Advertisment

IND vs ENG 3rd Test Playing 11: জোড়া অভিষেকে দল নামাচ্ছে ভারত! রাজকোট টেস্টের চমকের একাদশ নিয়েই ইংল্যান্ডকে কাঁপাবেন রোহিতরা

India vs England 3rd Test Playing XI: আগের ম্যাচে দলের প্রথম একাদশের কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। তারপরও ভাইজাগে বেন স্টোকসের নেতৃত্বে থাকা থ্রি লায়ন্সকে হারিয়েছে টিম ইন্ডিয়া। ফলে, দল এখন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG Playing 11, India vs England  Playing XI, India vs England

India vs England 3rd Test Playing 11: দ্বিতীয় টেস্ট ম্যাচেই সমতা ফিরিয়েছে ভারত। (ছবি-টুইটার)

India vs England 3rd Test Playing 11 Prediction ..বিশাখাপত্তনমে সিরিজে সমতা ফিরেছে। তাতে রীতিমতো প্রাণ ফিরে এসেছে প্রথম টেস্ট হেরে, রীতিমতো হতাশ হয়ে পড়া টিম ইন্ডিয়ায়। পুনরুজ্জীবিত ভারতীয় দল বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে।

Advertisment

আগের ম্যাচে দলের প্রথম একাদশের কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। তারপরও ভাইজাগে বেন স্টোকসের নেতৃত্বে থাকা থ্রি লায়ন্সকে হারিয়েছে টিম ইন্ডিয়া। ফলে, দল এখন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। সবচেয়ে বড় কথা, রাজকোট আবার রবীন্দ্র জাদেজার হোমগ্রাউন্ড। তাই জাদেজা তৃতীয় টেস্ট ম্যাচে ভালো কিছু করে দেখাতেই চাইবেন। একইরকম ভাবে রাজকোটে বৃহস্পতিবার ব্যক্তিগত শততম টেস্ট খেলবেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। তাই তিনিও চাইবেন, ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট-এ স্মরণীয় কিছু করে দেখাতে।

দীর্ঘ প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত সরফরাজ খান
ঘরোয়া ক্রিকেটে রীতিমতো 'রান-মেশিন' বলে নাম কিনে ফেলা সরফরাজ খান এবার পা রাখতে চলেছেন টেস্ট ক্রিকেটের দুনিয়ায়। সেই হিসেবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট হতে চলেছে তাঁর অভিষেক ম্যাচ। কেএল রাহুল মাঠের বাইরে থাকায় বিরাট কোহলির অনুপস্থিতিতে শুভমান গিল ও রজত পাতিদারের সঙ্গে সরফরাজের ওপরই থাকবে ভারতীয় মিডল অর্ডারের দায়িত্ব।

ভরতের বদলে জুরেল
উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে থাকতে পারেন। মাত্র ১৫টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে জুরেলের। তারপরও তাঁকেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হতে পারে। কারণ, কেএস ভরত উইকেটকিপিং ভালো করলেও ব্যাট হাতে কিছুই করে দেখাতে পারেননি। চার ইনিংসে মাত্র ৯২ রান করেছেন।

অক্ষর নাকি কুলদীপ?
অক্ষর প্যাটেলের ব্যাটিং দক্ষতার জন্য টিম ম্যানেজমেন্ট চাইবে অক্ষরকেই দলে রাখতে। পাশাপাশি, পাটা পিচের জন্য রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনকেও প্রথম একাদশে চাইবে টিম ম্যানেজমেন্ট। কুলদীপ যাদবের ক্ষেত্রে বলা যায়, তাঁর বলে বৈচিত্র্য আর মোচড় দুই-ই আছে। সেই কারণে, প্রথম একাদশে থাকলে তিনিও ইংল্যান্ড ব্যাটারদের বিরুদ্ধে দলের সম্পদ হয়ে উঠতে পারেন। সবচেয়ে বড় কথা, হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচে একাদশে সুযোগ না-পেলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই কুলদীপ নিজের জাত চিনিয়েছেন। ভাইজাগে দ্বিতীয় টেস্ট ম্যাচে দলে ফিরেই নিয়েছেন চার উইকেট। যা শুধু দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ই নয়। সিরিজে সমতা ফেরাতেও ভারতকে সাহায্য করেছে।

আরও পড়ুন- আইপিএল ১৭-র স্কোয়াড, কারা খেলবেন কোন দলে, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আর অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, মার্ক উড।

Test cricket gujrat Sarfaraz Khan England Cricket Team Indian Cricket Team
Advertisment