/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ashwin-umpire.jpg)
Ravichandran Ashwin: আম্পায়ারের সঙ্গে অশ্বিনের কথা বলার সেই মুহূর্ত (টুইটার)
Ravichandran Ashwin fight with umpire Marais Erasmus: ফের গনগনে মেজাজে ধরা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে দিনের শেষে জড়িয়ে পড়লেন আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে। প্ৰথম দিনে বেশ ভারসাম্যযুক্ত খেলার সাক্ষী থেকেছে বিশাখাপত্তনম। ভারতের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ফের একবার ব্যর্থ হয়েছে। গিল, শ্রেয়স আইয়ার কেউই বড় স্কোর করতে পারেননি। রোহিত শিকার হয়েছেন অভিষেককারী ইংরেজ স্পিনার শোয়েব বশিরের অফ স্পিনে।
ভারতের হয়ে অভিষেক হওয়া তারকা রজত পাতিদার দুৰ্ভাগ্যজনক প্লেড অন হয়েছেন। ভারতের ব্যাটিং লাইন আপের এই মঞ্চেই জ্বলে উঠেছেন যশস্বী জয়সোয়াল। সারাদিন ব্যাট করে দিনের শেষে ১৭৯ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
টি ব্রেকে ভারত ৪ উইকেট হারিয়েছিল। তবে শেষ সেশনে মোক্ষম সময়ে অক্ষর প্যাটেল এবং কেএস ভরতকে খুঁইয়ে ভারত কিছুটা বেকায়দায়। ভারতকে বড়সড় লিড এনে দেওয়ার দায়িত্ব আপাতত রবিচন্দ্রন অশ্বিনের ওপর।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্টে কমেন্ট্রি করছেন না গাভাসকার! হঠাৎ করেই ভয়ঙ্কর দুঃসংবাদে ছারখার ক্রিকেট মহল
আর তৃতীয় সেশনে ব্যাট করতে নেমেই রুদ্রমূর্তি ধরলেন অশ্বিন। খেলা শেষ হতেই আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গেল তাঁকে। দিনের শেষ ওভারে রেহান আহমেদের বলে আগ্রাসীভাবে স্লগ সুইপে বাউন্ডারিও হাঁকান অশ্বিন। শেষ বল ডিফেন্ড করেন তিনি। এরপরের স্ট্যাম্প তুলে ফেলা হতেই অশ্বিন সরাসরি আম্পায়ারের কাছে কোনও একটা বিষয়ে অনুযোগ জানান। তারকা স্পিনার যে প্রসন্ন মেজাজে ছিলেন না, তা বলাই বাহুল্য।
"No Ashwin, we can't do that."
"But why not? It's possible, have you read the law book, page 83 third para?" pic.twitter.com/VnaZrYRkns— Silly Point (@FarziCricketer) February 2, 2024
Ashwin to Umpire:
'Tu hoga kahi ka senior umpire par cricket ke rules ke mamle me tu hamesha Mera junior hi rahega'😎
Ashwin Anna supremacy🙏#INDvENG#INDvsENGpic.twitter.com/8OH3kC4nwC— Shekhar says✨ (@says_shekhar) February 2, 2024
Umpire to Ashwin- When did Rohit got out? I didn't see him.
Ashwin- Don't worry he has went to eat vadapav, he will come in 2nd innings pic.twitter.com/NZnsKPrZJu— KING18FOREVER👑 (@be_aware888) February 2, 2024
Umpire : u can't do that Ash
Ash : yes I can as oer ICC rule 2.1.2.2 One (1) #INDvsENG#Ashwin#Cricketpic.twitter.com/j4IILVKlK3— ♚ €Μᵐ𝕒𝐧Ⓤέℓ ☯ (@radan9626) February 2, 2024
Umpire - #LewisHamilton joining #Ferrari.
Ashwin -Nah! I love #Mercedes.#INDvENG#F1pic.twitter.com/y8rsLtmMaL— साहिल गोळे (@golesahil2001) February 2, 2024
Umpire - Ashwin main sarfaraz se mota nahi hun naa
Ashwin - ye mujhse kyuin pucch raha hain over ho gaye hain ab main overtime nahi karunga pic.twitter.com/weF433dc6v— Chad Bhoi 🗿 (Parody) (@mard_tweetwala) February 2, 2024
Dekho bhaisahab everyone is a Ferrari fan 😂 pic.twitter.com/KaYoipIVIX
— Rajasthan Royals (@rajasthanroyals) February 2, 2024
বাকি ইংল্যান্ড দল তখন যশস্বী জয়সোয়ালকে শুভেচ্ছায় ভরিয়ে দিতে ব্যস্ত। সেই সময়েই অশ্বিন বির্তকিতভাবে সময় কাটালেন আম্পায়ার মরিস ইরাসমাসের সঙ্গে। তবে কোন বিষয়ে অশ্বিনের এই অসন্তোষ, তা জানা যায়নি।
সবমিলিয়ে, অশ্বিন পরবর্তীতে এই ঘটনা খোলসা করেন কিনা, সেটাই আপাতত দেখার।