Advertisment

IND vs ENG Highlights Cricket Score, 2nd T20I: তিলকের ব্যাটে রুদ্ধশ্বাস জয় ভারতের, সিরিজ ২-০

India vs England 2nd T20I Match Highlights Cricket Score Online Today Match: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের জয়ের মূল কারিগর তিলক ভার্মা। তিনি ৫৫ বলে ৪টি চার এবং ৫টি ছয়-সহ ৭২ রান করেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs England 2nd T20I Live Updates

India vs England 2nd t20I lHighlights Updates: চেন্নাইয়ে ২য় টি২০ ম্যাচে ভারত-ইংল্যান্ড (গ্রাফিক্স: সন্দীপন দে)

England vs India, 2nd T20I Score card Updates from Chidambaram Stadium, Chennai: ইডেনের পর চেন্নাই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে পরপর জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। শনিবার টস জিতে ভারত অধিনায়ক ওয়াশিংটন সুন্দর প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল জস বাটলারের ইংল্যান্ডকে। ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে তুলেছিল ১৬৫ রান। জবাবে, ১৯.২ ওভারে ৮ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৬ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের জয়ের মূল কারিগর তিলক ভার্মা। তিনি ৫৫ বলে ৪টি চার এবং ৫টি ছয়-সহ ৭২ রান করেন। অপরাজিত থেকে যান রবি বিষ্ণোইও। তিনি ৫ বলে ২টি চার-সহ ৯ রান করেন।

Advertisment

তার আগে আদিল রশিদের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অর্শদীপ সিং। ৪ বলে ১টি চার-সহ ৬ রান করে অর্শদীপ আউট হন। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও লক্ষ্যে অবিচল ছিলেন তিলক ভার্মা। জোফ্রা আর্চারের বলে ছয় মেরে পূর্ণ করেন অর্ধশতরান। ৩৯ বলে ৫৩ রান করে অর্ধশতরান পূর্ণ করেন তিলক। তাঁর অর্ধশতরান পূর্ণ করার আগে লিয়াম লিভিংস্টোনের বলে বেন ডাকেটের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ৩ বলে ২ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে বোল্ড হন ওয়াশিংটন সুন্দর। ১৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন সুন্দর। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১টি চার-সহ পান্ডিয়া ৭ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ক্যাচ দিয়ে আউট হন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব। কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।

এর আগে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। জোফ্রা আর্চার ৯ বলে ১টি চার-সহ ১২ রান ও মার্ক উড ৩ বলে ১টি চার-সহ ৫ রানে অপরাজিত থাকলেন। হার্দিক পান্ডিয়ার বলে আউট হন আদিল রশিদ। তিনি সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়েন। ১১ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন আদিল। ব্রাইডন কার্সকে রান আউট করেন ধ্রুব জুরেল। ১৭ বলে ১টি চার এবং ৩টি ছয়-সহ কার্স ৩১ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন জেমি ওভারটন। ৭ বলে ৫ রান করেছেন ওভারটন। অভিষেক শর্মার বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন জেমি স্মিথ। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৩ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ব্রুক ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 

কলকাতায় রিজার্ভ বেঞ্চে থাকা মহম্মদ শামিকে নেটে বোলিং করতে দেখা গিয়েছে। কিন্তু, তাঁকে চেন্নাইয়ের ম্যাচেও রাখেনি টিম ম্যানেজমেন্ট। শামি ছোট রান-আপ নিয়ে ওয়ার্ম আপের সময় বোলিং করছিলেন। তাঁর প্রতি কড়া নজর ছিল বোলিং কোচ মর্নে মরকেলের। কলকাতায় বাদ পড়ায় শামির ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হলেও শামি ম্যাচের জন্য ফিট। শুধুমাত্র ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের জন্যই প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না বলে জানা গিয়েছে।

Advertisment

দল:
ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

  • Jan 25, 2025 22:41 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: তিলকের ব্যাটে রুদ্ধশ্বাস জয় ভারতের, সিরিজ ২-০

