বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু। তার আগে তুঙ্গে উঠল দুই শিবিরের স্নায়ুযুদ্ধের লড়াই। সৌজন্য বাজবল কৌশল। ইংল্যান্ডের এই কৌশলে কুপোকাত হতে নারাজ টিম ইন্ডিয়া চায় একই কায়দায় প্রতিপক্ষকে চাপে ফেলতে। সেটা এবার স্পষ্ট করে দিলেন ভারতীয় বোলিংয়ের তরুণ তুর্কি মহম্মদ সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রবিবারই ভারতে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। তার আগে সংযুক্ত আরব আমিরশাহিতে রীতিমতো ভারতের বিরুদ্ধে প্রস্তুতি সেরে এসেছে বেন স্ট্রোকসের ছেলেরা।
যাঁর জন্য 'বাজবল' স্টাইলের দুনিয়াজোড়া খ্যাতি, নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সেই ব্রেন্ডন ম্যাককালাম বর্তমানে ইংল্যান্ড টেস্ট দলের কোচ। তাই ভারতের বিরুদ্ধে বাজবল প্রয়োগের কথা গোড়া থেকেই উঠতে শুরু করেছে। যা ফিরে আসছে বিশেষজ্ঞদের আলোচনাতেও। কিন্তু, তাতে দমতে নারাজ রোহিত বাহিনী। কারণ, পরিসংখ্যান ভারতের পক্ষে। গত ১২ বছরে ভারত ঘরের মাঠে কখনও টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। তাই এবারেও সেই ধারা অক্ষুণ্ণ রাখতে মরিয়া দ্রাবিড় বাহিনী চায় ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করতে।
অবশ্য হায়দরাবাদ এবং বিশাখাপত্তনমে, প্রথম দুই টেস্ট-এ ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলি একাদশে নেই। তার পরও হীনমন্যতায় ভুগতে নারাজ ইন্ডিয়ান টিম। সেকথা পরিষ্কার বুঝিয়ে দিলেন সিরাজ। হায়দরাবাদ তাঁর হোম গ্রাউন্ড। চেনা মাঠ, চেনা পিচ। সেকথা জানিয়ে সিরাজ বলেছেন, 'আমি হায়দরাবাদে খেলার জন্য মুখিয়ে আছি। এখানকার ক্রীড়াপ্রেমীরা ম্যাচ দেখতে আসবেন। আমরা তাঁদের ভীষণই ভালোবাসি। আর, তাঁদের সমর্থনের জন্যও অপেক্ষা করছি।'
দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি টেস্ট খেলে এসেছে ভারতীয় দল। তার পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। দলের প্রস্তুতি সম্পর্কে খোলামেলা সিরাজ জানিয়েছেন, 'ইংল্যান্ডের আগের ভারত সফরে, ম্যাচগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। সেই সিরিজে (২০২১ সালে) আমি দুটো ম্যাচ খেলেছি। এর মধ্যে একটির প্রথম ইনিংসে আমি পাঁচ ওভার বল করেছি। জো রুট আর জনি বেয়ারস্টোরের উইকেট নিয়েছি। সুতরাং, লক্ষ্য থাকবে আমি কত ওভার বল করব, আর তাতে কতটা রান নিয়ন্ত্রণ করা যায়। উইকেট পেলে ভালো, কিন্তু আমাকে ধৈর্য ধরে চলতে হবে আর ব্যাটসম্যানদের ওপর চাপ বাড়িয়ে যেতে হবে।'
আর, ইংল্যান্ড যদি বাজবল কৌশল নেয়, তখন কী হবে? সেক্ষেত্রেও দলের পালটা কৌশল স্পষ্ট করেছেন সিরাজ। ভারতীয় পেসার বলেছেন, 'ইংল্যান্ড যদি ভারতীয় কন্ডিশনে বাজবল খেলে, ম্যাচটা দেড়-দুই দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এখানে প্রতিবার আঘাত করা সহজ নয়। কারণ বল কখনও কখনও বাঁক নেয়। কখনও আবার সোজা যায়। তাই আমি মনে করি, এখানে বাজবল কৌশল নেওয়া কঠিন হবে। কিন্তু যদি তারা এটা করে, এটা আমাদের জন্যই ভালো হবে। কারণ ম্যাচ সেক্ষেত্রে দ্রুত শেষ হতে পারে।'
আরও পড়ুন- বাদ কুলদীপ যাদব, ইংল্যান্ডকে রুখতে বিরাট একাদশ সাজাচ্ছে টিম ইন্ডিয়া! দেখুন চমকের ১১