Rohit Sharma abusing team mates: মাঠের মধ্যে ক্রিকেটারদের কথাবার্তা আর গোপন থাকে না। স্ট্যাম্প মাইকের সৌজন্যে যাবতীয় খুঁটিনাটি উঠে আসে দর্শকদের সামনে। স্লেজিং হোক বা বোলারদের তাতানোর চেষ্টা বা আম্পায়ারের সঙ্গে কথপোকথন- সবই ফাঁস হয়ে যায় সর্বসমক্ষে।
এই স্ট্যাম্প মাইক-ই এবার রোহিতের কুৎসিত চেহারা সামনে নিয়ে এল। ভয়ংকর বিতর্কে জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়া অধিনায়ক। গালাগালি দিলেনস সতীর্থদের। সেই কাহিনীই এবার ফাঁস করে দিল স্ট্যাম্প মাইক। আপাত নিরীহ গালাগালি নয়- শিহরণ জাগানো গালাগালি। নিজেরই সতীর্থকে কার্যত হুঁশিয়ারি দিলেন হিটম্যান। সেই অডিও ফাঁস হয়ে যেতেই ছিঃছিঃ কার করে উঠছে ক্রিকেট দুনিয়া।
আরও পড়ুন: অ্যান্ডারসনকে ক্ষেপাতে বীভৎস ট্যাকটিক্স অশ্বিনের, আম্পায়ারকে নালিশ করতেই আগুন জ্বলল মাঠে, দেখুন
ইংল্যান্ড ইনিংসের ৩১ তম ওভারের ঘটনা। রোহিত ফিল্ডারদের সতর্ক করার ভঙ্গিতে পরামর্শ দিচ্ছিলেন। তবে যে ভাষা তিনি প্রয়োগ করলেন, তা অশোভনীয় শুধু নয়, অশ্লীল এবং ছাপার অযোগ্য। বলে দিলেন, "গার্ডেনে যদি কাউকে ঘুরতে দেখেন, তাহলে তাঁর ……"
এই ভিডিও প্রকাশ করা সম্ভব নয়। তাই নিচের এই লিঙ্কে ক্লিক করে শুনে নিতে পারেন পুরোটা….
রোহিত বিতর্ক বাদ দিলে ভারত অবশ্য ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নিয়েছে দ্বিতীয় দিনেই। যশস্বী জয়সোয়ালের ২০৯ রানের দুর্ধর্ষ ইনিংসে প্ৰথম ইনিংসে ভারত ৩৯৬ তোলার পর ইংল্যান্ড গুটিয়ে গেল মাত্র ২৫৩ রানে। ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করে বুমরা একাই ইংরেজ ব্যাটিং লাইন আপে ধস নামালেন। ১৪৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৫ তুলে ফেলেছে। ভারতের মোট লিড এই মুহূর্তে ১৭১ রানের।
আরও পড়ুন: দিন শেষেই আম্পায়ারের ওপর চড়াও অশ্বিন! বেনজির বিতর্কে দগ্ধ ভাইজ্যাগ টেস্ট
এই নিয়ে টেস্টে ইনিংসে ১০ বার পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়ে ফেললেন তারকা পেসার। অক্ষর-কুলদীপ ইংল্যান্ড শিবিরে প্রাথমিক শিকার চালানোর পর মিডল ও লোয়ার অর্ডারে অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে, জিমি আন্ডারসনকে আউট করেন বুমরা। ভারতীয়দের মধ্যে দ্রুততম ১৫০ টেস্ট শিকার করাদের তালিকায় বুমরা আপাতত শীর্ষে। উমেশ যাদব, মহম্মদ শামি, কপিল দেব, অশ্বিনদের ছাড়িয়ে গেলেন তিনি। এশিয়ান বোলারদের তালিকায় তিনি দ্বিতীয় দ্রুততম। ওয়াকার ইউনিসের পরেই। শোয়েব আখতার, ইমরান খানের মত কিংবদন্তিদের পিছনের সারিতে সরিয়ে দিয়েছেন তিনি।