IND vs ENG Rajkot Test: কোনও বোলারকেই রেয়াত করছেন না যশস্বী জয়সোয়াল। সেঞ্চুরি তো বটেই টানা ডাবল সেঞ্চুরিও হাঁকিয়ে যাচ্ছেন সুপারস্টার। ভাইজ্যাগের পর তাঁর ব্যাট থেকে বেরোল ফের দ্বিশতরান। তৃতীয় দিনের শেষ সেশনে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন।
চতুর্থ দিন শুভমান গিল আউট হওয়ার পর মাঠে নামেন। এবং একাই ইংরেজ বোলারদের ধাঁধিয়ে দেন। ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৩১ বলে। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করেন তরুণ তুর্কি।
কী কী রেকর্ড ভাঙলেন যশস্বী, দেখে নেওয়া যাক:
প্ৰথম ভারতীয় ব্যাটার হিসাবে নিজের টেস্ট কেরিয়ারের প্ৰথম তিন শতরান-ই কনভার্ট করলেন দেড়শ প্লাস স্কোরে।
দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে (বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৯)। সেই সিংহাসন থেকে রোহিতকে টেনে নামালেন যশস্বী। ২০২৩-এর জুলাইয়ে অভিষেক হওয়ার পর কোনও ব্যাটার এত বেশি ছক্কা হাঁকাননি।
আরও পড়ুন- বাজবলকে প্লাস্টিক বল বানাল টিম ইন্ডিয়া! যশস্বীর ব্যাটের ফুলকিতে সিরিজে ২-১ ভারতের
বিনু মানকাড (বনাম নিউজিল্যান্ড, ১৯৫৫/৫৬) এবং বিরাট কোহলির (বনাম শ্রীলঙ্কা, ২০১৭/১৮) পর তৃতীয় ভারতীয় হিসাবে একই সিরিজে জোড়া ডাবল সেঞ্চুরির মালিক হয়ে গেলেন যশস্বী।
একই টেস্ট ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির ছিল ওয়াসিম আক্রমের (১২টি)। রবিবারের রাজকোটে পাক কিংবদন্তিকে ছুঁয়ে ফেললেন যশস্বী।
বিশ্ব ক্রিকেটে জেমস আন্ডারসনকে কোনও টেস্ট ম্যাচের একই ওভারে তিনটে ছক্কা হাঁকানোর একমাত্র নজির ছিল জর্জ বেইলির। ২০১৩-র এসেজে বেইলি জেমস আন্ডারসনের একই ওভারে তিনটে সুবিশাল ছক্কা হাঁকান। সেই কীর্তিতেও ভাগ বসালেন তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ায় গিয়ে ২৮ রান খরচ করেছিলেন আন্ডারসন। সেটাই ছিল ইংরেজ পেস তারকার সবথেকে বেশি রান খরচ করার নজির। রবিবার যশস্বীর সামনে আন্ডারসন খরচ করলেন ২১ রান। যা তাঁর কেরিয়ারের তৃতীয় সর্বাধিক খরুচে ওভার।
বিনোদ কাম্বলি (২১ বছর ৫৪ দিন) এবং ডন ব্র্যাডম্যানের (২১ বছর ৩১৮ দিন) পর তৃতীয় সর্বকনিষ্ঠ তারকা হিসাবে দুটো দ্বিশতরান হাঁকালেন মুম্বইকর।