New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/stokes-rohit.jpg)
World Cup India vs England 1st Test Playing 11: টসে জিতল ইংল্যান্ড, ব্যাট করবেন স্টোকসরা (টুইটার)
Team India playing XI against England in Hyderabad: টসের সময় রোহিত শর্মা বলে গেলেন, টস জিতলে তিনিও প্ৰথমে ব্যাটিং করতেন। পিচ একদম শুকনো। এরকম পিচে শুরুতে ব্যাট হোক বা বল- কী করতে হবে, তাতে ভালো অভিজ্ঞতা রয়েছে তাঁদের।
World Cup India vs England 1st Test Playing 11: টসে জিতল ইংল্যান্ড, ব্যাট করবেন স্টোকসরা (টুইটার)
India vs England Hyderabad test, toss and playing XI updates: টসে জিতল ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের একদিন আগেই প্ৰথম এগারো জানিয়ে দিয়েছিল ইংল্যান্ড। টসের সময় জানা গেল ভারতের প্ৰথম এগারো।
কুলদীপ যাদবকে বাইরে রেখেই দল সাজিয়েছে টিম ইন্ডিয়া। প্ৰথম দুই স্পিনার হিসাবে অশ্বিন-জাদেজার অন্তর্ভুক্তি পাকাই ছিল। তৃতীয় স্পিনার হিসাবে অক্ষর নাকি কুলদীপ- কাকে নেওয়া হয়, সেদিকে নজর ছিল। লোয়ার অর্ডার শক্তিশালী করতে অক্ষরেই ভরসা রাখল ভারত।
🚨 Toss Update 🚨
England win the toss in Hyderabad and elect to bat in the 1st #INDvENG Test.
Fast bowler Avesh Khan has been released to play for his Ranji trophy team, Madhya Pradesh for their next Ranji Trophy fixture.
Rajat Patidar has joined the team as Virat Kohli's… pic.twitter.com/g9TfcLZZvs— BCCI (@BCCI) January 25, 2024
টসের সময় রোহিত শর্মা বলে গেলেন, টস জিতলে তিনিও প্ৰথমে ব্যাটিং করতেন। পিচ একদম শুকনো। এরকম পিচে শুরুতে ব্যাট হোক বা বল- কী করতে হবে, তাতে ভালো অভিজ্ঞতা রয়েছে তাঁদের। জানালেন, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ স্কোয়াডের অনেকেই খেলেননি। তাই নিজের দক্ষতার প্রতি ভরসা রেখে সুযোগের সদ্ব্যবহার করতে হবে বাকিদের। সিরাজের সঙ্গে বুমরাকে নিয়ে নামছে ভারত। আর তৃতীয় স্পিনার হিসাবে অক্ষরকে নেওয়া হচেজ এটাও জানিয়ে দেওয়া হল।
আরও পড়ুন- মাঠেই ভারতীয়দের কুৎসিত অঙ্গভঙ্গি, গালির বন্যা! টাইগার তারকাকে ‘ছোবল’ দিয়ে সমঝে দিল
টসে জিতে বেন স্টোকস জানালেন, বল দ্রুতই টার্ন করতে শুরু করবে। পিচে টিকে থাকা দুষ্কর হয়ে উঠবে। তাই প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাতে প্ৰথম ইনিংসেই বোর্ডে বড় রানের পুঁজি জমা করা সম্ভব হয়। জানালেন, এমন পরিস্থিতিতে জয়ের জন্য দলের সেরা একাদশই বেছে নেওয়া হয়েছে। দলের একমাত্র পেসার হিসাবে খেলছেন মার্ক উড। তাঁকে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা হবে।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ
ভারতের প্ৰথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।