IND vs ENG Highlights Cricket Score, 3rd ODI: ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ ৩-০, ভারত ৩য় ম্যাচে ১৪২ রানে জয়ী

India vs England 3rd ODI Match Highlights Cricket Score Online Today Match: ভারত ১০ উইকেটে ৫০ ওভারে তুলেছে ৩৫৬ রান। ইংল্যান্ড ১০ উইকেটে ৩৪.২ ওভারে তুলল ২১৪ রান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs England 3rd ODI Live

India vs England 3rd ODI Highlights: তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড (গ্রাফিক্স: সন্দীপন দে)

England vs India, 3rd ODI Score card Updates from Narendra Modi Stadium Ahmedabad: ইংল্যান্ড ১০ উইকেটে ৩৪.২ ওভারে তুলল ২১৪ রান। ফলে ভারত ১৪২ রানে জয়ী হল। সাকিব মেহমুদ ৪ বলে ২ রান করে অপরাজিত থেকে গেলেন। গাস অ্যাটকিনসনকে বোল্ড করেছেন অক্ষর প্যাটেল। অ্যাটকিনসন ১৯ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৩৮ রান করেছেন। 

Advertisment

হার্দিক পান্ডিয়ার বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়লেন মার্ক উড। তিনি ৭ বলে ২টি চার-সহ ৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন আদিল রশিদ। তিনি ৫ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। ওয়াশিংটন সুন্দরের বলে লিয়াম লিভিংস্টোনকে স্টাম্পড করলেন কেএল রাহুল। লিভিংস্টোন ২৩ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হয়েছেন হ্যারি ব্রুক। তিনি ২৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। হর্ষিত রানার বলেই বোল্ড হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জোশ বাটলার। তিনি ৯ বলে ৬ রান করেছেন।

অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়েছেন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন টম ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ ব্যান্টন ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।

বুধবার ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ১০ উইকেটে ৫০ ওভারে তুলেছে ৩৫৬ রান। এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

Advertisment

অর্শদীপ সিং ২ বলে ২ রান করার পর ফিল সল্ট তাঁকে রান আউট করেন। ওয়াশিংটন সুন্দর মার্ক উডের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়েন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৪ রান করেছেন। গাস অ্যাটকিনসনের বলে জস বাটলারের হাতে ধরা পড়লেন হর্ষিত রানা। তিনি ১০ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৩ রান করেছেন। সাকিব মেহমুদের বলে এলবিডব্লিউ হলেন কেএল রাহুল। তিনি ২৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন। জো রুটের বলে টম ব্যান্টনের হাতে ধরা পড়েছেন অক্ষর প্যাটেল। ১২ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন অক্ষর। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ২টি ছয়-সহ ১৭ রান করেছেন হার্দিক। আদিল রশিদের বলেই বোল্ড হয়েছেন শুভমান গিল। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন।

এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।  কটকে দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা দুর্দান্ত ১১৯ রান করে ফর্মে ফিরেছেন। কিন্তু, সিরিজের তৃতীয় ম্যাচেই তিনি ফের ব্যর্থ হলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতীয় দলের কাছে শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এই তৃতীয় ম্যাচে ভারতীয় দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। জাদেজা এবং শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বরুণ চক্রবর্তীরও ইনজুরি আছে। তাঁদের জায়গায় ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও অর্শদীপ সিংকে একাদশে নেওয়া হয়েছে। ইংল্যান্ড একাদশে স্থান পেয়েছেন টম ব্যান্টম।

দুই দলের একাদশ

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।

ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।

  • Feb 12, 2025 20:25 IST

    India vs England LIVE Cricket Score: ভারত ১৪২ রানে জয়ী

    ইংল্যান্ড ১০ উইকেটে ৩৪.২ ওভারে তুলল ২১৪ রান। ফলে ভারত ১৪২ রানে জয়ী হল। সাকিব মেহমুদ ৪ বলে ২ রান করে অপরাজিত থেকে গেলেন। গাস অ্যাটকিনসনকে বোল্ড করেছেন অক্ষর প্যাটেল। অ্যাটকিনসন ১৯ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ ৩৮ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়লেন মার্ক উড। তিনি ৭ বলে ২টি চার-সহ ৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়েছেন আদিল রশিদ। তিনি ৫ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। ওয়াশিংটন সুন্দরের বলে লিয়াম লিভিংস্টোনকে স্টাম্পড করলেন কেএল রাহুল। লিভিংস্টোন ২৩ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হলেন হ্যারি ব্রুক। তিনি ২৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জোশ বাটলার। তিনি ৯ বলে ৬ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন টম ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ ব্যান্টন ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 20:16 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৯ম উইকেটের পতন, আউট মার্ক উড

