Advertisment

IND vs ENG: ভারত হারতেই উল্লাস বাংলাদেশের! টাইগারদেরও পিছনে এখন টিম ইন্ডিয়া

India vs England Hyderabad Test World Test Championship Point Table: এই ম্যাচ জিতলেও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড এখনও ভারতের পিছনেই রয়েছে। বেন স্টোকসের দল রয়েছে তালিকার অষ্টম স্থানে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG, india vs england, hyderabad test

ind vs eng: হেরে বিপদে পড়ে গেল টিম ইন্ডিয়া (টুইটার)।

India vs England 1st Test, WTC Point Table: ভারত হারতেই রীতিমতো উল্লাস বাংলাদেশের। কারণ, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট ম্যাচে হারার পর ভারত এখন চলে গেল টাইগারদেরও পিছনে। রবিবারই বাজবল কায়দায় ঘূর্ণিপিচে ভারতকে প্রথম টেস্টে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দেয় ইংল্যান্ড। একাই সাত উইকেট তুলে নেন টম হার্টলি। ম্যাচে ২৮ রানে জয় পেয়েছে বেন স্ট্রোকসের দল। আর, তার জেরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল রোহিত বাহিনী।

Advertisment

গতকালই এই ম্যাচে ১২৬ রানের লিড নিয়েছিল ইংল্যান্ড। রবিবার ওলি পোপের শেষ উইকেটের যখন পতন ঘটে, তখন ভারতের জয়ের লক্ষ্যমাত্রা গিয়ে ঠেকেছিল ২৩১। বিশেষজ্ঞরা আগেই সাবধানবাণী শুনিয়েছিলেন। গতকালই বলেছিলেন, এখনও ওলি পোপ আউট হননি। কারণ, গতকাল তিনি ১৪৮ রানে নটআউট ছিলেন। ইংল্যান্ড যদি জয়ের লক্ষ্যমাত্রা ২৩০ থেকে ২৫০ এর মধ্যে নিয়ে যায়, তবে তা ভারতের জন্য রীতিমতো চাপের বিষয় হয়ে যাবে। আর, ঘটলও তাই। ওলি পোপ ১৯৬ রান করলেন।

publive-image
ভারতের বর্তমান ব়্যাঙ্কিং

রবিবার নাইট পার্টনার রেহান আহমেদের সঙ্গে ক্রিজে নামেন ওলি পোপ। ২৮ রান করার পর বুমরার বলে কেএস ভরতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রেহান। এরপর টম হার্টলির সঙ্গে পোপ জুটি বাঁধেন। পোপের ১৯৬ রানে ছিল ২১টি বাউন্ডারি। আর, ইংল্যান্ডের অফস্পিনার হার্টলি ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর ব্যাট করতে নামে ভারত। আর বল হাতে ভেলকি দেখানো শুরু করেন হার্টলি। ১৫ রান করার পর তিনি যশস্বী জয়সওয়ালকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। কিছুক্ষণ পর হার্টলির বলে শুভমন গিল পোপের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

ভারত অধিনায়ক রোহিত শর্মা হার্টলির বলেই ৩৯ রান করার পর লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতের ব্যাটিংয়ে একমাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গিয়েছে কেএল রাহুলের মধ্যে। তিনি ৪২ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে এটাই ভারতের সর্বোচ্চ রান। হার্টলি ২৬.২ ওভারে ৫টি মেডেন-সহ ৬২ রানে ৭ উইকেট নিয়েছেন। ভারত সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে করেছে ২০২ রান।

আরও পড়ুন- হায়দরাবাদে হাহাকার ভারতের! পোপের ব্যাট-টমের বলে উচিত শিক্ষা পেল রোহিত বাহিনী

রবিবারের এই হারের জেরে ভারত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে গিয়ে ঠেকল পাঁচ নম্বরে। ভারতের আগে তালিকায় চার নম্বরে রয়েছে বাংলাদেশ। তালিকার প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তবে, এই ম্যাচ জিতলেও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড এখনও ভারতের পিছনেই রয়েছে। বেন স্টোকসের দল রয়েছে তালিকার অষ্টম স্থানে। ইংল্যান্ডের আগে সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান।

Test cricket Indian Cricket Team England Cricket Team
Advertisment