Advertisment

Shoaib Bashir: ভারতে আসতে কয়লা হয়েছিল জান! তবু জয় শাহের বোর্ডের খুল্লামখুল্লা প্রশংসা 'পাকিস্তানি' বশিরের

Shoaib Bashir debuts for England: ২০ বছরের তারকার ভিসা জটিলতায় প্ৰথম টেস্ট খেলাই হয়নি। পরে হায়দরাবাদে যোগ দিয়ে ড্রেসিংরুম থেকেই দলের ঐতিহাসিক ২৮ রানের জয়ের সাক্ষী থাকেন। তিক্ত অভিজ্ঞতা দূরে সরিয়ে শুক্রবারই শোয়েব বশির শেষমেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়ে ফেলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shoaib Bashir, ind vs eng, england cricket team

Shoaib Bashir: অভিষেকেই বশিরের শিকার রোহিত শর্মা (টুইটার)

India vs England, Shoaib Bashir: ভারতে পা রাখার আগেই আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন তিনি। তাঁর ভিসা বিলম্ব ব্রিটিশ প্রচারমাধ্যমে বড়সড় জায়গা করে নিয়েছিল। পাক বংশোদ্ভূত ইংরেজ স্পিনার শোয়েব বশিরকে আবু ধাবি থেকে লন্ডনে উড়ে যেতে হয়েছিল ভিসার নথি আদায় করার জন্য।

Advertisment

২০ বছরের তারকার ভিসা জটিলতায় প্ৰথম টেস্ট খেলাই হয়নি। পরে হায়দরাবাদে যোগ দিয়ে ড্রেসিংরুম থেকেই দলের ঐতিহাসিক ২৮ রানের জয়ের সাক্ষী থাকেন। তিক্ত অভিজ্ঞতা দূরে সরিয়ে শুক্রবারই শোয়েব বশির শেষমেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়ে ফেলেন। তারপর বলে দেন, ভারতে আসা নিয়ে তাঁর কোনও সংশয়-ই ছিল না!

বিশাখাপত্তনমে প্ৰথম দিনের খেলা শেষে শোয়েব বশির সাংবাদিকদের বলে দেন, "আমি যে এখানে আসব, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। সবসময়েই জানতাম, ভিসা ঠিক-ই পেয়ে যাব। একটা সমস্যায় ছিলাম। অবশেষে আমার অভিষেক ঘটল। এটাই বেশি গুরুত্বপূর্ণ। একদমই শান্ত ছিলাম। ইসিবি এবং বিসিসিআইকে ধন্যবাদ, পুরো সমস্যা সমাধানে সাহায্য করার জন্য।"

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্টে কমেন্ট্রি করছেন না গাভাসকার! হঠাৎ করেই ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার ক্রিকেট মহল

অভিষেক ঘটিয়ে ভাইজ্যাগ টেস্টের প্ৰথম দিনেই শোয়েব বশির দুই উইকেট তুলে নিয়েছেন। আন্তর্জাতিক কেরিয়ারের সূচনাই হল ক্যাপ্টেন রোহিত শর্মাকে আউট করে। দুরন্ত শিকার করে বশির জানিয়েছেন, "রোহিতকে আউট করা ভীষণই স্পেশ্যাল। ও স্পিন বোলিংয়ের বিপক্ষে দুনিয়ার অন্যতম সেরা। নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছি। এটাই আমার প্যাশন। ক্রিকেট খেলতে বরাবর পছন্দ করি। এটাই খেলতে চেয়েছি।"

অভিষেক ম্যাচে টেস্ট ক্যাপ পেলেন তাঁরই ক্লাব সামারসেটের জ্যাক লিচের কাছ থেকে। লিচ অবশ্য হায়দরাবাদ টেস্টে ইনজুরির শিকার হয়ে খেলছেন না ভাইজ্যাগে।

তাঁকে অভিষেক টেস্টের আগে অধিনায়ক বেন স্টোকস কী টোটকা দিয়েছিলেন? বশির জানাচ্ছেন, "ও স্রেফ বলেছিল, 'মনে রেখো তুমি খেলা কেন শুরু করেছিল, নিজের পরিবারের কথা ভাবো। মাঠে নেমে নিজের যা রয়েছে তা উজাড় করে দাও। নিজের সেরাটা দাও।' এই কথা আমায় আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।"

BCCI England England Cricket Team Jay Shah
Advertisment