    হার্দিক পান্ডিয়ার বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়লেন মার্ক উড। তিনি ৭ বলে ২টি চার-সহ ৯ রান করেছেন। হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়েছেন আদিল রশিদ। তিনি ৫ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। ওয়াশিংটন সুন্দরের বলে লিয়াম লিভিংস্টোনকে স্টাম্পড করলেন কেএল রাহুল। লিভিংস্টোন ২৩ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হলেন হ্যারি ব্রুক। তিনি ২৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জোশ বাটলার। তিনি ৯ বলে ৬ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন টম ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ ব্যান্টন ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 20:07 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৮ম উইকেটের পতন, আউট আদিল রশিদ

    হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হলেন আদিল রশিদ। তিনি ৫ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। ওয়াশিংটন সুন্দরের বলে লিয়াম লিভিংস্টোনকে স্টাম্পড করলেন কেএল রাহুল। লিভিংস্টোন ২৩ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হলেন হ্যারি ব্রুক। তিনি ২৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জোশ বাটলার। তিনি ৯ বলে ৬ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন টম ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ ব্যান্টন ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 20:02 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৭ম উইকেটের পতন, আউট লিয়াম লিভিংস্টোন

    ওয়াশিংটন সুন্দরের বলে লিয়াম লিভিংস্টোনকে স্টাম্পড করলেন কেএল রাহুল। তিনি ২৩ বলে ১টি চার-সহ ৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হলেন হ্যারি ব্রুক। তিনি ২৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জোশ বাটলার। তিনি ৯ বলে ৬ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন টম ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ ব্যান্টন ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 19:47 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন, আউট হ্যারি ব্রুক

    হর্ষিত রানার বলে বোল্ড হলেন হ্যারি ব্রুক। তিনি ২৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৯ রান করেছেন। হর্ষিত রানার বলে বোল্ড হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জোশ বাটলার। তিনি ৯ বলে ৬ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন টম ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ ব্যান্টন ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 19:43 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৫ম উইকেটের পতন, আউট জোশ বাটলার

    হর্ষিত রানার বলে বোল্ড হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জোশ বাটলার। তিনি ৯ বলে ৬ রান করেছেন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন টম ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ ব্যান্টন ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 19:21 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৪র্থ উইকেটের পতন, আউট জো রুট

    অক্ষর প্যাটেলের বলে বোল্ড হলেন জো রুট। তিনি ২৯ বলে ২টি চার-সহ ২৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়লেন ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ তিনি ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 19:12 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ৩য় উইকেটের পতন, আউট টম ব্যান্টন

    কুলদীপ যাদবের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়লেন ব্যান্টন। ৪১ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ তিনি ৩৮ রান করেছেন। অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 18:41 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ২য় উইকেটের পতন, আউট ফিল সল্ট

    অর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। ২১ বলে ৪টি চার-সহ ২৩ রান করেছেন সল্ট। অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 18:18 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের ১ম উইকেটের পতন, আউট বেন ডাকেট

    অর্শদীপ সিংয়ের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ২২ বলে ৮টি চার-সহ ৩৪ রান করেছেন ডাকেট।



