/indian-express-bangla/media/media_files/2025/01/28/17ixy7zXR3kzbGtK7hHJ.jpg)
India vs england lHighlights 3rd t20i: তৃতীয় টি২০-তে ভারত-ইংল্যান্ড (গ্রাফিক্স: সন্দীপন দে)
England vs India, 3rd T20I Score card Updates from Niranjan Shah Cricket Stadium, Rajkot: আটকে গেল টিম ইন্ডিয়ার জয়রথ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের ৩য় ম্যাচে ২৬ রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। রাজকোটে মঙ্গলবারের এই ম্যাচে সূর্যকুমার যাদবের দল হারলেও কলকাতার ইডেন গার্ডেন ও চেন্নাইয়ে জয়ের সুবাদে সিরিজের ফল আপাতত ২-১।
নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে থেমে যায় টিম ইন্ডিয়ার স্কোর। অপরাজিত থাকলেন রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী। ধ্রুব জুরেল আর মহম্মদ শামি এসেছেন আর ফিরে গিয়েছেন। শামি ৪ বলে ১টি ছয়-সহ ৭ রান করেছেন। আর, জুরেল ৪ বলে ২ রান করে বিদায় নিয়েছেন।
তার আগে জেমি ওভারটনের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। তিনি ৩৫ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ৪০ রান করেছেন। ভারতের ১৩১ রানের মাথায় পান্ডিয়া আউট হন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ১৬ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন। ভারতের ১২৩ রানের মাথায় আউট হন অক্ষর। জেমি ওভারটনের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। তিনি ১৫ বলে ৬ রান করেছেন। ভারতের ৮৫ রানের মাথায় সুন্দর আউট হন। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন তিলক ভার্মা। তিনি ১৪ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন।
ভারতের ৬৮ রানের মাথায় আউট হন তিলক। মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৪ রান করেছেন। ভারতের ৪৮ রানের মাথায় সূর্যকুমার আউট হন। ব্রাইডন কার্সের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। তিনি ১৪ বলে ৫টি চার-সহ ২৪ রান করেছেন। ভারতের ৩১ রানের মাথায় অভিষেক আউট হন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তুলেছে ইংল্যান্ড। ৯ বলে ১টি চার-সহ ১০ রান করে অপরাজিত থেকে গিয়েছেন আদিল রশিদ। ১০ বলে ১০ রান করে অপরাজিত থেকে যান মার্ক উড। এর আগে হার্দিক পান্ডিয়ার বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ২৪ বলে ১টি চার এবং ৫টি ছয়-সহ ৪৩ রান করেছেন লিভিংস্টোন। ইংল্যান্ডের ১৪৭ রানের মাথায় তিনি আউট হন। জোফ্রা আর্চার বোল্ড হন বরুণ চক্রবর্তীর বলে। ২ বল খেলে বিনা রানে ফিরে যান আর্চার। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ব্রাইডন কার্স। ৪ বলে ৩ রান করে তিনি আউট হয়েছেন। ইংল্যান্ডের ১২৭ রানের মাথায় ফিরেছেন কার্স।
বরুণ চক্রবর্তীর বলেই বোল্ড হন জেমি ওভারটন। ১ বল খেলে বিনা রানেই তিনি ফিরে যান। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় ফেরেন ওভারটন। তার ঠিক আগেই বরুণ চক্রবর্তীর বলে ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৪ বলে ৬ রান করেছেন জেমি। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় জেমি স্মিথ আউট হন। এর কিছুক্ষণ আগে হ্যারি ব্রুককে ফিরিয়ে দেন রবি বিষ্ণোই। ১০ বল খেলে ৮ রান করে বিষ্ণোইয়ের বলে বোল্ড হন হ্যারি। দলের ১০৮ রানের মাথায় হ্যারি ফিরে যান।
ইংল্যান্ডের দ্বিতীয় এবং তৃতীয় উইকেটের পতনও ঘটে প্রায় পরপর। অধিনায়ক জস বাটলার ২২ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করে আউট হন। বরুণ চক্রবর্তীর বলে তাঁর ক্যাচ নেন সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের ৮৩ রানের মাথায় বাটলার আউট হন। এর একটু পরেই ২৮ বলে ৭টি চার এবং ২টি ছয়-সহ ৫১ রান করে ফিরে যান বেন ডাকেট। তিনি অক্ষর প্যাটেলের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন। ইংল্যান্ডের ৮৭ রানের মাথায় ডাকেট আউট হন। দলের ৭ রানের মাথায় ১ম উইকেট পড়ে ইংল্যান্ডের। হার্দিক পান্ডিয়ার বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ব্যক্তিগত ৫ রানের মাথায় ফিরে যান।