    ইডেনের পর চেন্নাই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে পরপর জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। শনিবার টস জিতে ভারত অধিনায়ক ওয়াশিংটন সুন্দর প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল জস বাটলারের ইংল্যান্ডকে। ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে তুলেছিল ১৬৫ রান। জবাবে, ১৯.২ ওভারে ৮ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৬ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের জয়ের মূল কারিগর তিলক ভার্মা। তিনি ৫৫ বলে ৪টি চার এবং ৫টি ছয়-সহ ৭২ রান করেন। অপরাজিত থেকে যান রবি বিষ্ণোইও। তিনি ৫ বলে ২টি চার-সহ ৯ রান করেন।

    তার আগে আদিল রশিদের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অর্শদীপ সিং। ৪ বলে ১টি চার-সহ ৬ রান করে অর্শদীপ আউট হন। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও লক্ষ্যে অবিচল ছিলেন তিলক ভার্মা। জোফ্রা আর্চারের বলে ছয় মেরে পূর্ণ করেন অর্ধশতরান। ৩৯ বলে ৫৩ রান করে অর্ধশতরান পূর্ণ করেন তিলক। তাঁর অর্ধশতরান পূর্ণ করার আগে লিয়াম লিভিংস্টোনের বলে বেন ডাকেটের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ৩ বলে ২ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে বোল্ড হন ওয়াশিংটন সুন্দর। ১৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন সুন্দর। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১টি চার-সহ পান্ডিয়া ৭ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ক্যাচ দিয়ে আউট হন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব। কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।



  • Jan 25, 2025 22:21 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: বিদায় অর্শদীপের! ১৪৬ রানে ভারতের ৮ম উইকেটের পতন

    আদিল রশিদের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়লেন অর্শদীপ সিং। ৪ বলে ১টি চার-সহ ৬ রান করে অর্শদীপ আউট হন। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও লক্ষ্যে অবিচল তিলক ভার্মা। জোফ্রা আর্চারের বলে ছয় মেরে পূর্ণ করেন অর্ধশতরান। ৩৯ বলে ৫৩ রান করে অর্ধশতরান পূর্ণ করেন তিলক। তার আগে লিয়াম লিভিংস্টোনের বলে বেন ডাকেটের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ৩ বলে ২ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন ওয়াশিংটন সুন্দর। ১৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন সুন্দর। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১টি চার-সহ পান্ডিয়া ৭ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ক্যাচ দিয়ে আউট হন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব। কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।



  • Jan 25, 2025 22:11 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: অর্ধশতরান তিলক ভার্মার

    অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও লক্ষ্যে অবিচল তিলক ভার্মা। জোফ্রা আর্চারের বলে ছয় মেরে পূর্ণ করলেন অর্ধশতরান। ৩৯ বলে ৫৩ রান করে অর্ধশতরান পূর্ণ করলেন তিলক। লিয়াম লিভিংস্টোনের বলে বেন ডাকেটের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ৩ বলে ২ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন ওয়াশিংটন সুন্দর। ১৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন সুন্দর। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১টি চার-সহ পান্ডিয়া ৭ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ক্যাচ দিয়ে আউট হন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব। কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।



  • Jan 25, 2025 22:08 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: অক্ষর প্যাটেলের বিদায়, ১২৬ রানে ৭ উইকেট হারাল ভারত

    লিয়াম লিভিংস্টোনের বলে বেন ডাকেটের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ৩ বলে ২ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন ওয়াশিংটন সুন্দর। ১৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন সুন্দর। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১টি চার-সহ পান্ডিয়া ৭ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ক্যাচ দিয়ে আউট হন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব। কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।



  • Jan 25, 2025 22:04 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: সুন্দরের বিদায়, ১১৬ রানে ৬ উইকেট হারাল ভারত

    ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন ওয়াশিংটন সুন্দর। ১৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২৬ রান করেছেন সুন্দর। জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১টি চার-সহ পান্ডিয়া ৭ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ক্যাচ দিয়ে আউট হন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব। কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।



  • Jan 25, 2025 21:38 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: হার্দিকের বিদায়, ৭৮ রানে ৫ উইকেট হারাল ভারত

    জেমি ওভারটনের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ১টি চার-সহ পান্ডিয়া ৭ রান করেছেন। ব্রাইডন কার্সের বলে ক্যাচ দিয়ে আউট হন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব। কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।



  • Jan 25, 2025 21:30 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: এবার ধ্রুব জুরেল, ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত ভারত

