/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/siraj-jay-shah.jpg)
Mohammed Siraj: দ্বিতীয় টেস্টে খেলছেন না সিরাজ (টুইটার, গুজরাট ক্রিকেট সংস্থা)
India vs England 2nd test, Mohammed Siraj: ভারতীয় স্কোয়াডে ভাঙা গড়া অব্যাহত। কোহলি নেই। মহম্মদ শামি চোটের কারণে গোটা ইংল্যান্ড সিরিজেই নেই। কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা প্ৰথম টেস্ট চলাকালীন চোটের কবলে পড়েছেন। দলে সৌরভ কুমার, সরফরাজ খান, রজত পাতিদার, ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেওয়া হয়েছে। এর মধ্যেই টিম ইন্ডিয়া থেকে রিলিজ করে দেওয়া হল মহম্মদ সিরাজকে।
প্ৰথম টেস্টে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন। হাতে গোনা কয়েক ওভার বোলিং করিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে তাঁর জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টে সিরাজকে প্ৰথম এগারোর বাইরেই রাখা হল। তবে বাদ পড়া নয়। তাঁকে নাকি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে রিলিজ করে দেওয়া হয়েছে তৃতীয় টেস্ট থেকে। এমন এক সময় সিরাজকে ছেড়ে দেওয়া হল, যেখানে ভারত এই মুহূর্তে পাঁচ টেস্টের সিরিজে ০-১'এ পিছিয়ে রয়েছে। তাই বোর্ডের সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্কের দাবানল বেজে গেল। তাঁর বদলে প্ৰথম একাদশে জায়গা পেয়েছেন মুকেশ কুমার।
বোর্ডের বিবৃতিতে বলা হল, "লম্বা সিরিজ এবং সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ক্রিকেট খেলেছেন সিরাজ, সেই বিষয়ের কথা মাথায় রেখে সিরাজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় টেস্টে সিরাজ দলে প্ৰথম এগারোর জন্য বিবেচিত হতে পারেন।"
UPDATE: Mr Mohd. Siraj has been released from the India squad for the second Test against England in Vizag.
The decision was taken keeping in mind the duration of the series and the amount of cricket he has played in recent times.
He will be available for selection for the…— BCCI (@BCCI) February 2, 2024
যাইহোক, প্ৰথম টেস্টের আগে টিম ইন্ডিয়া স্কোয়াডে থাকলেও আবেশ খানকে নির্দেশ দেওয়া হয়েছিল তাঁর রঞ্জি দল মধ্যপ্রদেশের সঙ্গে যোগ দিতে। তাঁকে পুনরায় ইন্ডিয়া স্কোয়াডে ডেকে নেওয়া হল। দ্বিতীয় টেস্টের আগেই তিনি জাতীয় দলে যোগ দিয়েছেন। যদিও প্রথম একাদশে জায়গা পাননি।
ভারত ভাইজ্যাগ টেস্টে তিনটে বদল ঘটিয়েছে। চোট পাওয়া রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলের জায়গায় প্ৰথম এগারোয় এসেছেন কুলদীপ যাদব এবং রজত পাতিদার। সিরাজের জায়গায় জায়গা হয়েছে মুকেশ কুমারের। ইংল্যান্ড একাদশে ঘটেছে জোড়া বদল। চোট পাওয়া অফস্পিনার জ্যাক লিচের জায়গায় খেলছেন শোয়েব বশির। তিনি অভিষেক ঘটাচ্ছেন ভাইজ্যাগে। মার্ক উডের বদলে নেওয়া হয়েছে বর্ষীয়ান জেমস আন্ডারসনের।
ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রজত পাতিদার (কেএল রাহুলের বদলে, অভিষেক ঘটছে), শ্রেয়স আইয়ার, কেএস ভরত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মুকেশ কুমার (মহম্মদ সিরাজের জায়গায়), জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব (রবীন্দ্র জাদেজার জায়গায়)
ইংল্যান্ড প্ৰথম একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলে, শোয়েব বশির (টেস্ট অভিষেক, জ্যাক লিচের বদলে প্রথম একাদশ), জেমস আন্ডারসন (মার্ক উডের জায়গায় প্ৰথম একাদশে)