Advertisment

IND vs ENG 1st Test Playing 11: কোহলি নেই, বিপদের মুখে বড় রদবদল টিম ইন্ডিয়ার ১১-এ! ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশ হয়ত এটাই

India vs England 1st Test Playing XI: ভারতের টার্নিং পিচে স্পেশ্যালিস্ট কিপারের ভূমিকা অনুধাবন করতে পেরে কেএল রাহুলকে উইকেটের পিছনে দেখা যাবে না। উইকেটকিপার হবেন কেএস ভরত। এই বিষয় আগেই স্পষ্ট করে দিয়েছেন রাহুল দ্রাবিড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG Playing 11, India vs England  Playing XI, India vs England

World Cup India vs England 1st Test Playing 11: প্ৰথম টেস্টে শক্তিশালী দলই নামিয়েছে টিম ইন্ডিয়া (টুইটার)

India vs England 1st Test Playing 11 Prediction: পাঁচ ম্যাচের সিরিজের প্ৰথম টেস্ট শুরু হয়ে যাচ্ছে আর মাত্র ৪৮ ঘন্টা পরেই। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। ভারতের সমস্যা বাড়িয়ে প্ৰথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। শ্রেয়স আইয়ার-ও মঙ্গলবার অনুশীলনে চোট পেয়েছেন। মহম্মদ শামির মত প্রিমিয়ার পেসার তো স্কোয়াডেই নেই।

Advertisment

কোহলীয় সমস্যা এবং ওপেনিং: বিরাট কোহলির জায়গায় আপাতত কাকে ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশনে নামানো হয়, তা নিয়ে ভারতীয় শিবিরে বিস্তর আলোচনা চলছে। ওপেনিং জুটিতে রোহিত শর্মার সঙ্গে দেখা যাবে যথারীতি যশস্বী জয়সোয়ালকে।

মিডল অর্ডার: তিনে থাকবেন শুভমান গিল। সম্প্রতি টেস্টে গিল শোচনীয়ভাবে বারবার ব্যর্থ হলেও কোচ দ্রাবিড় আস্থা রাখছেন তরুণ তুর্কির ওপর। কোহলি খেললে বসতে হত শ্রেয়স আইয়ারকে। তবে কোহলি না খেলায় চার নম্বরে খেলবেন শ্রেয়স। পাঁচে কেএল রাহুল। ভারতের মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে হবে শ্রেয়স-কেএল'কেই।

আরও পড়ুন- শিকে ছিঁড়ল রিঙ্কুর ভাগ্যেই, বোর্ডের বড় আপডেটে আবার-ও জয়জয়কার KKR সুপারস্টারের

উইকেটকিপার-ব্যাটার: স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবেই খেলবেন কেএল রাহুল। ভারতের টার্নিং পিচে স্পেশ্যালিস্ট কিপারের ভূমিকা অনুধাবন করতে পেরে কেএল রাহুলকে উইকেটের পিছনে দেখা যাবে না। উইকেটকিপার হবেন কেএস ভরত। এই বিষয় আগেই স্পষ্ট করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ থেকে সীমিত ওভারের ক্রিকেটে কিপার হিসাবে নজর কাড়ার পর দক্ষিণ আফ্রিকায় উইকেটকিপার হিসাবেই দেখা গিয়েছিল রাহুলকে। এমনিতে ভরতের সঙ্গেই কিপার-ব্যাটার কোটায় রাখা হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুরেলকে। তবে অভিজ্ঞতার নিরিখে সুযোগ দেওয়া হবে কেএস ভরতকেই।

বোলিং বিভাগ: শামির অভাব ততটা অনুভূত না-ও হতে পারে। টার্নিং পিচে স্পিন আক্রমণ ধারালো করে নামবে টিম ইন্ডিয়া। তিন স্পিনার খেলানো হবে হায়দরাবাদে। জাদেজা-অশ্বিন তো থাকবেন-ই, সেই সঙ্গে তৃতীয় স্পিন ফলা হিসাবে যুক্ত হবেন অক্ষর প্যাটেল। বুমরার সঙ্গে দ্বিতীয় পেসারের ভূমিকা পালন করবেন মহম্মদ সিরাজ।

আরও পড়ুন- ICC-র বর্ষসেরা দলে একজন-ও নেই বাংলাদেশি! ভারতীয় ভর্তি তিন ফরম্যাটে হতাশ টাইগাররা

ইংল্যান্ড শিবির:
ইংল্যান্ড শিবির-ও ভারতের বিরুদ্ধে প্ৰথম টেস্টে নামার আগে কিছুটা বেকায়দায়। ব্যক্তিগত কারণে হঠাৎ-ই ইংল্যান্ড শিবির ছেড়েছেন হ্যারি ব্রুক। টেস্টে সীমিত সুযোগে বেশ নজর কেড়েছিলেন ব্রুক। যাইহোক, বেন স্টোকস-এর নেতৃত্বাধীন ইংরেজ শিবিরে জো রুট, জেমস আন্ডারসনদের মত বর্ষীয়ান তারকারা সম্পদ। নবাগত তারকাদের মধ্যে রয়েছেন টম হার্টলে এবং শোয়েব বশির। ছোট4 সারিয়ে দলে প্রত্যাবর্তন ঘটেছে জ্যাক লিচ এবং ভাইস ক্যাপ্টেন অলি পোপের। অবসর নিয়ে নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। আন্ডারসনের বোলিং পার্টনার হিসাবে দেখা যাবে অলি রবিনসন, মার্ক উড এবং গ্যাস আটকিনসনকে। বেন ফোক্স দলে ফিরলেও উইকেটকিপার হিসাবে বাছাই অভিজ্ঞ জনি বেয়ারস্টো।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা

ইংল্যান্ড সম্ভাব্য প্ৰথম একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, রেহান আহমেদ, জ্যাক লিচ, মার্ক উড, অলি রবিনসন, জেমস আন্ডারসন

Virat Kohli England Indian Cricket Team Indian Team Shreyas Iyer England Cricket Team
Advertisment