    ব্রাইডন কার্সের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ধ্রুব জুরেল। ৫ বলে ৪ রান করেছেন ধ্রুব। এর আগে কার্সের বলেই বোল্ড হন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।



  • Jan 25, 2025 21:20 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: ফের ধাক্কা ভারতের, ফিরলেন সূর্যকুমার

    ব্রাইডন কার্সের বলে বোল্ড হলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। অপর ওপেনার অভিষেক শর্মা মার্ক উডের বলে এলবিডব্লিউ হন। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন অভিষেক।



  • Jan 25, 2025 21:06 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: ফের ধাক্কা ভারতের, ফিরলেন সঞ্জু স্যামসনও

    জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ধরা পড়লেন সঞ্জু স্যামসন। তিনি ৭ বলে ৫ রান করেছেন। এর আগে ফিরে যান অপর ওপেনার অভিষেক শর্মা। মার্ক উডের বলে এলবিডব্লিউ হন অভিষেক। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছেন ভারতীয় ওপেনার।



  • Jan 25, 2025 20:55 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: বড় ধাক্কা ভারতের, ফিরলেন অভিষেক শর্মা

    ইডেন ম্যাচের পুনরাবৃত্তি হল না। মার্ক উডের বলে এলবিডব্লিউ হলেন অভিষেক শর্মা। ৬ বলে ৩টি চার-সহ ১২ রান করেছিলেন অভিষেক



  • Jan 25, 2025 20:31 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: ইংল্যান্ড থামল ১৬৫ রানে

    জোফ্রা আর্চার ৯ বলে ১টি চার-সহ ১২ রান ও মার্ক উড ৩ বলে ১টি চার-সহ ৫ রানে অপরাজিত থাকলেন। হার্দিক পান্ডিয়ার বলে আউট হন আদিল রশিদ। তিনি সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়েন। ১১ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন আদিল। ব্রাইডন কার্সকে রান আউট করেন ধ্রুব জুরেল। ১৭ বলে ১টি চার এবং ৩টি ছয়-সহ কার্স ৩১ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন জেমি ওভারটন। ৭ বলে ৫ রান করেছেন ওভারটন। অভিষেক শর্মার বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন জেমি স্মিথ। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৩ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ব্রুক ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 20:29 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: আদিল রশিদের বিদায়, ১৫৭ রানে ৯ম উইকেট হারাল ইংল্যান্ড

    হার্দিক পান্ডিয়ার বলে বিদায় নিলেন আদিল রশিদ। তিনি সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়েন। ১১ বলে ১টি চার-সহ ১০ রান করেছেন আদিল। ব্রাইডন কার্সকে রান আউট করেন ধ্রুব জুরেল। ১৭ বলে ১টি চার এবং ৩টি ছয়-সহ কার্স ৩১ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন জেমি ওভারটন। ৭ বলে ৫ রান করেছেন ওভারটন। অভিষেক শর্মার বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন জেমি স্মিথ। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৩ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ব্রুক ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 20:15 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: ব্রাইডন কার্সের বিদায়, ১৩৭ রানে ৮ম উইকেট হারাল ইংল্যান্ড

    ব্রাইডন কার্সকে রান আউট করলেন ধ্রুব জুরেল। ১৭ বলে ১টি চার এবং ৩টি ছয়-সহ কার্স ৩১ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন জেমি ওভারটন। ৭ বলে ৫ রান করেছেন ওভারটন। অভিষেক শর্মার বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন জেমি স্মিথ। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৩ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ব্রুক ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 20:12 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: জেমি ওভারটনের বিদায়, ১৩৬ রানে ৭ম উইকেট হারাল ইংল্যান্ড

    বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন জেমি ওভারটন। ৭ বলে ৫ রান করেছেন ওভারটন। অভিষেক শর্মার বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন জেমি স্মিথ। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৩ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ব্রুক ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 20:04 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: জেমি স্মিথের বিদায়, ১০৪ রানে ৬ষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড

    অভিষেক শর্মার বলে তিলক ভার্মার হাতে ধরা পড়লেন জেমি স্মিথ। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২২ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৩ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ব্রুক ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 19:57 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: লিয়াম লিভিংস্টোনের বিদায়, ৯০ রানে ৫ম উইকেট হারাল ইংল্যান্ড

