Advertisment

IND vs ENG: টেস্টে গিলের কেরিয়ার কি ফুরোনোর পথে, ইংল্যান্ড সিরিজের আগেই জোরালো জবাব এবার কোচ দ্রাবিড়ের

Shubman Gill: গত মরশুমে দুটি চমৎকার সেঞ্চুরি করেছেন গিল। একটি করেছেন বাংলাদেশে এবং অপরটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rahul Dravid, Shubman Gill, India vs England

Dravid on Gill: গিলের পাশেই দাঁড়াচ্ছেন কোচ দ্রাবিড় (টুইটার)

Rahul ravid on India Test Team: টেস্ট ক্রিকেট ইস্যুতে শুভমান গিলের পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। তিনি স্পষ্ট করেছেন যে কেএল রাহুল উইকেটরক্ষক পজিশনে খেলবেন না। আর হায়দরাবাদের উৎপল স্টেডিয়ামের পিচ প্রথম দিন থেকেই ঘুরে যাবে। ২৪ বছর বয়সি গিল, সাদা বলে দুর্দান্ত খেলেন। কিন্তু, টেস্ট ক্রিকেটে এখনও ফর্মে ফিরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজে তিন নম্বর পজিশনে নামার পর থেকে তিনি ছয় ইনিংসে মাত্র ১০৩ রান করেছেন। মঙ্গলবার এই প্রসঙ্গে সাংবাদিকদের দ্রাবিড় বলেন, 'গিল একজন ভালো খেলোয়াড়। একজন ক্রিকেটার হিসেবে সাফল্যের যাত্রা শুরু করতে বহু সময় লাগে। অনেক সময়ই আমরা সেটা ভুলে যাই। কিছু লোক তাৎক্ষণিকভাবে সফলতা পান। আসলে ও (শুভমান গিল) সেই ছেলেদের মধ্যে একজন, যারা কিছু ক্ষেত্রে সত্যিই ভালো করেছে। প্রথম দিনই, বিশেষ করে অস্ট্রেলিয়ায়।' মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই বলেন দ্রাবিড়।

Advertisment
  • বৃহস্পতিবার হায়দরাবাদে প্রথম টেস্ট শুরু হচ্ছে।
  • ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে কেএল রাহুল উইকেট কিপিং করবেন না।
  • ব্যক্তিগত কারণে দলে থাকছেন না বিরাট কোহলি।

গত দুই-তিন বছরে টেস্ট ক্রিকেট যে কঠিন উইকেটে খেলা হয়েছে, সেই উইকেটকেই দ্রাবিড় শুভমানের ব্যর্থতার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, 'বলতে গেলে অনেক তরুণ কিছু চ্যালেঞ্জিং উইকেটে খেলছে, তা সে ভারতই হোক বা ইংল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজ। গত দুই বা তিন বছর ধরে বেশ চ্যালেঞ্জিং উইকেটে খেলা হচ্ছে।' এরপর দ্রাবিড় বলেন, 'তিনি (শুভমান) সব কাজ ঠিকঠাকই করছেন। তিনি সত্যিই কঠোর পরিশ্রম করছেন। সময় দিচ্ছেন, চেষ্টা করছেন। গত মরশুমে তিনি দুটি চমৎকার সেঞ্চুরি করেছেন। একটি করেছেন বাংলাদেশে এবং অপরটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে। আমি মনে করি ও (শুভমান) সঠিক পথেই আছে।' রাহুল দ্রাবিড় আরও স্পষ্ট জানান যে কেএল রাহুল, যিনি দক্ষিণ আফ্রিকায় উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে উইকেট কিপিং করবেন না। উইকেটরক্ষক-ব্যাটার ভূমিকা পালন করবেন কেএস ভরত এবং ধ্রুব জুরেলের মধ্যে যে কোনও একজন।

আরও পড়ুন- ‘অ্যালকোহল’-কাণ্ডে হাসপাতালে গ্লেন ম্যাক্সওয়েল, তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া

