New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ind-vs-eng.jpg)
India vs England in Rajkot Test: নতুন টিম ইন্ডিয়া নামল রাজকোট টেস্টে (টুইটার)
Team India playing XI against England in rajkot, Sarfaraz Khan Dhruv Jurel test debut : ভাইজ্যাগ টেস্টে মিডল অর্ডারে অভিষেক ঘটেছিল রজত পাতিদারের। রাজকোটে জোড়া অভিষেক ঘটল টিম ইন্ডিয়ার। বহুদিন জাতীয় দলের সেট আপে ব্রাত্য থাকা সরফরাজ খান তো বটেই প্ৰথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নামবেন ধ্রুব জুরেল।
India vs England in Rajkot Test: নতুন টিম ইন্ডিয়া নামল রাজকোট টেস্টে (টুইটার)
India vs England 3rd test in Rajkot: ইংল্যান্ড বনাম ইন্ডিয়া সিরিজ যেন হয়ে দাঁড়িয়েছে নতুনদের সুযোগ দেওয়ার মঞ্চ হিসাবে। ইংল্যান্ড যেমন রেহান আহমেদ, শোয়েব বশির, টম হার্টলেদের সুযোগ দেওয়ার পথে হেঁটেছে, তেমন ভারতের জার্সিতে একের পর এক তারকা অভিষেক ঘটালেন চলমান সিরিজে।
ভাইজ্যাগ টেস্টে মিডল অর্ডারে অভিষেক ঘটেছিল রজত পাতিদারের। রাজকোটে জোড়া অভিষেক ঘটল টিম ইন্ডিয়ার। বহুদিন জাতীয় দলের সেট আপে ব্রাত্য থাকা সরফরাজ খান তো বটেই প্ৰথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নামবেন ধ্রুব জুরেল।
টসে জিতে ব্যাটিং নিল টিম ইন্ডিয়া। আর রোহিত দল ঘোষণার সময়েই জানিয়ে দিলেন ভারতের একাদশ। কেএল রাহুল ইনজুরিতে। তার জায়গায় প্ৰথম টেস্ট খেলেছিলেন মধ্যপ্রদেশের রজত পাতিদার। প্ৰথম টেস্টে সেভাবে সফল না হলেও তৃতীয় টেস্টেও তাঁকে রেখেই দল সাজাল টিম ইন্ডিয়া। অফ ফর্মে থাকা শ্রেয়স আইয়ারকে স্কোয়াড থেকেই বাতিল করা হয়েছে। তার জায়গায় সুযোগ পেয়ে গেলেন সরফরাজ খান।
ব্যাটিং হোক বা কিপিং একদমই ভরসা জোগাতে পারছিলেন না কেএস ভরত। ঋষভ পন্থের ইনজুরি এবং শৃঙ্খলাজনিত কারণে ঈশান কিষান বাইরে থাকায় বাইরে থাকায় বাধ্য হয়েই সুযোগ পেয়েই চলেছিলেন ভরত। তবে তাঁর জায়গায় একদম নতুন ধ্রুব জুরেলকে পরীক্ষা করার পথে নামিয়ে দেওয়া হল টিম ইন্ডিয়ার তরফে।
🚨 Team Update 🚨
4⃣ changes in #TeamIndia's Playing XI for Rajkot
Dhruv Jurel and Sarfaraz Khan are all set to make their Test Debuts 🙌
Follow the match ▶️ https://t.co/FM0hVG5X8M#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/rk1o1dNQMc— BCCI (@BCCI) February 15, 2024
এছাড়াও বাদ পড়েছেন অক্ষর প্যাটেল। প্ৰথম দুই টেস্ট খেললেও অক্ষর বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। রবীন্দ্র জাদেজা ফেরার পর তিনি সরাসরি প্ৰথম একোদশে এলেন অক্ষরের জায়গায়। মুকেশ কুমারের বদলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মহম্মদ সিরাজকেও।
রাজকোট টেস্টেই ইতিহাস গড়তে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ১০০তম টেস্টে নামছেন তিনি। শততম টেস্ট খেলা ১৬তম ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে নিজের নাম এলিট গ্রুপে তুলে ফেললেন তিনি। প্ৰথম টেস্টে সমস্ত সংশয়ের জবাব দিয়েছেন ক্যাপ্টেন স্টোকস। রেহান আহমেদ, টম হার্টলের মত তরুণ প্রতিভাদের দক্ষভাবে ব্যবহার করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।
টসে জিতে অধিনায়ক রোহিত জানালেন, রাজেকোটের পিচ বাকি দুই টেস্টের থেকে অনেক ব্যাটিং সহায়ক। এবং ম্যাচ যত গড়াবে, ততই পিচের অবস্থা খারাপ হবে। তাই ভারত প্ৰথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড়সড় রান জমা করতে চায়। জানালেন, কারোর অনুপস্থিতি বরাবর বাকিরা জ্বলে ওঠেন। বাকি তিন টেস্টেও তাই ভারত উত্তেজক ব্র্যান্ডের ক্রিকেট থেকে সরে আসবে না। জানালেন, চারটে বদল নিয়েই দল সাজিয়েছে ভারত।
ইংল্যান্ড আবার একটি বদল ঘটিয়েছে। মার্ক উড প্ৰথম একাদশে এসেছেন ভাইজ্যাগ টেস্টে অভিষেক হওয়া শোয়েব বশিরের জায়গায়।
ভারতের প্ৰথম একাদশ: যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