তৃতীয় টি২০-তে রাজকোটে মঙ্গলবার সূর্যকুমার যাদব টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ভারত দলে একটি পরিবর্তন করেছিল। ১৪ মাস পর ফিরেছিলেন মহম্মদ শামি। তিনি অর্শদীপ সিংয়ের জায়গায় দলে ঢুকেছিলেন।
ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট, বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
-
Jan 28, 2025 22:29 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ২৬ রানে পরাজিত টিম ইন্ডিয়া
অপরাজিত থাকলেন রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী। ধ্রুব জুরেল আর মহম্মদ শামি এসেছেন আর ফিরে গিয়েছেন। শামি ৪ বলে ১টি ছয়-সহ ৭ রান করেছেন। আর, জুরেল ৪ বলে ২ রান করে বিদায় নিয়েছেন। জেমি ওভারটনের বলে জস বাটলারের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। তিনি ৩৫ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ৪০ রান করেছেন। ভারতের ১৩১ রানের মাথায় পান্ডিয়া আউট হন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ১৬ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন। ভারতের ১২৩ রানের মাথায় আউট হন অক্ষর। জেমি ওভারটনের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। তিনি ১৫ বলে ৬ রান করেছেন। ভারতের ৮৫ রানের মাথায় সুন্দর আউট হন। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন তিলক ভার্মা। তিনি ১৪ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন। ভারতের ৬৮ রানের মাথায় আউট হন তিলক। মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৪ রান করেছেন। ভারতের ৪৮ রানের মাথায় সূর্যকুমার আউট হন। ব্রাইডন কার্সের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। তিনি ১৪ বলে ৫টি চার-সহ ২৪ রান করেছেন। ভারতের ৩১ রানের মাথায় অভিষেক আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু।
-
Jan 28, 2025 22:23 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ভারতের ৭ম উইকেটের পতন, ফিরলেন হার্দিক পান্ডিয়া
জেমি ওভারটনের বলে জস বাটলারের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। তিনি ৩৫ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ৪০ রান করেছেন। ভারতের ১৩১ রানের মাথায় পান্ডিয়া আউট হন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ১৬ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন। ভারতের ১২৩ রানের মাথায় আউট হন অক্ষর। জেমি ওভারটনের বলে জস বাটলারের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। তিনি ১৫ বলে ৬ রান করেছেন। ভারতের ৮৫ রানের মাথায় সুন্দর আউট হন। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন তিলক ভার্মা। তিনি ১৪ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন। ভারতের ৬৮ রানের মাথায় আউট হন তিলক। মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৪ রান করেছেন। ভারতের ৪৮ রানের মাথায় সূর্যকুমার আউট হন। ব্রাইডন কার্সের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। তিনি ১৪ বলে ৫টি চার-সহ ২৪ রান করেছেন। ভারতের ৩১ রানের মাথায় অভিষেক আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু।
-
Jan 28, 2025 22:19 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন অক্ষর প্যাটেল
জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ১৬ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন। ভারতের ১২৩ রানের মাথায় আউট হলেন অক্ষর। জেমি ওভারটনের বলে জস বাটলারের হাতে ধরা পড়লেন ওয়াশিংটন সুন্দর। তিনি ১৫ বলে ৬ রান করেছেন। ভারতের ৮৫ রানের মাথায় সুন্দর আউট হলেন। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন তিলক ভার্মা। তিনি ১৪ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন। ভারতের ৬৮ রানের মাথায় আউট হন তিলক। মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৪ রান করেছেন। ভারতের ৪৮ রানের মাথায় সূর্যকুমার আউট হন। ব্রাইডন কার্সের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। তিনি ১৪ বলে ৫টি চার-সহ ২৪ রান করেছেন। ভারতের ৩১ রানের মাথায় অভিষেক আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু।
-
