Rahul Dravid on Ishan Kishan: ঈশান কিষান যেন পিছু ছাড়ছে না কোচ রাহুল দ্রাবিড়ের। ইংল্যান্ডকে ১০৬ রানে দুরমুশ করার দিনেও কোচকে ধাওয়া করল ঈশান কিষান প্রশ্ন। গত নভেম্বর থেকেই ঈশান জাতীয় দলের হয়ে আর খেলেননি। দক্ষিণ আফ্রিকা সফরের মধ্যেই মানসিক ক্লান্তির কথা বলে টিম ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছিলেন। যা মঞ্জুর করে টিম ইন্ডিয়া। এর পরে রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়েও খেলতে দেখা যায়নি তারকাকে।
গাড়ি দুর্ঘটনার কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে ঋষভ পন্থ। কেএস ভরতের ব্যাট মোটেই আশা জোগাচ্ছে না টিম ম্যানেজমেন্টকে। এমন অবস্থায় ঈশানের অনুপস্থিতি যেন বড্ড প্রকট হয়েছে। সোমবার ভারতের জয়ের পর সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলে যান, "যে কেউ জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারে। ঈশান কিষানের পয়েন্ট নিয়ে বেশি পরিশ্রম করতে চাইছি না। নিজের তরফ থেকে সবাইকে যতটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। মোদ্দা কথা হল, ও দলের কাছে ছুটি চেয়েছিল। আমরাও ওঁকে ছুটি দিতে পেয়ে খুশি।"
"ওঁকে যে ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে ফিরতে হবে, এমনটা নয়। তবে ও যখনই প্রস্তুত থাকবে, তখনই যেন কিছু ক্রিকেট-চর্চা করে দলে ফেরে। এটাই বলতে চেয়েছি। বাকিটা ওঁর সিদ্ধান্ত। ওঁকে জোর করে কিছু করানো হচ্ছে না।"
আরও পড়ুন: যশস্বীর কীর্তিতে ৫ শব্দ, আর ‘জামাই’ গিলের জন্য ২ লাইন! ‘শ্বশুর’ শচীনের নিরীহ বার্তায় বেনজির শোরগোল
"ওঁর সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এমনটা নয় যে ওঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ও এখনও খেলা শুরু করেনি। তাই ও এই মুহূর্তে বিবেচনার স্তরে নেই। হয়ত ও এখনও জাতীয় দলে ফিরতে প্রস্তুত নয়। ও কখন তৈরি থাকবে, সেটা ও নিজেই ঠিক করবে। ঋষভ ইনজুরিতে পড়ায় অপশন নিয়ে একটা ব্যাপার রয়েছে। নির্বাচকরা সমস্ত বিষয় খতিয়ে দেখবেন।"
বিশাখাপত্তনমে কেএস ভরত দুই ইনিংস মিলিয়ে ২৩ রান করেছেন। হায়দরাবাদ টেস্ট ধরলে তাঁর চার ইনিংসে রান সংখ্যা ৬৯। কেএস ভরতকে নিয়ে দ্রাবিড়ের মূল্যায়ণ, "হতাশা হয়েছি কথাটা ভীষণ কঠিন হয়ে যাবে। কখনই এরকম শব্দ ব্যবহার করব না। অনেক সময় তরুণ ক্রিকেটারদের পরিণতি বোধের জন্য সময় লেগে যায়। নিজস্ব গতিতে ওঁরা বেড়ে ওঠে। কোচ হিসেবে সবসময় চাইব, তরুণ ক্রিকেটাররা নিজেদের পাওয়া সুযোগের সদ্ব্যবহার করুক। ওঁর কিপিং বেশ ভালো। তবে ও নিজেও হয়ত সম্মত হবে, ব্যাটে ও আরও ভালো করতে পারত।"
ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট। সেই টেস্টের আগে উইকেটকিপিংয়ের অপশন ভাবনাচিন্তা করার জন্য এক সপ্তাহ সময় পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে ফিরতে পারবেন কিনা- এই বিষয় তো বটেই বিরাট কোহলি তৃতীয় টেস্টে নামবেন, এই প্রশ্নেরও জবাব দেবে আগামী কয়েকদিন। ব্যক্তিগত কারণে তারকা ব্যাটার প্ৰথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।