  • Feb 12, 2025 17:53 IST

    India vs England LIVE Cricket Score: ইংল্যান্ডের আদিল রশিদ ৪ উইকেট নিয়েছেন

    ভারতের রান আরও বাড়তে পারত। কিন্তু, সেটা হতে দেননি ইংল্যান্ডের বোলার আদিল রশিদ। তিনি চার উইকেট নিয়েছেন। রশিদ আউট করেছেন শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়াকে। এর মধ্যে শুভমান গিল ১০২ রান ১৪টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ১১২ রান। বিরাট কোহলি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৫২ রান। শ্রেয়স আইয়ার ৬৪ বলে ৮টি চার এবং ২টি ছয়-সহ করেছেন ৭৮ রান। হার্দিক পান্ডিয়া ৯ বলে করেছেন ১৭ রান। রশিদ বলেছেন, 'ভালো খেলতে পেরে ভালো লাগল। এই ম্যাচের জন্য প্রচুর অনুশীলন করেছি। লেগ স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই এখন আমার লক্ষ্য। বল সঠিক জায়গায় রাখার চেষ্টা করেছি। তাতে যে সব সময় সাফল্য আসবেই,এমন কোনও কথা নেই। তবে, যতটা সম্ভব চেষ্টা করেছি। পিচ খুবই ধীরগতির ছিল। যাইহোক তারপরও ওরা ৩৫৬ রান তুলেছে আমরা এই রান তাড়া করার মানসিকতা নিয়েই মাঠে নামছি।'  



  • Feb 12, 2025 17:17 IST

    India vs England LIVE Cricket Score: ভারত ১০ উইকেটে ৫০ ওভারে ৩৫৬

    ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ১০ উইকেটে ৫০ ওভারে তুলল ৩৫৬ রান। এদিন টস জিতে ভারতকে প্রথমে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

    অর্শদীপ সিং ২ বলে ২ রান করার পর ফিল সল্ট তাঁকে রান আউট করেন। ওয়াশিংটন সুন্দর মার্ক উডের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়েন। তিনি ১৪ বলে ১টি চার-সহ ১৪ রান করেছেন। গাস অ্যাটকিনসনের বলে জস বাটলারের হাতে ধরা পড়লেন হর্ষিত রানা। তিনি ১০ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৩ রান করেছেন। সাকিব মেহমুদের বলে এলবিডব্লিউ হন কেএল রাহুল। তিনি ২৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন।

    জো রুটের বলে টম ব্যান্টনের হাতে ধরা পড়েছেন অক্ষর প্যাটেল। ১২ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন অক্ষর। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ২টি ছয়-সহ ১৭ রান করেছেন হার্দিক। আদিল রশিদের বলেই বোল্ড হয়েছেন শুভমান গিল। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন। এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।     



  • Feb 12, 2025 17:11 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৮ম উইকেটের পতন, ফিরলেন হর্ষিত রানা

    ভারতের ৮ম উইকেটের পতন হল। গাস অ্যাটকিনসনের বলে জস বাটলারের হাতে ধরা পড়লেন হর্ষিত রানা। তিনি ১০ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৩ রান করেছেন। সাকিব মেহমুদের বলে এলবিডব্লিউ হন কেএল রাহুল। তিনি ২৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন। জো রুটের বলে টম ব্যান্টনের হাতে ধরা পড়েছেন অক্ষর প্যাটেল। ১২ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন অক্ষর। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ২টি ছয়-সহ ১৭ রান করেছেন হার্দিক। আদিল রশিদের বলেই বোল্ড হয়েছেন শুভমান গিল। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন। এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।     



  • Feb 12, 2025 17:01 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৭ম উইকেটের পতন, ফিরলেন কেএল রাহুল

    ভারতের ৭ম উইকেটের পতন হল। সাকিব মেহমুদের বলে এলবিডব্লিউ হলেন কেএল রাহুল। তিনি ২৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪০ রান করেছেন। জো রুটের বলে টম ব্যান্টনের হাতে ধরা পড়েছেন অক্ষর প্যাটেল। ১২ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন অক্ষর। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ২টি ছয়-সহ ১৭ রান করেছেন হার্দিক। আদিল রশিদের বলেই বোল্ড হয়েছেন শুভমান গিল। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন। এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। 



  • Feb 12, 2025 16:51 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন অক্ষর প্যাটেল

    ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন হল। জো রুটের বলে টম ব্যান্টনের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। ১২ বলে ২টি চার-সহ ১৩ রান করেছেন অক্ষর। আদিল রশিদের বলে বোল্ড হলেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ২টি ছয়-সহ ১৭ রান করেছেন হার্দিক। আদিল রশিদের বলেই বোল্ড হন শুভমান গিল। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন। এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।      



  • Feb 12, 2025 16:35 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৫ম উইকেটের পতন, ফিরলেন পান্ডিয়া

    ভারতের ৫ম উইকেটের পতন হল। আদিল রশিদের বলে বোল্ড হলেন হার্দিক পান্ডিয়া। ৯ বলে ২টি ছয়-সহ ১৭ রান করেছেন হার্দিক। আদিল রশিদের বলেই বোল্ড হন শুভমান গিল। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন। এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।      



  • Feb 12, 2025 16:22 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৪র্থ উইকেটের পতন, ফিরলেন শ্রেয়স

    ভারতের ৪র্থ উইকেটের পতন হল। আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন শ্রেয়স আইয়ার। ৬৪ বলে ৮টি চার এবং ২টি ছয়-সহ ৭৮ রান করেছেন শ্রেয়স। আদিল রশিদের বলে বোল্ড হন শুভমান গিল। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন। এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।      



  • Feb 12, 2025 16:02 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ৩য় উইকেটের পতন, ফিরলেন শুভমান

    ভারতের ৩য় উইকেটের পতন হল। আদিল রশিদের বলে বোল্ড হলেন শুভমান গিল। তিনি ১০২ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ ১১২ রান করেছেন। এর আগে আদিল রশিদের বলেই ফিল সল্টের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।      



  • Feb 12, 2025 15:54 IST

    India vs England LIVE Cricket Score: শুভমানের সেঞ্চুরি, অর্ধশতক শ্রেয়সের

    শুভমান গিলের অনবদ্য সেঞ্চুরি ও শ্রেয়স আইয়ারের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন সিরিজের তৃতীয় ম্যাচে আহমেদাবাদে ভালো অবস্থানে ভারত। পানীয় বিরতির আগে শুভমান ৯৯ বলে ১৪টি চার এবং ৩টি ছয়-সহ করেছেন ১১১ রান। শ্রেয়স আইয়ার ৪৩ বলে  ৬টি চার এবং ১টি ছয়-সহ করেছেন ৫০ রান। 



  • Feb 12, 2025 15:02 IST

    India vs England LIVE Cricket Score: ভারতের ২য় উইকেটের পতন, ফিরলেন কোহলি

    আদিল রশিদের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন বিরাট কোহলি। তিনি ৫৫ বলে ৭টি চার এবং ১টি ছয়-সহ ৫২ রান করেছেন। শুরুতেই মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়েন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। 



  • Feb 12, 2025 14:53 IST

    India vs England LIVE Cricket Score: ফর্মে ফিরলেন বিরাট, শুভমান-কোহলির অর্ধশতক

    রোহিতের আউটের পর শুভমান, কোহলির যুগলবন্দিতে আপাতত স্বস্তিতে ভারত। শুভমান গিল ৫২ বলে ৫৩ রান করেছেন। মেরেছেন ৯টি চার এবং ১টি ছয়। কোহলি ৫০ বলে ৫০ রান করেছেন। মেরেছেন ৭টি চার এবং ১টি ছয়।



  • Feb 12, 2025 14:47 IST

    India vs England LIVE Cricket Score: এখনও পর্যন্ত, উড ছাড়া ইংল্যান্ডের বোলাররা ব্যর্থ

    মার্ক উড ৪ ওভারে ১৪ রান দিয়ে ১টি মেডেন এবং ১টি উইকেট নিয়েছেন। তিনি বাদে বুধবার এখনও পর্যন্ত ভারত-ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের বাকি বোলাররা তেমন একটা দাগ কাটতে পারেননি। সাকিব মেহমুদ ৫ ওভারে দিয়েছেন ২৯ রান। গ্যাস অ্যাটকিনসন ৩ ওভারে দিয়েছেন ২৬ রান। জো রুট ২ ওভারে ২৪ রান। আদিল রশিদ ১ ওভারে দিয়েছেন ১ রান। বাধ্য হয়ে পানীয় বিরতির পর লিয়াম লিভিংস্টোনকে বল করাতে এনেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।



