India vs England Vizag test, Sunil Gavaskar: বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি তিনি। প্রবাদপ্রতিম গাভাসকার অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবেও কিংবদন্তি তুল্য মর্যাদা পেয়েছেন। ভারতের টেস্ট সিরিজ হোক বা বিশ্ব পর্যায়ের কোনও টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ। সুনীল গাভাসকারের প্রখর বিশ্লেষণ আলাদাই মৌতাত হাজির করে। ক্রিকেটারদের সঙ্গে তাঁর ব্যক্তিগত রসায়ন বরাবরই ভালো। তবে সেই সম্পর্কের রসায়ন ভুলে গাভাসকার কমেন্ট্রি করার সময়ে নিরপেক্ষ মতামত প্রদানে বিরত থাকেন না।
যাইহোক, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে গাভাসকার হায়দরাবাদে স্বমহিমায় হাজির ছিলেন কমেন্ট্রি করতে। তবে ভাইজ্যাগে তিনি নেই। দীনেশ কার্তিক, কেভিন পিটারসেন, রবি শাস্ত্রী, হর্ষ ভোগলেরা থাকলেও তাঁকে দেখা যাচ্ছে না কমেন্ট্রি করতে। হল টা কী?
জাতীয় স্তরের একাধিল প্রচারমাধ্যমে বলা হয়েছে গাভাসকারের শ্বাশুড়ি বার্ধক্যজনিত রোগে প্রয়াত হয়েছেন। তাঁর তাঁর স্ত্রী এবং বাকি পরিবারের সঙ্গে থাকার জন্য তড়িঘড়ি গাভাসকার ভাইজ্যাগ থেকে রওনা হয়েছেন কানপুরের উদ্দেশ্যে। ৯৫ বছর বয়স হয়েছিল গাভাসকারের শ্বাশুড়ির।
আরও পড়ুন: পূজারাকেই ফেরানো হোক! বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে গিলকে ভয়ানক ঝাপটা দিলেন এবার শাস্ত্রী
শুক্রবার যথারীতি সানি কমেন্ট্রি করতে হাজির হয়েছিলেন। তবে সেই সময়েই আত্মীয় বিয়োগের খবর পান তিনি। সঙ্গেসঙ্গেই তিনি ম্যাচ ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পাড়ি দেন। শ্বাশুড়িকে তাঁর কেরিয়ারে প্ৰভাব ফেলেছেন। তাই আলাদা সম্মানের সিংহাসনে বসিয়েছেন গাভাসকার। একথা আগেই বলেছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর পেয়ে তাই দেরি করেননি মহাতারকা।
ঘটনাচক্রে, বছর খানেক আগেই ভারতের বাংলাদেশ সফরের সময় গাভাসকার মাতৃবিয়োগের খবর পেয়েছিলেন কমেন্ট্রি করার সময়েই। সেই সময়েও ম্যাচ ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি।
টিম ইন্ডিয়ার হয়ে ১২৫ টেস্ট এবং ১০৮ ওয়ানডে ম্যাচ খেলা গাভাসকার দুই ফরম্যাটে রান করেছেন যথাক্রমে ১০১২২ এবং ৩০৯২। অতীতে বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতির ভূমিকাও পালন করতে দেখা গিয়েছে তাঁকে।