Advertisment

IND vs ENG 3rd Test Match Report: বাজবলকে প্লাস্টিক বল বানাল টিম ইন্ডিয়া! যশস্বীর ব্যাটের ফুলকিতে সিরিজে ২-১ ভারতের

India vs England 3rd Test Highlights: ড্র করতে হলে ইংল্যান্ডকে চারটে সেশন ব্যাট করতে হত। যশস্বী-সরফরাজ-কুলদীপ-গিলরা দেখিয়ে দিয়েছিলেন রাজকোটের পিচ চতুর্থ দিনেও ব্যাটিং স্বর্গ! তবে পাহাড় প্রমাণ রানের চাপে চারটে সেশন তো অনেক দূর, বরং একটা সেশন-ই টিকতে পারল না ইংল্যান্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 3rd Test Match Report, India vs England 3rd Test Match Report, IND vs ENG Test Match Report

India vs England 3rd Test Match Report: ভারতের স্মরণীয় জয়ের সাক্ষী থাকল টিম ইন্ডিয়া (টুইটার)

ভারত: ৪৪৫/১০ এবং ৪৩০/৪ (ডিক্লেয়ার)

ইংল্যান্ড: ৩১৯/১০ এবং ১২২/১০

Advertisment

IND vs ENG, 3rd Test Match Report: পারল না ইংল্যান্ড। অতিকথিত বাজবল ভারতের মাটিতে আবার-ও আছাড় খেল। ভাইজ্যাগের পর অর্ধেক শক্তির ভারতীয় দলের সামনে মাত্র চারদিনেই খতম ইংল্যান্ডের কারিকুরি। যশস্বীর ২১৪ রানের ম্যারাথন ইনিংসে ভারতের লিড আকাশছোঁয়া পাঁচশো রানে পৌঁছে যাওয়ার পরেই ম্যাচের ভাগ্য দুটো সম্ভাবনার হয়ে গিয়েছিল- ড্র অথবা ভারতের জয়।

ড্র করতে হলে ইংল্যান্ডকে চারটে সেশন ব্যাট করতে হত। যশস্বী-সরফরাজ-কুলদীপ-গিলরা দেখিয়ে দিয়েছিলেন রাজকোটের পিচ চতুর্থ দিনেও ব্যাটিং স্বর্গ! তবে পাহাড় প্রমাণ রানের চাপে চারটে সেশন তো অনেক দূর, বরং একটা সেশন-ই টিকতে পারল না ইংল্যান্ড। হুড়মুড়িয়ে খেল খতম হয়ে গেল ৩৯.৪ ওভারে। মাত্র ১২২ রানে। একসময় ৫০-৫ হয়ে গিয়েছিল ইংরেজ ব্যাটিং লাইনআপ। সেখান থেকে ফোকস-হার্টলের ৩২ রানের পার্টনারশিপ না থাকলে ইংল্যান্ডের স্কোর একশো-ও পেরোত না।

আরও পড়ুন: অশ্বিনের মা অসুস্থ, শুনেই জয় শাহ যা করলেন… আজীবন মনে রাখবে ক্রিকেট দুনিয়া

রবিবারের রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ভারতের জয় এল ৪৩৪ রানের ব্যবধানে। যা রানের ফারাকের বিচারে সর্ববৃহৎ জয় ভারতের। এর আগে রানের বিচারে ভারতের সবথেকে বড় জয় ছিল ২০২১-এ মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ভারতের জয় এসেছিল ৩৭২ রানের মার্জিনে। রবিবার সেই রেকর্ড ধুয়ে গেল।

তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রাথমিক বিপর্যয় সামলে ভারত রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার শতরান এবং সরফরাজ খানের ৬২ রানে ভর করে স্কোরবোর্ডে ৪৪৫ তুলেছিল। জবাবে বেন ডাকেটের ১৫৩ রানের সৌজন্যে ইংল্যান্ড খাড়া করে ৩১৯ রান।

ভারতের দ্বিতীয় ইনিংসে ম্যাচের ফারাক গড়ে দেন যশস্বী জয়সোয়ালের টানা দ্বিতীয় দ্বিশতরান। ভারত স্কোরবোর্ডে ৪৩০ তুলেছিল। ৫৫৭ রান চেজ করতে নেমেই ইংল্যান্ড তাসের ঘরের মত ভেঙে পড়ে। এটাই ভারতের মাটিতে ইংল্যান্ডের সবথেকে বড় ব্যবধানে হার। ইংল্যান্ডের টেস্ট খেলার ইতিহাসে এটা দ্বিতীয় সর্ববৃহৎ ব্যবধানে হার। ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংরেজরা ওভালে ৫৬২ রানে হেরেছিল। সেটাই এখনও পর্যন্ত ইংরেজদের ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশি রানে পরাজয়ের রেকর্ড।

রানের বিচারে ভারতের সবথেকে বেশি ব্যবধানের টেস্ট জয়:

-২০২৪, বনাম ইংল্যান্ড, ৪৩৪ রান (নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়াম)

-২০২১, বনাম নিউজিল্যান্ড, ৩৭২ রান (ওয়াংখেড়ে স্টেডিয়াম)

Indian Cricket Team Indian Team
Advertisment