  • Feb 12, 2025 13:49 IST

    India vs England LIVE Cricket Score: পিচ সম্পর্কে রিপোর্ট দিলেন দীপ দাশগুপ্ত ও গ্রেম সোয়ান

    পিচ থেকে বাম এবং ডানদিকে বাউন্ডারির দূরত্ব ৬৬ মিটার। আর পিচ থেকে সোজাসুজি বাউন্ডারির দূরত্ব ৭৪ মিটার। ২০২৩ একদিনের বিশ্বকাপ ফাইনালে এই কালো মাটির পিচেই খেলা হয়েছিল। প্রথমার্ধে পিচের গতি ধীর থাকে। দ্বিতীয়ার্ধে ব্যাটিং সহায়ক হয়ে ওঠে এই পিচ। পিচে কিছুটা হলেও ফাটল আছে। বোলাররা এই সব ফাটল কাজে লাগাতে চাইবে। এই পিচে রাতে বেশ শিশির পড়ে।



  • Feb 12, 2025 13:40 IST

    India vs England LIVE Cricket Score: শুরুতেই বড় ধাক্কা ভারতের, ফিরলেন রোহিত

    সিরিজের দ্বিতীয় ম্যাচে ভালো রান করলেও তৃতীয় ম্যাচে ফের অধিনায়ক রোহিত শর্মার জন্য বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। মাত্র ২ বল খেলে মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ব্যক্তিগত ১ রানের মাথায় ধরা পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।



  • Feb 12, 2025 13:31 IST

    India vs England LIVE Cricket Score: রোহিত শর্মা যা বললেন

    আমি প্রথমে ব্যাট করতেই চেয়েছিলাম। স্কোরবোর্ডে ভালো রান রাখতে চেয়েছিলাম। কারণ আমরা শেষ দুটি ম্যাচে প্রথমে বোলিং করেছি। শেষ দুটি ম্যাচে জয় পাওয়া আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ডাররা শেষ দুটি ম্যাচে নিজেদের ভালোভাবে তুলে ধরেছে। দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। আমরা ভালো খেলতে চাই। অনেকেই নতুন। তাঁরা ভালো করে খেলুক। চাপমুক্ত হয়ে খেলুক, এটাই চাই। এই খেলোয়াড়দের মধ্যে অনেক সম্ভাবনা আছে। আমরা কিছু পরিবর্তন করেছি। জাদেজা এবং শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত, বরুণেরও কাউচের ব্যথা আছে। তাঁদের জায়গায় ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও অর্শদীপ সিংকে নেওয়া হয়েছে।



  • Feb 12, 2025 13:26 IST

    India vs England LIVE Cricket Score: জস বাটলার যা বললেন

    জস বাটলার: আজ আমরা প্রথমে বল করব। একটু পরেই হয়তো বল ঘুরতে শুরু করবে। আমরা প্রথম দুটি ম্যাচে প্রথমে ব্যাট করেছি। আজকে প্রথমে বল করব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ একটু জয়ের অভিজ্ঞতা নিয়ে ফিরতে চাই। ভালো পিচ। আমরা বছর দুয়েক আগে বিশ্বকাপে এখানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছি। কালো মাটির পিচ। দ্বিতীয়ার্ধে ব্যাটিং করাটা এখানে সুবিধাজনক। আমাদের দলে একটা পরিবর্তন হয়েছে। টম ব্যান্টন প্রথম একাদশে ঢুকেছেন।



  • Feb 12, 2025 13:20 IST

    India vs England LIVE Cricket Score: দুই দলের একাদশ

    ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং।

    ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।



  • Feb 12, 2025 13:20 IST

    India vs England LIVE Cricket Score: নমস্কার! ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগত

    তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচে জেতায় ২-০ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে দলের একাদশে বদল এনেছে ভারতীয় দল। মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে ঢুকেছেন অর্শদীপ সিং।



Indian Cricket Team England Cricket Team Cricket News Team-India Team India ODI cricket