Jan 28, 2025 21:56 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ভারতের ৫ম উইকেটের পতন, ফিরলেন ওয়াশিংটন সুন্দর
জেমি ওভারটনের বলে জস বাটলারের হাতে ধরা পড়লেন ওয়াশিংটন সুন্দর। তিনি ১৫ বলে ৬ রান করেছেন। ভারতের ৮৫ রানের মাথায় সুন্দর আউট হলেন। আদিল রশিদের বলে বোল্ড হয়েছেন তিলক ভার্মা। তিনি ১৪ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন। ভারতের ৬৮ রানের মাথায় আউট হন তিলক। মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৪ রান করেছেন। ভারতের ৪৮ রানের মাথায় সূর্যকুমার আউট হন। ব্রাইডন কার্সের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। তিনি ১৪ বলে ৫টি চার-সহ ২৪ রান করেছেন। ভারতের ৩১ রানের মাথায় অভিষেক আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু। -
Jan 28, 2025 21:33 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ভারতের ৪র্থ উইকেটের পতন, ফিরলেন তিলক ভার্মা
আদিল রশিদের বলে বোল্ড হলেন তিলক ভার্মা। তিনি ১৪ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৮ রান করেছেন। মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৪ রান করেছেন। ভারতের ৪৮ রানের মাথায় সূর্যকুমার আউট হলেন। ব্রাইডন কার্সের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। তিনি ১৪ বলে ৫টি চার-সহ ২৪ রান করেছেন। ভারতের ৩১ রানের মাথায় অভিষেক আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু।
-
Jan 28, 2025 21:19 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ভারতের ৩য় উইকেটের পতন, ফিরলেন সূর্যকুমার যাদব
মার্ক উডের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন সূর্যকুমার যাদব। সূর্য ৭ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১৪ রান করেছেন। ভারতের ৪৮ রানের মাথায় সূর্যকুমার আউট হলেন। ব্রাইডন কার্সের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। তিনি ১৪ বলে ৫টি চার-সহ ২৪ রান করেছেন। ভারতের ৩১ রানের মাথায় অভিষেক আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু।
-
Jan 28, 2025 21:08 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ভারতের ২য় উইকেটের পতন, ফিরলেন অভিষেক শর্মা
ব্রাইডন কার্সের বলে জোফ্রা আর্চারের হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। তিনি ১৪ বলে ৫টি চার-সহ ২৪ রান করেছেন। ভারতের ৩১ রানের মাথায় অভিষেক আউট হয়েছেন। জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু।
-
Jan 28, 2025 21:02 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ভারতের ১ম উইকেটের পতন, ফিরলেন সঞ্জু স্যামসন
জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ধরা পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি ৬ বলে ৩ রান করেছেন। ভারতের ১৬ রানের মাথায় বিদায় নেন সঞ্জু।
-
Jan 28, 2025 20:41 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রানে থামল ইংল্যান্ড
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তুলেছে ইংল্যান্ড। ৯ বলে ১টি চার-সহ ১০ রান করে অপরাজিত থেকে গিয়েছেন আদিল রশিদ। ১০ বলে ১০ রান করে অপরাজিত থেকে যান মার্ক উড। এর আগে হার্দিক পান্ডিয়ার বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ২৪ বলে ১টি চার এবং ৫টি ছয়-সহ ৪৩ রান করেছেন লিভিংস্টোন। ইংল্যান্ডের ১৪৭ রানের মাথায় তিনি আউট হন। জোফ্রা আর্চার বোল্ড হন বরুণ চক্রবর্তীর বলে। ২ বল খেলে বিনা রানে ফিরে যান আর্চার। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়েন ব্রাইডন কার্স। ৪ বলে ৩ রান করে তিনি আউট হয়েছেন। ইংল্যান্ডের ১২৭ রানের মাথায় ফিরেছেন কার্স। বরুণ চক্রবর্তীর বলেই বোল্ড হন জেমি ওভারটন। ১ বল খেলে বিনা রানেই তিনি ফিরে যান। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় ফেরেন ওভারটন। তার ঠিক আগেই বরুণ চক্রবর্তীর বলে ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৪ বলে ৬ রান করেছেন জেমি। