India vs England 2nd ODI: গতি মন্থরতায় ভুগবে দ্বিতীয় ওয়ানডে, টসে জিতলেই বড় সিদ্ধান্ত নেবে টিম ইন্ডিয়া

India vs England (IND vs ENG) 2nd ODI Match Date and Time, Live Streaming, Telecast, Head to Head, Playing XI Prediction Barabati Stadium Pitch Report: কটকে মুখোমুখি হচ্ছে দুই দল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IND vs ENG: ব্যাটে-বলে না হলেও টাকার অঙ্কে রোহিতদের হারিয়ে দিল বাটলাররা

IND vs ENG: কটকে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত-ইংল্যান্ড (টুইটার)

India vs England 2nd ODI: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ হতে চলেছে রবিবার, কটকের বরাবতী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচে নাগপুরে ভারত চার উইকেটে জয়লাভ করে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই শুরুতে কিছুটা সমস্যায় মনে হলেও ভারতীয় দল শেষমেশ মসৃন ক্রিকেট উপহার দিয়েছে।

Advertisment

বল হাতে ইংল্যান্ডকে অল্প রানে আটকে রাখার পর টিম ইন্ডিয়া ১১ ওভারেরও বেশি হাতে নিয়ে সেই রান চেজ করে দেয়। অন্যদিকে, ইংল্যান্ডকে সেই একই সমস্যার দীর্ণ মনে হয়েছে। যা টি২০আই সিরিজেও তাঁদের ভুগিয়েছিল।

এখানে সমস্ত বিবরণ দেওয়া হলো:

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমান গিল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, মহম্মদ শামি

Advertisment

যে ক্রিকেটারের দিকে নজর থাকবে: প্রথম ম্যাচে রোহিত আবারও রানের দেখা পাননি। তবে, স্কোরের চেয়ে তিনি যেভাবে আউট হয়েছেন সেটা আরও উদ্বেগজনক। তিনি ছন্দহীন দেখাচ্ছিলেন এবং তার টেকনিকও প্রশ্নবিদ্ধ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, আত্মবিশ্বাস সংগ্রহের জন্যই রোহিতের কিছু রান প্রয়োজন।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (ক্যাপ্টেন), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড

যে তারকার দিকে নজর থাকবে: ইংল্যান্ডের সব চোখ জো রুটের উপর থাকবে। নাগপুরে ক্রিজে ব্যাটিং করার সময় তাঁকে বেশ শক্তপোক্ত মনে হচ্ছিল। স্ট্রাইক রোটেট করে যেমন তিনি খেলতে পারেন, তেমনই স্পিনারদের লুজ বলগুলি বেছে নেওয়ার ক্ষমতায় সাবকন্টিনেন্টে মিডল ওভারগুলিতে জো রুট ভীষণভাবে কার্যকরী।

দল

ভারত: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা

ইংল্যান্ড: হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জেমি ওভারটন, জস বাটলার, জেমি স্মিথ, ফিলিপ সল্ট, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড

ওডিআইতে ভারত বনাম ইংল্যান্ডের হেড-টু-হেড রেকর্ড

ম্যাচ খেলা হয়েছে: ১০৮, ভারত জিতেছে: ৫৯, ইংল্যান্ড জিতেছে: ৪৪

ভারত বনাম ইংল্যান্ড পিচ রিপোর্ট

নাগপুরের মতো, কটকের পিচও স্পিনারদের সাহায্য করবে। এছাড়াও কটকে বাউন্সও কম, তাই ইংল্যান্ডের ব্যাটিং সহজ হবে না। রবীন্দ্র জাদেজার মতো স্পিনাররা সারফেস কাজে লাগিয়ে ইংলিশ ব্যাটারদের আবারও সমস্যায় ফেলতে পারেন।

ভারত বনাম ইংল্যান্ড আবহাওয়া রিপোর্ট

রবিবার দিনের বেলা তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যায় তা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এমনটাই বলা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে। অতীতে কটকে খেলাগুলোতে ভারী শিশির দেখা গিয়েছে। তাই টস জেতা দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে স্লো পিচের ফায়দা নিতে পারে। শিশির পড়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আরও সহজ হয়ে আসবে।

ভারত বনাম ইংল্যান্ড লাইভ স্ট্রিমিং বিবরণ

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওডিআইটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। ম্যাচটি ডিজনি+ হটস্টারে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।

England Indian Cricket Team Indian Team England Cricket Team India Cricket Team Team-India Team India