Kevin Pietersen on Shreyas Iyer: শ্রেয়স আইয়ারকে এবার তুলোধোনা করলেন কেভিন পিটারসেন। সরাসরি বলে দিলেন, শ্রেয়সের ইনিংস ভীষণই শ্লথ। 'ড্রেসিংরুমে এমন ক্রিকেটার চাই যাঁরা ওঁর থেকে বেশি সাফল্যের জন্য ক্ষুধার্ত।" জানালেন ইংরেজ সুপারস্টার।
জিও সিনেমায় কেপি আরও বললেন, "কোহলি সহ বাকিরা (জাদেজা, কেএল রাহুল) যখন ফিরে আসবে, ওঁরা নিশ্চয় হাত কামড়াবে। ভাববে, 'ইশ, আমরা কেন যে একটা সেঞ্চুরি পেলাম না? সেঞ্চুরি করার পুরো সুযোগ পেয়েছিলাম। আর এরকম শ্লথ খেলার পর আউট হওয়ায় আমি একদমই প্রভাবিত নই।"
"সুযোগ পেলে পুরোপুরি তার সদ্ব্যবহার করা উচিত। ভাবতে হবে, কোনওভাবেই এই সুযোগ যেন না হারাতে হয়। বলতে বাধ্য হচ্ছি, শ্রেয়স ভীষণই স্লো, স্লো খেলেছে।"
বিশাখাপত্তনমে শ্রেয়স চার নম্বরে নেমে করেছেন মাত্র ৫৯ বলে ২৭ রান। টম হার্টলের বলে কাট করতে গিয়ে আউট হয়ে যান তারকা ব্যাটার। পেস এবং স্পিনের বিপক্ষে তিনি যে বারবার সেই পুরোনো ভুল করছেন, প্রমাণ হয়ে গিয়েছে আবার।
আরও পড়ুন- কোহলির মাকে জড়িয়ে ভয়ানক গুজব, হুলুস্থূল হতেই মুখ খুললেন ভাই বিকাশ
স্লো ব্যাটিং সহায়ক পিচে আন্ডারসন ভারতীয় ব্যাটারদের বিপক্ষে শর্ট বলকে হাতিয়ার করেছিলেন। প্ৰথমে শ্রেয়স আইয়ার বেশ সপ্রতিভভাবেই পুল হাঁকিয়ে মোকাবিলা করছিলেন। এরপরে তিনি হঠাৎ করেই লেগ সাইডে শাফল করে অফ সাইডে প্লেস করতে চাইছিলেন। তবে প্ৰথম প্রচেষ্টাতেই শ্রেয়স ব্যাটে লাগিয়ে বল প্রায় উইকেটে ঢুকিয়ে দিয়েছিলেন। শুধু পেসার নয়, স্পিনারদের বিপক্ষেই এভাবে শাফল করতে যাচ্ছিলেন। হার্টলের ওভারে শ্রেয়স লেগ সাইডে শাফল করে পুনরায় নিজের জায়গায় ফিরে এসে বল ডিফেন্ড করছিলেন। এতেই বিরক্ত হন পিটারসেন, "বোলারদের ফেস করতে গিয়ে ও লেগ সাইডে লাফালাফি করছে। আবার নিজের জায়গায় ফিরে আসছে স্রেফ ডিফেন্ড করার জন্য। এরকম করার বদলে আরও বেশি ইচ্ছাশক্তি দেখানো উচিত ওঁর। রান করতে হলে, বোলারদের ওপর চাপ বাড়াতে হলে এভাবে লেগ সাইডে লাফালাফি করলে হবে না। এতে মোটেও বোলাররা চাপে পড়বে না। বোলাররা কিছু মনেই করবে না। আরও ইচ্ছাশক্তি দেখাও।"
কেপি আরও বলেন, "এই পিচে এরকমভাবে খেলার প্রয়োজন কী! এটাই আমার প্রশ্ন। এসবের অর্থ কী? এতে স্রেফ নিজেরই বিড়ম্বনা বাড়বে। নিজের স্ট্যাম্পের পজিশন নিয়ে নিজেই বিভ্রান্ত হচ্ছ।"
শ্রেয়স আইয়ারের আউট-ও ভীষণ নিরামিষ ধাঁচের। অফ স্ট্যাম্পের বাইরে শর্ট অফ লেংথের বল কাট করতে গিয়েছিলেন। তবে বলে প্রত্যাশা মত বাউন্স ছিল না। বল ব্যাটের কানায় লাগার পর উইকেটকিপার বেন ফোকস চতুরতার সঙ্গে ক্যাচ পাকড়াও করেন।
পিটারসেন টিম ইন্ডিয়া ব্যাটারকে ধুয়ে আরও বলেন, "ভালো শট খেলার দক্ষতা ওঁর রয়েছে। তবে এই নিরামিষ আউট মানা যায় না! এই পর্যায়ের ক্রিকেটে আরও খিদে, ইচ্ছার প্রয়োজন। আর যেভাবে ও আউট হল বলতে বাধ্য হচ্ছি, ভীষণই স্লো খেলেছে ও। ওঁর এই ইনিংসে আমি একদমই প্রভাবিত নই। ড্রেসিংরুমে সবসময় এমন ক্রিকেটার চাইব, যে আরও বেশি প্যাশনেট হবে।"
শুভমান গিল-ও ফের একবার ব্যর্থ হলেন। শরীরের সেই ওজন ট্রান্সফার করতে না পেরে মাত্র ৩৬ রানে আউট হলেন। জেমস আন্ডারসনের শিকার হলেন উঠতি এই তারকা। অফস্ট্যাম্পের বাইরে বেশ কয়েকবার লেন্থ বলে ফাঁদ পাতলেন আন্ডারসন। তারপর ওয়াইড লেন্থ ফেলতেই গিল পুশ করতে গিয়ে আউট। রাজকোটে তৃতীয় টেস্টেই ফিরছেন কোহলি-কেএল রাহুল। কাকে বাইরে বসাবে টিম ইন্ডিয়া, সেটাই আপাতত দেখার।