    অক্ষর প্যাটেলের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেন লিয়াম লিভিংস্টোন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৩ রান করেছেন। এর আগে অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ব্রুক ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 19:54 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: জস বাটলারের বিদায়, ৭৭ রানে ৪র্থ উইকেট হারাল ইংল্যান্ড

    অক্ষর প্যাটেলের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়লেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। তিনি ২টি চার এবং ৩টি ছয়-সহ ৪৫ রান করেছেন। এর আগে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ তিনি ১৩ রান করেছেন। ওপেনার বেন ডাকেট, ওয়াশিংটন সুন্দরের বলে তিনি ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 19:37 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: হ্যারি ব্রুকের বিদায়, ৫৯ রানে ৩য় উইকেট হারাল ইংল্যান্ড

    বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন হ্যারি ব্রুক। ৮ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ তিনি ১৩ রান করেছেন। এর আগে ফিরে যান ওপেনার বেন ডাকেট। ওয়াশিংটন সুন্দরের বলে তিনি ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। তার আগে অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 19:27 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: বেন ডাকেটের বিদায়, ২৬ রানে ২য় উইকেট হারাল ইংল্যান্ড

    ফিরে গেলেন অপর ওপেনার বেন ডাকেট। ওয়াশিংটন সুন্দরের বলে তিনি ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েছেন। ৬ বলে ৩ রান করেছেন ডাকেট। এর আগে অর্শদীপ সিংয়ের বলে ফিল সল্ট ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নেন। 



  • Jan 25, 2025 19:12 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: ফিল সল্টের বিদায়, ৬ রানে ১ম উইকেট হারাল ইংল্যান্ড

    ফিরে গেলেন ওপেনার ফিল সল্ট। অর্শদীপ সিংয়ের বলে তিনি ওয়াশিংটন সুন্দরের হাতে ধরা পড়েন। ৩ বলে ১টি চার-সহ ৪ রান করেছেন সল্ট। দলের ৬ রানের মাথায় তিনি বিদায় নিলেন। 



  • Jan 25, 2025 19:09 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: পিচ কেমন, জানালেন দুই বিশেষজ্ঞ নিক নাইট ও দীপ দাশগুপ্ত

    প্রায় ৭ বছর পর চেন্নাইয়ে টি২০ ক্রিকেট ফিরল। পিচে ফাটল আছে। ঘাসও আছে। তবে, বেশিরভাগ জায়গাতেই ঘাস মরে গিয়েছে। পেসাররাও সাহায্য পাবেন। অবশ্য বেশি বাউন্স হবে না। স্পিনাররা বরং কিছুটা বাউন্স পাবেন। তবে, বল বেশি ঘুরবে না। ব্যাটিং সহায়ক পিচ। এটি কালো মাটির পিচ। খুব বেশি শিশিরও নেই। বল একটু ধীরে আসতে পারে। 



  • Jan 25, 2025 19:04 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: টস জিতে অধিনায়করা যা বললেন

    সূর্যকুমার যাদব: আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। মনে হচ্ছে পিচটা ভালো। আশা করছি, পরের দিকে পিচ আরও ভালো হবে। নীতীশ বাদ পড়েছে। রিঙ্কু একটি বা দুটি ম্যাচে থাকবে না। ওয়াশি এবং জুরেল দলে ঢুকেছে।

    জস বাটলার: টস জিতলে আমরাই প্রথমে বোলিং করতাম। একই গেমপ্ল্যান, আরও ভালো করার চেষ্টা করল। আশা করি পিচটা ঠিকঠাক। তাহলে ম্যাচ ভালোই হবে। বেথেল অসুস্থ, জেমি স্মিথ দলে ঢুকেছে। অ্যাটকিনসন বাদ পড়েছে, কার্স ঢুকেছে। 



  • Jan 25, 2025 18:58 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড একাদশ

    ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

    ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।



  • Jan 25, 2025 18:41 IST

    IND vs ENG 2nd T20 Live Cricket Score: নমস্কার! চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড ম্যাচে স্বাগত

    চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে টস জিতে বোলিং নিল টিম ইন্ডিয়া। 



England T20 Indian Cricket Team England Cricket Team Team-India Team India
Advertisment