India vs England Vizag test, Ravichandran Ashwin vs James Anderson: বুদ্ধির সঙ্গে ক্রিকেটটা খেলেন তিনি। স্রেফ ক্রিকেটীয় স্কিল-ই নয়, প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে মগজের পুরো সদ্ব্যবহার করেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বক্রিকেটে তাঁর নামের পাশে বসে গিয়েছে 'বুদ্ধিমান ক্রিকেটার' তকমা। কীরকম বুদ্ধিমান, প্রমাণ পেল বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিনের সাত সকাল। গতকাল ভারতের হয়ে দিনের শেষবেলায় অপরাজিত ছিলেন সেঞ্চুরিয়ন যশস্বী জয়সোয়াল এবং রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম সেশনে নতুন বলে অ্যান্ডারসনের মোকাবিলা করা চ্যালেঞ্জ ছিল দুই ব্যাটারের কাছে। বর্ষীয়ান পেসার প্ৰথম দিনে দুই উইকেট পেয়েছিলেন স্পিন সহায়ক সারফেসে। বুড়ো হাড়ে তিনি যে ভেলকি দেখাতে না পারেন, সেই জন্য অন্য পন্থা বেছে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। যাতে বিরক্ত হয়ে গেলেন আন্ডারসন নিজেই। সরাসরি আম্পায়ারের কাছে অভিযোগ জানাতে বাধ্য হলেন তারকা।
কী করলেন অশ্বিন? দিনের দ্বিতীয় ওভারেই আক্রমণ শুরু করেছিলেন অ্যান্ডারসন। আর তারকা পেসারের লাইন-লেন্থ গড়বড় করে দেওয়ার উদ্দেশ্যেই অশ্বিন নন-স্ট্রাইকিং এন্ডে থাকার সময় আম্পায়ারের গা ঘেঁষে দাঁড়াচ্ছিলেন। শুধু উইকেট-আম্পায়ারের লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকাই নয়, অশ্বিন অ্যান্ডারসন রান আপ শুরু করতেই অশ্বিন নিজের হাত প্রসারিত করছিলেন। এতেই ক্ষুব্ধ হন ইংরেজ তারকা। বারবার এমনটা করতে থাকায় স্পষ্টতই অসন্তুষ্ট হন ইংরেজ পেসার।
সেই ওভারে যশস্বী জয়সোয়ালকে টানা চারটে বল করার পরে অশ্বিনের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তারকা। অ্যান্ডারসন চাইছিলেন অশ্বিন যাতে ইন-লাইন দাঁড়ান। আম্পায়ারের গা ঘেঁষে দাঁড়ানোর বদলে। অ্যান্ডারসন আম্পায়ারের একদম কাছ থেকেই বল রিলিজ করছিলেন। এতেই তাই লাইন-লেন্থে সমস্যা হচ্ছিল।
আরও পড়ুন: দিন শেষেই আম্পায়ারের ওপর চড়াও অশ্বিন! বেনজির বিতর্কে দগ্ধ ভাইজ্যাগ টেস্ট
অ্যান্ডারসন অভিযোগ করার পর অশ্বিন কার্যত নিষ্পাপ ভঙ্গিতে পাল্টা জিজ্ঞাসা করেন, 'আমি?' তাঁর এই অনুত্তেক ভঙ্গি আন্ডারসনকে আরও হতাশ করে তোলে।
ম্যাচে অবশ্য শেষ হাসি হাসেন অ্যান্ডারসন-ই। ভারতীয় ইনিংসের ১০১তম ওভারে সুইংয়ে অশ্বিনকে পরাস্ত করেন আন্ডারসন। অশ্বিনের ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায়। ২০ করে আউট হন অশ্বিন। যশস্বী জয়সোয়াল দুরন্ত দ্বিশতরান করলেও ২০৯-এ ফেরেন সেই অ্যান্ডারস বলে। ভারত প্ৰথম ইনিংস সমাপ্ত করে ৩৯৬ রানে।