Yashasvi Jaiswal against England double-century: ভাইজ্যাগ টেস্টের দ্বিতীয় দিনের প্ৰথম সেশনেই ইতিহাস গড়ে ফেললেন যশস্বী জয়সোয়াল। একেবারে দ্বিশতরান করে থামলেন সুপারস্টার। ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই প্ৰথম দিন তিনটে সেশন ব্যাট করে ১৭৯ রানে অপরাজিত ছিলেন যশস্বী। আর শনিবার খেলা শুরু হওয়ার ৪০ মিনিটের মধ্যেই বাকি ২১ করে ইতিহাস গড়লেন যশস্বী। ২৭৭ বলে এল তারকার দ্বিশতরান।
কেরিয়ারের প্ৰথম দ্বিশতরান হাঁকানোর পথে যশস্বীর ব্যাট থেকে বেরোল ১৮ বাউন্ডারি, ৭ ওভার বাউন্ডারি। মাত্র ২২ বছর বয়সে যশস্বী টিম ইন্ডিয়ার জার্সিতে দ্বিশতরান করলেন। তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে তাঁর ব্যাট থেকে বেরোল ডাবল সেঞ্চুরির রেকর্ড।
সর্বকনিষ্ঠ হিসাবে এর আগে ডাবল সেঞ্চুরির কীর্তি অর্জন করেছিলেন সুনীল গাভাসকার এবং বিনোদ কাম্বলি। গাভাসকার ১৯৭১-এ যেবার দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিশতরান করেন, সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর ২৮৩ দিন। এই তালিকার শীর্ষে থাকা বিনোদ কাম্বলি টানা দুটো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যথাক্রমে ২১ বছর ৫৫ এবং ৩৫ দিনে।
আরও পড়ুন: দিন শেষেই আম্পায়ারের ওপর চড়াও অশ্বিন! বেনজির বিতর্কে দগ্ধ ভাইজ্যাগ টেস্ট
বিশাখাপত্তনমে প্ৰথম ইনিংসে ভারতের ইনিংস খতম হল ৩৯৬ রানে। যশস্বী বাদে বাকি ভারতীয় ব্যাটাররা কেউই অর্ধশতরানের গন্ডি পেরোতে পারেননি। যশস্বীর পরে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর শুভমান গিলের ৩৪। এতেই উজ্জ্বল টিম ইন্ডিয়ার লড়াকু স্কোরে যশস্বীর ভূমিকা।
যশস্বী দ্বিশতরান পূর্ণ করে ২০৯ রানে আন্ডারসনের শিকার হয়ে ফেরেন। তবে আগাগোড়া নিজের আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের তরুণ এই তুর্কি। ১৯১ রানে একসময় ব্যাট করছিলেন তিনি। শোয়েব বশিরের ওভারে প্ৰথমে ছক্কা হাঁকান। তারপরে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ডাবল সেঞ্চুরি পূরণ করেন তারকা। অনেকটা যেন শেওয়াগোচিত ভঙ্গিতে। এমনকি দ্বিশতরান পূরণ করেও থামতে রাজি ছিলেন না তিনি। পরের বলেই সুইপ করে আরও একটা বাউন্ডারি হাঁকান তিনি।
মাত্র ১০ টেস্ট ইনিংসেই তাঁর নামের পাশে একটা সেঞ্চুরি, একটা ডাবল সেঞ্চুরি এবং দুটো ফিফটি। বাঁ হাতি তারকা হিসাবে যশস্বী চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন। এর আগে গৌতম গম্ভীর ২০০৮-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৬ করেছিলেন। গম্ভীরের আগে বিনোদ কাম্বলি (দুবার) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বিশতরানের মাইলফলকে পৌঁছনোর কীর্তি রয়েছে।