Ind vs Aus: অসভ্যতার শেষ নেই অজিদের! রক্তাক্ত জাদেজাকে বাধ্য করল ব্যান্ডেজ খুলতে

Ind vs Aus, Semi-final: অস্ট্রেলিয়ার আপত্তিতে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ রবীন্দ্র জাদেজাকে তাঁর ডানহাতের ব্যান্ডেজ খুলতে বাধ্য করেন। জাদেজা দুটি উইকেট নিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Semi-final-Jadeja: এই সেই দৃশ্য

Semi-final-Jadeja: এই সেই দৃশ্য। (ছবি- এক্সপ্রেস)

Ind vs Aus: Umpire Requests Ravindra Jadeja to Remove Hand Bandage During Semi-Final Against Australia: অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশেনের আপত্তিতে মঙ্গলবার দুবাইয়ে হেনস্থা করা হল ভারতীয় বোলার রবীন্দ্র জাদেজাকে। আর, এই হেনস্তা করলেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। তবে, এই হেনস্তার জের পোহাতে হল অস্ট্রেলিয়াকে। জাদেজা এদিন অস্ট্রেলিয়ার দুই উইকেট নিয়ে কার্যত প্রতিশোধ নিলেন। তিনি যে দুই ক্রিকেটারের উইকেট নিলেন তাঁদের একজন আবার মার্নাস লাবুশেন।

Advertisment

আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ যখন জাদেজার সঙ্গে কথা বলছিলেন, তখন লাবুশেনকে দেখা যায় আম্পায়ারের কাঁধের ওপর দিয়ে জাদেজার হাতের দিকে উঁকি দিতে। তবে, এতকিছুর পরও জাদেজার বিরুদ্ধে অভিযোগটা লাবুশেন নাকি স্টিভ স্মিথ করেছিলেন, তা নিয়ে অবশ্য অনেকেই ভিন্নমত। তাঁদের দু'জনের মধ্যে যেই এই অসভ্যতা করুক, ইলিংওয়ার্থ জাদেজাকে তাঁর বামহাতে থাকা টেপ সরাতে বলেন। জাদেজা তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে তাঁর হাতে চোট আছে। তবে, ব্যাটারের অধিকার আছে, কোনও কিছু যদি তাঁর চোখে বাধা সৃষ্টি করে, তবে তিনি তা সরানোর দাবি জানাতে পারেন। আর, সেটা পারেন আম্পায়ারের মাধ্যমে। অজি ব্যাটাররা এদিন জাদেজার বিরুদ্ধে ওই ক্রিকেটীয় আইন প্রয়োগ করেই সুবিধা নেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন- ভারতের ৫ম উইকেটের পতন, ফিরলেন বিরাট কোহলি

তবে, এতে তাঁদের হিতে বিপরীতই হয়েছে। জাদেজার আবেদনে আম্পায়ার কান দেননি। এর পরের ওভারে তিনি ব্যাটারের মারা শট ধরতে গেলে, হাতে চোট পান। সেই সময় তিনি গোটা ঘটনায় আম্পায়ারের কাছে প্রতিবাদ জানান। এরপরই জাদেজা লাবুশেনকে এলবিডব্লিউ করেন। তাঁর বলে জশ ইংলিস কভারে ধরা পড়েন। লাবুশেন সেই সময় ভয়ংকর হয়ে উঠেছিলেন। ৩৬ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ করেছিলেন ২৯ রান। আর ইংলিস ১২ বলে করেছিলেন ১১ রান। ইংলিসের ক্যাচ ধরেন কোহলি। আম্পায়ার ইলিংওয়ার্থ শেষ পর্যন্ত বাধ্য হন জাদেজাকে ওই ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বল করতে দিতে। কারণ, জাদেজার বাঁ হাতের তালুতে দুটি ক্ষত রয়েছে। ব্যান্ডেজ খুললেই তা থেকে রক্ত বের হতে দেখা গিয়েছে। 

Advertisment

তবে, জাদেজার সঙ্গে অস্ট্রেলিয়ানদের মঙ্গলবারের অসভ্যতায় চমকানোর কিছু নেই। কারণ, এমন অসভ্যতার নজির তারা অতীতেও রেখেছে। একবার প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার ডিন জোন্স এমনই অসভ্যতার নজির তৈরি করে কার্টলি অ্যামব্রোসকে তাঁর কবজির যন্ত্রণার জায়গা থেকে ব্যান্ড বা বাঁধন সরাতে বাধ্য করেছিলেন। মঙ্গলবার, সেই ধারাই যেন বজায় রাখলেন লাবুশেনরা।

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Australia Cricket Team