Advertisment

Jay Shah-Ashwin: অশ্বিনের মা অসুস্থ, শুনেই জয় শাহ যা করলেন… আজীবন মনে রাখবে ক্রিকেট দুনিয়া

Jay Shah, Ravichandran Ashwin mother: চলতি টেস্টে দ্বিতীয় দিনের শেষেই অশ্বিন রাজকোট ছেড়ে তড়িঘড়ি চেন্নাই ফিরে গিয়েছিলেন। সেদিনই পাঁচশো উইকেট শিকারের নজির গড়েছিলেন। তবে রাতেই অসুস্থ মায়ের পাশে থাকতে উড়ে যান। মা অসুস্থ এই খবর পেয়ে দল ছেড়ে দেন তারকা স্পিনার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, Ravichandran Ashwin, Ashwin mother, india vs england

Jay shah and R Ashwin mother: অশ্বিনের জন্য চার্টার্ড প্লেনের ব্যবস্থা করলেন জয় শাহ (টুইটার)

Jay Shah gesture towards Ravichandran Ashwin mother: মা অসুস্থ। রবিচন্দ্রন অশ্বিনের জন্য তাই একবারে চার্টার্ড প্লেনের বন্দোবস্ত করে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এমনটাই জানালেন রবি শাস্ত্রী।

Advertisment

চলতি টেস্টে দ্বিতীয় দিনের শেষেই অশ্বিন রাজকোট ছেড়ে তড়িঘড়ি চেন্নাই ফিরে গিয়েছিলেন। সেদিনই পাঁচশো উইকেট শিকারের নজির গড়েছিলেন। তবে রাতেই অসুস্থ মায়ের পাশে থাকতে উড়ে যান। মা অসুস্থ এই খবর পেয়ে দল ছেড়ে দেন তারকা স্পিনার। তবে চতুর্থ দিন ফের টিম ইন্ডিয়ায় যোগ দেন তারকা।

চতুর্থ দিন বোর্ডের তারকার অন্তর্ভুক্তির খবর জানানোর আগেই অনুশীলনে কোচ পরশ মামব্রে এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা গিয়েছিল অশ্বিনকে। সেই সময়েই শাস্ত্রী কমেন্ট্রি করার সময় বলে দেন, "অশ্বিনকে বাড়ি এবং মাঠে ফিরিয়ে আনার জন্য চার্টার্ড প্লেনের ব্যবস্থা করেছিলেন বোর্ড সচিব জয় শাহ।"

আরও পড়ুন: ভাইজ্যাগের পর আবার রাজকোট! যশস্বীর ডাবল সেঞ্চুরিতে পথে বসল ইংল্যান্ড! চূর্ণ পরপর রেকর্ড

রবিবার বোর্ডের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিসিসিআইয়ের তরফে জানানো হচ্ছে, পারিবারিক আপদকালীন অবস্থায় সংক্ষিপ্ত অনুপস্থিতির পর রবিচন্দ্রন অশ্বিনকে দলে ফিরছেন। পারিবারিক জরুরি অবস্থার জন্য রাজকোটে তৃতীয় টেস্টের ২য় দিনের পর অশ্বিন সাময়িকভাবে দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন।"

যাইহোক, ম্যাচে ভারতের জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা। যশস্বী জয়সোয়ালের অপরাজিত ২১৪ রানের ইনিংসের সৌজন্যে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৫৫৭ রানের টার্গেট রেখেছিল। সেই রান চেজ করতে নেমে ধসে গিয়েছে ইংরেজরা।

টি ব্রেকেই ইংল্যান্ড ২/১৮ ছিল। দিনের শেষে ইংল্যান্ড স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ফেলেছে ৯১ রান তোলার ফাঁকে। ইংল্যান্ড একসময় ৫০/৫ হয়ে গিয়েছিল। সেখান থেকে বেন ফোকস এবং টম হার্টলে মিলে ৩২ রানের পার্টনারশিপ গড়েন। যা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের জুড়ি।

BCCI Ravi Shastri Ravichandran Ashwin Indian Cricket Team Indian Team Jay Shah
Advertisment