Team India in Rajkot: মঙ্গলবারই (১৩ ফেব্রুয়ারি) গুজরাতে পা রাখছে টিম ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে তৃতীয় টেস্ট। ১০ ফেব্রুয়ারিই স্কোয়াড ঘোষণা হয়ে গেছিল। এবার যেখানে খেলা, সেখানকার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দিন দুই আগে পৌঁছনো। রাজকোটও যেন সেজেই বসে আছে টিম ইন্ডিয়ার সদস্যদের অভ্যর্থনা জানাতে।
এমনিতে ভারতে খেলা হচ্ছে, টিম ইন্ডিয়ার সদস্যরা তাই মোটামুটি সব মাঠের সঙ্গেই ভালোভাবেই পরিচিত। তারপরও আগেভাগে যাওয়াটা এলাকার ওয়েদার, পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। এটা সব টিমই করে। সুযোগটা টিম ইন্ডিয়াও হারাতে নারাজ। কারণ, তৃতীয় টেস্ট দিন দশেক পরে হচ্ছে। কম্বিনেশনেও কিছুটা বদল এসেছে। খেলোয়াড়দের একসঙ্গে অনুশীলনটা তাই জরুরি। বিশেষ করে এই পরিস্থিতিতে, যখন সিরিজে সমতা এনেই ফেলেছে রোহিতবাহিনী।
প্রথম টেস্ট ম্যাচে হায়দরাবাদের মাটিত টিম ইন্ডিয়ার পরাজয়ের গ্লানি, বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্ট ম্যাচেই সুদে-আসলে উশুল করে নিয়েছে ভারতীয় দল। সেক্ষেত্রে তৃতীয় টেস্ট ম্যাচটা সিরিজের নির্ণায়ক হয়ে উঠতেই পারে। এগিয়ে থাকতে, তৃতীয় টেস্ট ম্যাচটা রোহিত শর্মা আর বেন স্টোকস দুই ক্যাপ্টেনের দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন- ফের চোটের ঝড়ে লন্ডভন্ড টিম ইন্ডিয়া! তৃতীয় টেস্টের আগেই শক্তি হারিয়ে একদম ধস রোহিতদের
এই অবস্থায় ভারতীয় দলের খাদ্য বা খাওয়া দাওয়ার ওপরও নজর রাখছেন বিশেষজ্ঞরা। কারণ, খাওয়া ঠিকঠাক তো শরীর ফিট। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রাতঃরাশে থাকছে জিলিপি আর গুজরাটি খানা। যার মধ্যে আছে ফাফড়া জালেবি, খাখরা, গাঠিয়া, থেপলা। এছাড়াও থাকছে কাঠিয়াওয়াড়ি বিশেষ খানা, যেমন- দহি টিকারি, ভাগেরেলা রোটলো (বাজরা রুটির একটা পদ) আর খিচড়ি তরকারি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, টিম ইন্ডিয়া থাকছে রাজকোটের সয়াজি হোটেলে। সেকথা মাথায় রেখে এই হোটেলে এখন সাজোসাজো রব।