New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/22/ind-vs-eng-4th-test-2025-07-22-18-45-58.jpg)
IND vs ENG 4th Test: ম্যানচেস্টার টেস্টে ভারতীয় দল কেমন হল?
IND vs ENG 4th Test India Playing XI: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট (India vs England 4th Test) আজ, ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হয়েছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
IND vs ENG 4th Test: ম্যানচেস্টার টেস্টে ভারতীয় দল কেমন হল?
IND vs ENG 4th Test India Playing XI Anshul Kamboj Debut: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট (India vs England 4th Test) আজ, ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হয়েছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ভারতের দলে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটের কারণে নেই। আকাশ দীপ চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেছেন, নীতীশ রেড্ডি পুরো সিরিজ থেকেই বাইরে, এবং অর্শদীপ সিংকেও চোটের জন্য পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতের প্রথম একাদশে বড়সড় পরিবর্তন দেখা গেছে। আন্তর্জাতিক অভিষেক ঘটেছে তরুণ পেসার অংশুল কাম্বোজের।
টসের সময় শুভমান গিল বলেন, “আমি সত্যি কথা বলতে টস নিয়ে একটু দ্বিধায় ছিলাম। তাই টস হারাটা খারাপ হয়নি। আগের তিনটি টেস্টে আমরা দারুণ খেলেছি। কিছু কঠিন মুহূর্তে পিছিয়ে পড়লেও বেশিরভাগ সময় আমরা এগিয়ে থেকেছি। বিরতির দরকার ছিল আমাদের। এই মাঠের পিচ বেশ ভাল মনে হচ্ছে। আমরা তিনটি পরিবর্তন এনেছি। করুণ নায়ারের জায়গায় সাই সুদর্শন এসেছেন। চোট পাওয়া আকাশ দীপ এবং রেড্ডির জায়গায় দলে ঢুকেছেন অংশুল কাম্বোজ ও শার্দুল ঠাকুর।”
অংশুল কাম্বোজ একজন ভারতীয় মিডিয়াম পেসার, যিনি ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে খেলেন। আইপিএলে তিনি আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন এবং বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের অংশ। ফেব্রুয়ারি ২০২২-এ ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে হরিয়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ২০২২-২৩ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ৭ ম্যাচে ৭টি উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০২৩-২৪ বিজয় হজারে ট্রফিতে ১০ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে হরিয়ানার শিরোপা জয়ে বড় ভূমিকা নেন।
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রায়ডন কার্স, জোফ্রা আর্চার
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুল কাম্বোজ