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় জেমি স্মিথ আউট হন। এর কিছুক্ষণ আগে হ্যারি ব্রুককে ফিরিয়ে দেন রবি বিষ্ণোই। ১০ বল খেলে ৮ রান করে বিষ্ণোইয়ের বলে বোল্ড হন হ্যারি। দলের ১০৮ রানের মাথায় হ্যারি ফিরে যান। ইংল্যান্ডের দ্বিতীয় এবং তৃতীয় উইকেটের পতনও ঘটে প্রায় পরপর। অধিনায়ক জস বাটলার ২২ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করে আউট হন। বরুণ চক্রবর্তীর বলে তাঁর ক্যাচ নেন সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের ৮৩ রানের মাথায় বাটলার আউট হন। এর একটু পরেই ২৮ বলে ৭টি চার এবং ২টি ছয়-সহ ৫১ রান করে ফিরে যান বেন ডাকেট। তিনি অক্ষর প্যাটেলের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন। ইংল্যান্ডের ৮৭ রানের মাথায় ডাকেট আউট হন। দলের ৭ রানের মাথায় ১ম উইকেট পড়ে ইংল্যান্ডের। হার্দিক পান্ডিয়ার বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ব্যক্তিগত ৫ রানের মাথায় ফিরে যান।
-
Jan 28, 2025 20:25 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ইংল্যান্ডের ৯ম উইকেটের পতন
হার্দিক পান্ডিয়ার বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়লেন লিয়াম লিভিংস্টোন। ২৪ বলে ১টি চার এবং ৫টি ছয়-সহ ৪৩ রান করেছেন লিভিংস্টোন। ইংল্যান্ডের ১৪৭ রানের মাথায় তিনি আউট হলেন। জোফ্রা আর্চার বোল্ড হয়েছেন বরুণ চক্রবর্তীর বলে। ২ বল খেলে বিনা রানে ফিরে যান আর্চার। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়লেন ব্রাইডন কার্স। ৪ বলে ৩ রান করে তিনি আউট হয়েছেন। ইংল্যান্ডের ১২৭ রানের মাথায় ফিরেছেন কার্স। বরুণ চক্রবর্তীর বলেই বোল্ড হন জেমি ওভারটন। ১ বল খেলে বিনা রানেই তিনি ফিরে যান। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় ফেরেন ওভারটন। তার ঠিক আগেই বরুণ চক্রবর্তীর বলে ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৪ বলে ৬ রান করেছেন জেমি। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় জেমি স্মিথ আউট হন। এর কিছুক্ষণ আগে হ্যারি ব্রুককে ফিরিয়ে দেন রবি বিষ্ণোই। ১০ বল খেলে ৮ রান করে বিষ্ণোইয়ের বলে বোল্ড হন হ্যারি। দলের ১০৮ রানের মাথায় হ্যারি ফিরে যান। ইংল্যান্ডের দ্বিতীয় এবং তৃতীয় উইকেটের পতনও ঘটে প্রায় পরপর। অধিনায়ক জস বাটলার ২২ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করে আউট হন। বরুণ চক্রবর্তীর বলে তাঁর ক্যাচ নেন সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের ৮৩ রানের মাথায় বাটলার আউট হন। এর একটু পরেই ২৮ বলে ৭টি চার এবং ২টি ছয়-সহ ৫১ রান করে ফিরে যান বেন ডাকেট। তিনি অক্ষর প্যাটেলের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন। ইংল্যান্ডের ৮৭ রানের মাথায় ডাকেট আউট হন। দলের ৭ রানের মাথায় ১ম উইকেট পড়ে ইংল্যান্ডের। হার্দিক পান্ডিয়ার বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ব্যক্তিগত ৫ রানের মাথায় ফিরে যান।
-
Jan 28, 2025 20:16 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ইংল্যান্ডের ৮ম উইকেটের পতন
জোফ্রা আর্চার বোল্ড হন বরুণ চক্রবর্তীর বলে। ২ বল খেলে বিনা রানে ফিরে যান আর্চার। বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ধরা পড়লেন ব্রাইডন কার্স। ৪ বলে ৩ রান করে তিনি আউট হয়েছেন। ইংল্যান্ডের ১২৭ রানের মাথায় ফিরেছেন কার্স। বরুণ চক্রবর্তীর বলেই বোল্ড হন জেমি ওভারটন। ১ বল খেলে বিনা রানেই তিনি ফিরে যান। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় ফেরেন ওভারটন। তার ঠিক আগেই বরুণ চক্রবর্তীর বলে ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ৪ বলে ৬ রান করেছেন জেমি। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় জেমি স্মিথ আউট হন। এর কিছুক্ষণ আগে হ্যারি ব্রুককে ফিরিয়ে দেন রবি বিষ্ণোই। ১০ বল খেলে ৮ রান করে বিষ্ণোইয়ের বলে বোল্ড হন হ্যারি। দলের ১০৮ রানের মাথায় হ্যারি ফিরে যান। ইংল্যান্ডের দ্বিতীয় এবং তৃতীয় উইকেটের পতনও ঘটে প্রায় পরপর। অধিনায়ক জস বাটলার ২২ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করে আউট হন। বরুণ চক্রবর্তীর বলে তাঁর ক্যাচ নেন সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের ৮৩ রানের মাথায় বাটলার আউট হন। এর একটু পরেই ২৮ বলে ৭টি চার এবং ২টি ছয়-সহ ৫১ রান করে ফিরে যান বেন ডাকেট। তিনি অক্ষর প্যাটেলের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন। ইংল্যান্ডের ৮৭ রানের মাথায় ডাকেট আউট হন। দলের ৭ রানের মাথায় ১ম উইকেট পড়ে ইংল্যান্ডের। হার্দিক পান্ডিয়ার বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। তিনি ব্যক্তিগত ৫ রানের মাথায় ফিরে যান।
