Advertisment

Shubman Gill: গিলকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দেন দ্রাবিড়রা! দুর্ধর্ষ সেঞ্চুরির পরেই টিম ইন্ডিয়ার গোপন তথ্য ফাঁস

Shubman Gill century : দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে বেশ কয়েকদিনের গ্যাপ রয়েছে। সেই সময়ে শুভমানকে ঘরোয়া ক্রিকেটে ফেরত পাঠানোর প্ল্যান ছিল টিম ইন্ডিয়ার। যাতে তিনি নিজের দুর্বলতা আরও মাজা ঘঁষা করতে পারেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill century, Team India, India vs England

Shubman Gill and Team India: চাপ কাটানো শতরান পেয়েছেন গিল (টুইটার)

Shubman Gill century against England: হায়দরাবাদ টেস্টে দুই বলে শূন্য করার পর টিম ম্যানেজমেন্ট শাসিয়েছিল শুভমান গিলকে। বলে দেওয়া হয়, ভাইজ্যাগ টেস্টেই শেষবার তাঁকে সুযোগ দেওয়া হবে। তারপরেই তিন নম্বর পজিশন হারাতে হবে তাঁকে। এমনটাই জানতে পেরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

Advertisment

দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে বেশ কয়েকদিনের গ্যাপ রয়েছে। সেই সময়ে শুভমানকে ঘরোয়া ক্রিকেটে ফেরত পাঠানোর প্ল্যান ছিল টিম ইন্ডিয়ার। যাতে তিনি নিজের দুর্বলতা আরও মাজা ঘঁষা করতে পারেন। তবে তার আর প্রয়োজন হল না। বিশাখাপত্তনমে ক্রাইসিস মোমেন্টে গিল সেঞ্চুরি করে সমস্ত প্রশ্নের জবাব দিলেন ব্যাট হাতে। আর তা না হলেজ শুভমানকে এই টেস্টের পরেই মোহালিতে উড়ে যেতে হত। ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে পাঞ্জাব খেলবে গুজরাটের বিপক্ষে। রঞ্জির সেই ম্যাচে দেখা যেতে পারত টিম ইন্ডিয়ার প্রিন্সকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, শুভমান তাঁর পরিবারের এক সদস্যকে জানিয়েছেন, "মোহালিতে পাঞ্জাবের জার্সিতে গুজরাটের বিপক্ষে রঞ্জিতে খেলব।"

আরও পড়ুন: ‘দাদা’ পাকিস্তানের কাছে হেরে মুখ পুড়ল ‘ভাই’ বাংলাদেশের! থ্রিলারে হেরে বিশ্বকাপ থেকেই ছুটি টাইগারদের

টেস্টে টানা ব্যর্থ হয়ে চলেছিলেন তারকা। ৯ ইনিংসে করেছিলেন মাত্র ১৫৩ রান। সর্বোচ্চ স্কোর ছিল এই বিশাখাপত্তনমেই প্ৰথম ইনিংসে করা ৩৬। টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। স্পিন এবং সিম বোলিংয়ের বিপক্ষে তাঁর দুর্বলতা প্রকট হয়ে পড়ছিল বারবার। স্পিনারদের শক্ত হাতে জ্যাব করছিলেন। পেসারদের বিপক্ষে হাফ-ফরোয়ার্ড মুভমেন্টে সামনে ঝুঁকছিলেন তিনি। জেমস আন্ডারসনের বিপক্ষে বারবার ধরা খাচ্ছিলেন তারকা। এখনও যে তিনি নিজের টেকনিক্যাল সমস্যা কাটিয়ে উঠতে পেরেছেন এমনটাও নয়। তবে এই সেঞ্চুরি শুভমানকে মানসিক শান্তি, আত্মবিশ্বাস যেমন সরবরাহ করল, তেমন নিজের সমস্যা কাটিয়ে ওঠার জন্য সময় দিয়ে গেল কিছুটা।

গিলের সবথেকে কট্টর সমালোচক ছিলেন অনিল কুম্বলে। পূজারাকে বাইরে রেখে যেভাবে ম্যাচের পর ম্যাচ শুভমানকে খেলিয়ে যাওয়া হচেজ তা নিয়ে টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন প্রাক্তন স্পিনার। জিও সিনেমাতেও বলে দিয়েছেন, "ওঁকে (গিলকে) যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটা পূজারাকে দেওয়া হয়নি। যদিও পূজারা ১০০-র বেশি টেস্ট খেলেছে। আমি বারবার পূজারার কথা বলছি, কারণ এই ৩ নম্বর পজিশন কিছুদিন আগেও ওঁর দখলে ছিল। পূজারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিল। তারপর শুভমানকে তিনে নিয়ে আসা হয়েছে ওপেন থেকে সরিয়ে।"

তবে স্রেফ একটা ইনিংসে সমালোচকদের মুখ সাময়িকভাবে বন্ধ করে দিতে পেরেছেন গিল। প্ৰথম ১০ বলের মধ্যেই তিনবার আউট হয়ে যেতে পারতেন। তবে ভাগ্যের জোরে রক্ষা পেয়েছেন। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন শতরান হাঁকিয়ে।

Indian Cricket Team Ranji Trophy Shubman Gill Indian Team
Advertisment