরাবাদ টেস্টের অধিকাংশ সময়ই ব্যাটে-বলে কর্তৃত্ব দেখালেও আসল সময়ে ম্যাচ বের করে নিয়ে চমকে দিল ইংল্যান্ড।
Dravid sir,
Humari jagah aake Gill aur Iyer ne jo match winning knock kheli thi
Wo Highlights send krna ☕️ pic.twitter.com/lkcx6CfenD— Dinda Academy (@academy_dinda) January 28, 2024
প্ৰথম ইনিংসে ভারতের কাছে ধরাশায়ী হতে হয়েছিল ইংল্যান্ডকে। তবে দ্বিতীয় ইনিংসে তুমুলভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে গেল ইংরেজরা।
Shubman Gill In Tests In 2023 & 2024
21(18)
5(15)
128(235)
13(15)
18(19)
6(11)
10(12)
29*(37)
2(12)
26(37)
23(66)
0(2)
Give me freedom
Give me fire
Give me flat pitch, Ahmedabad
Or I will retire 😭#INDvsENGpic.twitter.com/WGKOOJ4VX6— sumit (@sumit9539) January 28, 2024
ব্যাট হাতে ভারতীয় বোলারদের নাচিয়ে অলি পোপ যেমন ১৯৬ রানের মহারাজকীয় ইনিংস খেলে গেলেন, তেমন বল হাতে দুরন্তভাবে নিজেকে মেলে ধরলেন অভিষেককারী টম হার্টলে। প্ৰথম ইনিংসে যশস্বীর কাছে বেধড়ক পিটুনি খাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে তিনিই তুলে নিলেন ৭ উইকেট!
Shubman Gill Last 11 Test Innings :-
13(15)
18(19)
6(11)
10(12)
29*(37)
2(12)
26(37)
36(55)
10(11)
23(66)
0(2)
Rahul Dravid Backing And Supporting Fraud Gill. Unreal Favouritism 🤡. pic.twitter.com/eQd63FCNtU— Aufridi Chumtya (@ShuhidAufridi) January 28, 2024
আর ভারতের হারের সঙ্গেসঙ্গেই সোশাল মিডিয়ায় খলনায়ক বেছে নেওয়া হচ্ছে শুভমান গিলকে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি ধারাবাহিক। তবে টেস্টে এসেই খেই হারিয়ে ফেলছেন শুভমান গিল। বিদেশের মাঠে ব্যর্থ হওয়ার ধাক্কা এবার ঘরের মাঠেও।
Play first-class cricket to regain your form and confidence @ShubmanGill 😔💔
That's the tweet 👍 pic.twitter.com/Zl416MtsYj— Naji 𝕏 (@Naji_Gill_77) January 28, 2024
হায়দরাবাদ টেস্টও সুখবর বয়ে আনতে পারল না গিলের জন্য। প্ৰথম টেস্টে অতি সতর্ক ইনিংসে ৬৬ বলে ২৬ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ২৩০ রান চেজ করতে নেমে গিলের ব্যাট থেকে ভারত পেল মাত্র শূন্য রান।
In my opinion, India should be making two changes for the second Test against England:
- Rajat Patidar in place of Shreyas Iyer.
- Sarfaraz Khan in place of Shubman Gill.#INDvENG#INDvsENG#ENGvINDpic.twitter.com/xyDU2ycxio— Saabir Zafar (@Saabir_Saabu01) January 28, 2024
প্ৰথম ইনিংসে তবু ৬৬ বল টিকেছিলেন তিনি। টানা টুকটুক ব্যাটিং করে নিজের ওপর নিজেই চাপ এনে ফেলেছিলেন। সেই চাপ আলগা করতে গিয়ে হার্টলেকে অন ড্রাইভ হাঁকাতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন।
This Two Frauds Shubham Gill x Rahul Dravid 🤡 (#INDvsENGTest) :-
1 Like = 1 Slap
1 RT = 10 Slaps pic.twitter.com/xvG3eegIhl— Aufridi Chumtya (@ShuhidAufridi) January 28, 2024
দ্বিতীয় ইনিংসে শুভমান টিকলেন মাত্র দুই বল। বলের স্পিন বুঝতে না পেরে ফ্রন্টফুটে চলে গিয়েছিলেন। অতিরিক্ত বাউন্সে বল ব্যাটে লেগে সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকা অলি পোপের হাতে ক্যাচ উঠে যায়। সেই ওভারেই হার্টলে জয়সোয়ালকে আউট করেছিলেন প্ৰথম বলে। আর পঞ্চম বলেই শিকার স্বয়ং গিল।
Shubman Gill is trying to become Babar Azam, but slowly he's becoming Ashok Dinda Lite🤣😭#WIvsAUS#ShubmanGill#ENGvsINDpic.twitter.com/6AGXrqIXM9
— 𝗦𝗞𝗜𝗣𝗣𝗘𝗥 56🇵🇰 (@SKIPPER_PCT) January 28, 2024
টেস্টে দীর্ঘদিন রান খরায় ভুগছেন গিল। বেশ কয়েকটা হাফসেঞ্চুরি এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি বাদ দিয়ে এই ফরম্যাটে একদমই থিতু হতে পারছেন না তারকা ব্যাটার। শেষ এগারো ইনিংসে শুভমান গিল একবার-ও তিরিশের গন্ডি পেরোতে পারেননি। তাঁর ফর্ম চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে।
Shubman Gill - The Biggest Fraud And Overrated Player I Have Ever Seen. #INDvsENGpic.twitter.com/RBYICvndhf
— Aufridi Chumtya (@ShuhidAufridi) January 28, 2024
জাতীয় দলের হয়ে ২০ টেস্ট খেলা হয়ে গিয়েছে শুভমানের। মাঝারি মানের গড় (৩০.৬০) নিয়ে খেলে চলেছেন তিনি। বিদেশে তো বটেই দেশের মাটিতেও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছেন ২৪ বছরের তারকা।
Shubman Gill utilising his chances in Test Cricket 🔥💪#INDvsENGpic.twitter.com/yRaDxVwTrH
— KKR Bhakt 🇮🇳 ™ (@KKRSince2011) January 28, 2024
এমনিতেই চেতেশ্বর পূজারার জায়গায় টেস্টে তিন নম্বরে ব্যাটিং করানো হচ্ছে তাঁকে। তবে পূজারার মত ভরসা তো দূর, দলকে নূন্যতম স্থিতাবস্থা এনে দিতেও পারছেন না তিনি। এমন অবস্থায় তাঁকে আর কতদিন বয়ে বেড়ানো হবে প্রশ্ন উঠে গিয়েছে ক্রিকেট মহলে।
আরও পড়ুন- ভারত হারতেই উল্লাস বাংলাদেশের! টাইগারদেরও পিছনে এখন টিম ইন্ডিয়া
Give me freedom,
Give me fire,
Give me Ahmedabad,
Or I will retire.
Shubman Gill for you!😂❤️🔥 pic.twitter.com/t3BOShWYlt— Hustler (@HustlerCSK) January 28, 2024
রজত পতিদার, সরফরাজ খান, রিঙ্কু সিংয়ের মত প্রতিভারা সুযোগের অপেক্ষায়। আর কতদিন টিম ইন্ডিয়া শুভমানের ওপর ভরসা রেখে যায়, সেটাই আপাতত দেখার।