-
Jan 28, 2025 20:06 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ইংল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন
ফিরে গেলেন জেমি ওভারটনও। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন জেমি ওভারটন। ১ বল খেলে বিনা রানেই তিনি ফিরে গিয়েছেন। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় ফিরলেন ওভারটন।
-
Jan 28, 2025 20:04 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ইংল্যান্ডের ৫ম উইকেটের পতন
ফিরে গেলেন জেমি স্মিথ। বরুণ চক্রবর্তীর বলে ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ ধ্রুব জুরেলের হাতে ধরা পড়লেন। ৪ বলে ৬ রান করেছেন জেমি। ইংল্যান্ডের ১১৫ রানের মাথায় জেমি স্মিথ ফিরলেন।
-
Jan 28, 2025 20:02 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ইংল্যান্ডের ৪র্থ উইকেটের পতন
হ্যারি ব্রুককে ফিরিয়ে দিলেন রবি বিষ্ণোই। ১০ বল খেলে ৮ রান করে বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়েছেন হ্যারি। দলের ১০৮ রানের মাথায় ফিরে গেলেন হ্যারি।
-
Jan 28, 2025 19:49 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ইংল্যান্ডের পরপর ২ উইকেটের পতন
ইংল্যান্ডের দ্বিতীয় এবং তৃতীয় উইকেটের পতন হল। অধিনায়ক জস বাটলার ২২ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ২৪ রান করে আউট হন। বরুণ চক্রবর্তীর বলে তাঁর ক্যাচ নেন সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের ৮৩ রানের মাথায় বাটলার আউট হন। এর একটু পরেই ২৮ বলে ৭টি চার এবং ২টি ছয়-সহ ৫১ রান করে ফিরে যান বেন ডাকেট। তিনি অক্ষর প্যাটেলের বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন। ইংল্যান্ডের ৮৭ রানের মাথায় ডাকেট আউট হন।
-
Jan 28, 2025 19:14 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ইংল্যান্ডের ১ম উইকেটের পতন
ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন। ব্যক্তিগত ৫ রানের মাথায় ফিরলেন ফিল সল্ট। দলের ৭ রানের মাথায় ১ম উইকেট পড়ল ইংল্যান্ডের। হার্দিক পান্ডিয়ার বলে অভিষেক শর্মার হাতে ধরা পড়লেন ইংল্যান্ডের ওপেনার।
-
Jan 28, 2025 19:00 IST
Live Cricket Score, India vs England 3rd T20: অধিনায়করা কে কী বললেন?
সূর্যকুমার যাদব: আমরা প্রথমে বল করব। পিচ দেখে ভালোই মনে হচ্ছে। পরে বদলাতে পারে। রাজকোট সবসময়ই ভালো পিচ উপহার দিয়েছে। আমরা এই ম্যাচে জিতে সিরিজের নিষ্পত্তি করতে চাই। ছেলেরা সবাই উজ্জীবিত। অর্শদীপ বিশ্রাম নিচ্ছে। শামি দলে ঢুকেছে।
জস বাটলার: পিচ দেখতে তো ভালোই। ছেলেরা গতকাল ভালো অনুশীলন করেছে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। আজ আমাদের ভালো খেলতে হবে। আমরা জানি ভারত কতটা ভালো খেলে। ওরা শক্তিশালী দল। আমাদের ভালো স্কোর দরকার। -
Jan 28, 2025 18:55 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ১৪ দুই দলের একাদশ
ভারতীয় একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড একাদশ: ফিলিপ সল্ট, বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড। -
Jan 28, 2025 18:50 IST
Live Cricket Score, India vs England 3rd T20: ১৪ মাস পরে দলে শামি
তৃতীয় টি২০-তে সূর্যকুমার যাদব টস জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত দলে একটি পরিবর্তন করেছে। ১৪ মাস পর ফিরেছেন মহম্মদ শামি। তিনি অর্শদীপ সিংয়ের জায়গায় দলে ঢুকেছেন।
-
Jan 28, 2025 18:42 IST
Live Cricket Score, India vs England 3rd T20: নমস্কার! রাজকোটে স্বাগত
রাজকোটে আজ ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচ। আগের দুটি ম্যাচে টিম ইন্ডিয়া জয়ী হওয়ায়, এই ম্যাচে জিতলেই ভারত সিরিজ জিতে যাবে। তাই ইংল্যান্ডও সিরিজে টিকে থাকতে যে কোনও প্রকারে এই ম্যাচে জিততে চাইছে।