India vs England 1st test at Hyderabad: সীমিত ওভারের ক্রিকেটে তিনি ধারাবাহিক। তবে টেস্টে এসেই খেই হারিয়ে ফেলছেন শুভমান গিল। বিদেশের মাঠে ব্যর্থ হওয়ার ধাক্কা এবার ঘরের মাঠেও। হায়দরাবাদ টেস্টও সুখবর বয়ে আনতে পারল না গিলের জন্য। গতকাল যশস্বীর সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। শুক্রবার গিল নিজের ইনিংস বেশিদূর টানতে পারলেন না। ৬৬ বলে ২৬ করে ফিরলেন ক্রিজে।
'বাজবল' নামক প্রতিপক্ষের বহু আলোচিত ক্রিকেটের মোকাবিলা করার জন্য ভারত-ও অতি-আগ্রাসী ক্রিকেট খেলছে। যশস্বী-রোহিতের ব্যাটের ঝড় তোলা ছন্দই বয়ে নিয়ে গিয়েছেন কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা। তবে নিজেকে খোলসে মুড়ে রেখেছিলেন গিল। গতকাল ঠুকঠুক ক্রিকেটে নিজেকে রক্ষা করেছিলেন। শুক্রবার নিজের ওপর থেকে ক্রমাগত চাপ হালকা করার জন্য টার্গেট করেছিলেন অনভিজ্ঞ ইংরেজ স্পিনার টম হার্টলেকে। তবে অন ড্রাইভ হাঁকাতে গিয়ে বেন ডাকেটের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান তিনি।
আরও পড়ুন: গড়াপেটার অভিযোগে ছারখার শোয়েব! বাংলাদেশে গিয়েই কলঙ্কের ভাগিদার ‘বিবাহিত’ পাক তারকা
এর পরেই আরও একবার গিল আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। অনিল কুম্বলে সাফ বলে দিয়েছেন, টেস্টে কেরিয়ার দীর্ঘায়িত করতে হলে স্ট্রাইক রোটেট করা শিখতে হবে গিলকে। বলেছেন, "রক্ষণাত্মক ব্যাটিং করায় ওঁর ওপর চাপ বাড়ছিল। স্ট্রাইক রোটেট করতে পারছিল না। ওঁকে এই বিষয় শিখতে হবে। গতকাল-ও ব্যাটিং করতে নেমে ও অতি সতর্ক হয়ে খেলছিল। উইকেট হারানোর চিন্তা কাজ করছিল ওঁর মধ্যে।"
"আজকেও ও খোলসে ঢুকে ব্যাটিং করে গেল। চাপ হালকা করতে গিয়ে টার্নের বিপরীতে খেলতে গেল। যেটা কোনওভাবেই আদর্শ ছিল না। তিন নম্বর পজিশনে ওঁকে যদি পাকাপাকিভাবে খেলতে হয় তাহলে পূজারা, দ্রাবিড়দের থেকে শিখতে হবে। কীভাবে সফট হ্যান্ডে স্ট্রাইক রোটেট করে ইনিংস বিল্ড আপ করতে হয়। এই অস্ত্র ওঁকে রপ্ত করতেই হবে।"
গিলকে একহাত নিয়েছেন সুনীল গাভাসকার-ও। বলে দিয়েছেন, "এটা কী শট খেলতে গেল ও? ও যদি হাওয়ায় শট হাঁকাতে চাইত, তাহলেও নয় বোঝা যেত। তবে অন-ড্রাইভ একদমই ঠিকঠাক হাঁকাতে পারেনি। নিজের উইকেট বাঁচাতে এই কঠিন পরিশ্রম করল, তারপরে এভাবে আউট হয়ে গেল!"
টেস্টে দীর্ঘদিন রান খরায় ভুগছেন গিল। বেশ কয়েকটা হাফসেঞ্চুরি এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি বাদ দিয়ে এই ফরম্যাটে একদমই থিতু হতে পারছেন না তারকা ব্যাটার। শেষ দশ ইনিংসে শুভমান গিল একবার-ও তিরিশের গন্ডি পেরোতে পারেননি। তাঁর ফর্ম চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে।
গিল সেভাবে জ্বলে উঠতে না পারলেও হায়দরাবাদ টেস্টে ভারত চালকের আসনে। প্ৰথম ইনিংসে ইংল্যান্ড ২৪৬-এর জবাবে ভারত দ্বিতীয় দিন ৪২১/৭। জয়সোয়ালের (৮০) মত সেঞ্চুরি মিস করেছেন কেএল রাহুল-ও (৮৬)। দিনের শেষে জাদেজা (৮১) ক্রিজে অপরাজিত রয়েছেন অক্ষর প্যাটেল কে (৩৫) সঙ্গে নিয়ে। কেএস ভরত (৪১), শ্রেয়স আইয়ারও (৩৫) ভারতের রান গড়ার কাজে সাহায্য করেছেন।