India vs England 1st Test Playing 11 Prediction: শুক্রবার থেকে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ শুরু হয়ে যাচ্ছে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ভারত গত একদশক ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি। তবে ইংল্যান্ড আক্রমণাত্মক ধাঁচের বাজবল ক্রিকেটে ভারতকে চ্যালেঞ্জ জানাতে দ্বিধা করবে না। নতুন চ্যালেঞ্জের মুখে নামবে ভারত।
ঘটনাচক্রে ভারত শেষবার ঘরের মাঠে ইংল্যান্ডের হাতেই টেস্ট সিরিজ হেরেছিল। তবে মন্টি পানেসর, গ্রেম সোয়ান অনেক প্রথাগত ধাঁচে ক্রিকেট খেলত। এই ইংল্যান্ড দল অনেকটা ফ্ল্যামবয়েন্ট। ব্রেন্ডন ম্যাককালাম, বেন স্টোকস-এর ইংল্যান্ড শিবির আগ্রাসী ক্রিকেটে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলতে দক্ষ। তবে ইংরেজদের মোকাবিলা করার মত প্রয়োজনীয় গোলাবারুদ ভারতীয় শিবিরে রয়েছে।
আরও পড়ুন- ভিসা অফিসে কাজ করি না! ইংল্যান্ড জল ঘোলা করতেই রোহিতের সপাটে বিস্ফোরণ সরাসরি
দেখা যাক, প্ৰথম টেস্টে ভারত কেমনভাবে একাদশ সাজাতে পারে-
চার নম্বর পজিশনে খেলবেন কেএল রাহুল: বিরাট কোহলি প্ৰথম দুই টেস্ট থেকে সরে যাওয়ায় কেএল রাহুল চার নম্বরে ব্যাট করতে নামবেন। টেস্ট দলে জায়গা হারানোর পর কেএল রাহুল দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়ন টেস্টে দারুণ কামব্যাক করেছেন। দুর্ধর্ষ টেম্পারমেন্টের পাশাপাশি দুরন্ত টেকনিকের নিদর্শন তুলে ধরেছিলেন তিনি। তবে কোহলির অনুপস্থিতিতে কেএল রাহুল নিজেকে মেলে ধরতে পারলে কোহলি ফেরার পরেই নিজের জায়গা ধরে রাখতে পারবেন রাহুল।
উইকেটকিপার হবেন কেএস ভরত: স্পেশ্যালিস্ট ব্যাটার হিসাবেই খেলবেন কেএল রাহুল। ভারতের টার্নিং পিচে স্পেশ্যালিস্ট কিপারের ভূমিকা অনুধাবন করতে পেরে কেএল রাহুলকে উইকেটের পিছনে দেখা যাবে না। উইকেটকিপার হবেন কেএস ভরত। এই বিষয় আগেই স্পষ্ট করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ থেকে সীমিত ওভারের ক্রিকেটে কিপার হিসাবে নজর কাড়ার পর দক্ষিণ আফ্রিকায় উইকেটকিপার হিসাবেই দেখা গিয়েছিল রাহুলকে। এমনিতে ভরতের সঙ্গেই কিপার-ব্যাটার কোটায় রাখা হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুরেলকে। তবে অভিজ্ঞতার নিরিখে সুযোগ দেওয়া হবে কেএস ভরতকেই।
কুলদীপ নন, খেলবেন অক্ষর: তৃতীয় স্পিনার হিসাবে কুলদীপ নয়, খেলবেন অক্ষর প্যাটেল। রোহিত জানিয়েছেন, কুলদীপকে খেলাতে চান তিনি। তবে লোয়ার অর্ডারে অক্ষরের ব্যাটিং প্লাস পয়েন্ট দলের। সেই কারণেই কুলদীপের জায়গায় খেলবেন অক্ষর। শেষবার ইংল্যান্ডের ভারত সফরে অক্ষর ২৭ উইকেট দখল করেছিলেন, ১০.৫৯ ইকোনমি সমেত।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।