Advertisment

Shubman Gill: পূজারাকেই ফেরানো হোক! বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে গিলকে ভয়ানক ঝাপটা দিলেন এবার শাস্ত্রী

India vs England Shubman Gill: টেস্টে দীর্ঘদিন রান খরায় ভুগছেন গিল। বেশ কয়েকটা হাফসেঞ্চুরি এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি বাদ দিয়ে এই ফরম্যাটে একদমই থিতু হতে পারছেন না তারকা ব্যাটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravi Shastri, Cheteshwar Pujara, Shubman Gill, ind vs eng

Ravi Shastri on Shubman Gill off-form: গিলের ওপর এবার ক্ষুব্ধ শাস্ত্রীও (টুইটার)

Ravi Shastri on Cheteshwar Pujara Shubman Gill: রানের দেখাই নেই ব্যাটে। আর কতদিন বয়ে বেড়ানো হবে শুভমান গিলকে? বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠেই গিয়েছে। শুভমান গিল ক্রিজে ব্যর্থ হলেই অব্যর্থভাবে ধেয়ে আসে এই প্রশ্ন।

Advertisment

টেস্টে দীর্ঘদিন রান খরায় ভুগছেন গিল। বেশ কয়েকটা হাফসেঞ্চুরি এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি বাদ দিয়ে এই ফরম্যাটে একদমই থিতু হতে পারছেন না তারকা ব্যাটার। ভাইজ্যাগ টেস্টের আগে শেষ এগারো ইনিংসে শুভমান গিল একবার-ও তিরিশের গন্ডি পেরোতে পারেননি। তাঁর ফর্ম চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে।

জাতীয় দলের হয়ে ২০ টেস্ট খেলা হয়ে গিয়েছে শুভমানের। মাঝারি মানের গড় (৩০.৬০) নিয়ে খেলে চলেছেন তিনি। বিদেশে তো বটেই দেশের মাটিতেও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছেন ২৪ বছরের তারকা।

এমনিতেই চেতেশ্বর পূজারার জায়গায় টেস্টে তিন নম্বরে ব্যাটিং করানো হচ্ছে তাঁকে। তবে পূজারার মত ভরসা তো দূর, দলকে নূন্যতম স্থিতাবস্থা এনে দিতেও পারছেন না তিনি। এমন অবস্থায় তাঁকে আর কতদিন বয়ে বেড়ানো হবে প্রশ্ন উঠে গিয়েছে ক্রিকেট মহলে।

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্টে কমেন্ট্রি করছেন না গাভাসকার! হঠাৎ করেই ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার ক্রিকেট মহল

আর পূজারার সম্ভাব্য প্রত্যাবর্তনের জল্পনা এবার উস্কে দিলেন স্বয়ং রবি শাস্ত্রী। কমেন্ট্রি করার সময়ে শাস্ত্রী সাফ জানিয়ে দিলেন, "এটা একদম নতুন, ফ্রেশ দল। তরুণ তারকাদের নিজেদের প্রমাণ করতে হবে। ভুললে চলবে না, পূজারা কিন্তু অপেক্ষায়। রঞ্জি ট্রফিতে নিজেকে নিংড়ে পারফর্ম করে চলেছে ও। সবসময় ও কিন্তু জাতীয় দলের রাডারে রয়েছে।"

শাস্ত্রী কারোর নাম না করলেও তাঁর নিশানায় যে শুভমান, তা আর বলার অপেক্ষায় রাখে না। যশস্বী জয়সোয়াল ধারাবাহিকভাবে রান করে চলেছেন। হায়দরাবাদে প্ৰথম টেস্টে ৮০ করার পর ভাইজ্যাগ টেস্টে দ্বিশতরানের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন তিনি। রজত পাতিদার তো সদ্যই টেস্টে অভিষেক ঘটালেন। বিরাট কোহলি ফিরলে এমনিতেই অফ ফর্মের শ্রেয়স আইয়ার বাদ পড়বেন। তাই শাস্ত্রীর নিশানায় গিল-ই। এমনটাই ধারণা ক্রিকেট মহলের।

হায়দরাবাদে প্ৰথম টেস্টের প্ৰথম ইনিংসে অতি সতর্ক ইনিংসে ৬৬ বলে ২৬ রানের বেশি করতে পারেননি গিল। দ্বিতীয় ইনিংসে ২৩০ রান চেজ করতে নেমে গিলের ব্যাট থেকে ভারত পেয়েছিল মাত্র শূন্য রান।

ভাইজ্যাগ টেস্টে গিল ফের একবার ব্যর্থ হলেন। সেই পুরোনো রোগের শিকার তিনি। শরীরের ওজন ট্রান্সফার করতে না পেরে মাত্র ৩৬ রানে আউট হলেন। জেমস আন্ডারসনের শিকার হলেন উঠতি এই তারকা। অফস্ট্যাম্পের বাইরে বেশ কয়েকবার লেন্থ বলে ফাঁদ পাতলেন আন্ডারসন। তারপর ওয়াইড লেন্থ ফেলতেই গিল পুশ করতে গিয়ে আউট।

শাস্ত্রীর সতর্কবার্তা ফর্মে ফেরাবে গিলকে, সেটাই আপাতত দেখার।

Indian Cricket Team Shubman Gill Ravi Shastri Indian Team
Advertisment