দ্রাবিড় বলেছেন, 'রাহুল এই সিরিজে উইকেটরক্ষক হিসেবে খেলবেন না। নির্বাচনের ক্ষেত্রেই আমরা সে বিষয়ে পরিষ্কার করে দিচ্ছি। আমরা আরও দুজন উইকেটরক্ষককে বেছে নিয়েছি। স্পষ্টতই রাহুল দক্ষিণ আফ্রিকায় আমাদের জন্য দুর্দান্ত কাজ করেছেন। সত্যিই একটি বড় ভূমিকা নিয়ে খেলেছে। আমাদের সিরিজ ড্র করতে সাহায্য করার অংশ হয়ে উঠেছিল ও।' দ্রাবিড় বলেন, 'তবে পাঁচটি টেস্ট ম্যাচ (ইংল্যান্ডের বিপক্ষে) এবং এই কন্ডিশনে খেলার কথা বিবেচনা করেই আমাদের কাছে থাকা অন্য দুই কিপারের মধ্যে একজনকে আমরা বেছে নেব।' হায়দরাবাদের পিচ কেমন হবে, এই প্রশ্নে ভারতের প্রধান কোচ বলেন, 'শুরু না-হওয়া পর্যন্ত বলা কঠিন। এটা (হায়দরাবাদের পিচ) দেখতে ভালো। এখানে বল একটু ঘুরবে, কতটা দ্রুত হবে, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে, যখন খেলা চলবে এটা (পিচ) স্পিনারদের হবে যাবে।'

আরও পড়ুন- শিকে ছিঁড়ল রিঙ্কুর ভাগ্যেই, বোর্ডের বড় আপডেটে আবার-ও জয়জয়কার KKR সুপারস্টারের

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুই ম্যাচে বিরাট কোহলিকে ছাড়াই খেলবে ভারত। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, 'বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট থেকে তাঁর নাম প্রত্যাহার করার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছেন।' বৃহস্পতিবার হায়দরাবাদে প্রথম টেস্ট শুরু হচ্ছে। সেক্ষেত্রে অন্য কেউ সুযোগ পাবেন। সেকথা মাথায় রেখে কোচ দ্রাবিড় মনে করছেন, এটা অন্য কারও জন্য একটা বড় সুযোগ হিসেবে দেখা দেবে। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'যে কোনও দলই বিরাটের মতো গুণী খেলোয়াড়কে মিস করবে। বিরাট অসাধারণ। ওঁর রেকর্ডই সেকথা বলে। সে দিক থেকে এবার অন্য কারও এগিয়ে যাওয়ার এবং ভালো পারফরম্যান্স করে দেখানোর সুযোগ এসেছে।'

আরও পড়ুন- ICC-র বর্ষসেরা দলে একজন-ও নেই বাংলাদেশি! ভারতীয় ভর্তি তিন ফরম্যাটে হতাশ টাইগাররা

বিরাটের না থাকা এবং অজিঙ্কা রাহানে আর চেতেশ্বর পূজারার ক্রমাগত বাদ পড়ার অর্থ ভারতীয় টেস্ট দল খেলোয়াড়ের অভাবে ভুগছে, এমনটা মানতে নারাজ দ্রাবিড়। তিনি বলেন, 'এদিক থেকে আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। কেএল রাহুল নিজেও ৫০টির কাছাকাছি টেস্ট খেলেছেন। রবীন্দ্র জাদেজা এবং আর অশ্বিন এক দশকেরও বেশি সময় ভারতীয় দলে আছেন। শ্রেয়াস এবং শুভমন খুব বেশি টেস্ট ক্রিকেট খেলেননি। তবে, এই পাঁচটি টেস্ট তাঁদের জন্য এক বিরাট সুযোগ হয়ে উঠতে চলেছে।'

Virat Kohli Rahul Dravid KL Rahul Indian Cricket Team Indian Team England Cricket Team
Advertisment